ডিগ্রি ৩য় বর্ষ মনোবিজ্ঞান পঞ্চম পত্রের সাজেশন ২০২৩ | Degree 3rd Year Psychology 5th Paper Suggestion

ডিগ্রি ৩য় বর্ষ মনোবিজ্ঞান পঞ্চম পত্রের সাজেশন: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি শেয়ার করলাম মনোবিজ্ঞান পঞ্চম পত্রের সাজেশন এবং এর সিলেবাসে সম্পর্কে । অনেকেই কিন্তু নিয়মিত ক্লাস উপস্থিত হতে পারেননি আবার বিভিন্ন কারনে অনেকেই বই সম্পর্কে ধারনা পেতে অনেক কষ্ট করতে হয় তাই এরকম ঝামেলা না করে আপনারা সহজেই হাতের মুঠোয় পেয়ে যাবেন আমাদের এই আয়োজন ।

” Course Title ….শিল্প মনোবিজ্ঞান ।

মনোবিজ্ঞান পঞ্চম পত্রের সাজেশন,2023।

  • শিল্প মনোবিজ্ঞানের সংজ্ঞা,শিল্প মনোবিজ্ঞানের পরিধি,/ আওতা,ক্ষেত্র, প্রয়োগিক মনোবিজ্ঞান হিসাবে শিল্প মনোবিজ্ঞান,শিল্প মনোবিজ্ঞানের ইতিহাস।
  • চাকরি বিশ্লেষন: চাকরি বিশ্লেষনের সংজ্ঞা ,চাকরি বিশ্লেষনের উদ্দেশ্যসমূহ,চাকরি বিশ্লেষণের প্রক্রিয়া / পদ্ধতি সমূহ।
  • ব্যাক্তি নির্বাচনের প্রক্রিয়া উপায় , পদ্ধতি সমূহ:মানসিক পরীক্ষা ,জীবন বৃত্তান্তীয় তথ্য,সাক্ষাৎকার , সম্পর্কের উল্লেখসমূহ।
  • ব্যাক্তির প্রশিক্ষণ: প্রশিক্ষণ মূল্যায়নের প্রয়োজনীয়তা,প্রশিক্ষনের পদ্ধতি সমূহ, প্রশিক্ষনের কর্মসূচিসমূহের মূল্যায়ন।
  • দূর্ঘটনা ও নিরাপত্তা: দূর্ঘটনার সংজ্ঞা,দূর্ঘটনার কারন সমূহ, পরিস্থিতিগত ও ব্যাক্তিগত নিয়ামক সমূহ, দূর্ঘটনার প্রতিরোধ, নিরাপত্তা র বিধান সমূহ।
  • চাকরি সন্তুষ্টি: চাকরি সন্তুষ্টির প্রকৃতি,চাকরি সন্তুষ্টির নির্ধারকসমূহ,চাকরি সন্তুষ্টির মূল্যায়ন‌।

প্রিয় ডিগ্ৰি তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা আমি আপনাদের সাথে প্রথমে সিলেবাসটা শেয়ার করলাম তারপর সাজেশন শেয়ার করলাম তবে সিলেবাস সম্পর্কে অবগত থাকলে যেকোন বিষয় থেকে অতি সহজেই উঃ করতে পারবেন।

মনোবিজ্ঞান পঞ্চম পত্রের প্রথমে ক বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তারপর খ বিভাগ থেকে তারপর গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ থাকবে।

ডিগ্রি ৩য় বর্ষ সাজেশন:

ডিগ্রি ৩য় বর্ষ অর্থনীতি ৫ম পত্র সাজেশন

ডিগ্ৰি ৩য় বর্ষ ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন

ডিগ্রি ৩য় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম পত্র সাজেশন 

ডিগ্রি ৩য় বর্ষ সমাজবিজ্ঞান ৫ম পত্র সাজেশন 

মনোবিজ্ঞান পঞ্চম পত্রের সাজেশন ২০২৩:

সংজ্ঞা বলতে কি বুঝ?

শিল্প মনোবিজ্ঞান,ফলিত মনোবিজ্ঞানের সংজ্ঞা।

  • শিল্প মনোবিজ্ঞান ফলিত না মৌখিক ব্যাখা কর?
  • শিল্প ক্ষেত্রে মনোবিজ্ঞানের ভূমিকা আলোচনা কর?
  • বিভিন্ন প্রকার প্রশিক্ষণ পদ্ধতি আলোচনা কর?
  • কর্মচারী নির্বাচন পদ্ধতি সমূহ লিখ?
  • শিল্প দূর্ঘটনার কারন ও প্রতিকার আলোচনা কর?
  • প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা কর?
  • কর্ম বিশ্লেষণের দুটি পদ্ধতি আলোচনা কর?
  • শিল্প বিশ্লেষনের উদ্দেশ্যে কি আলোচনা কর?
  • সংবেদনশীলতা প্রশিক্ষণ আলোচনা কর?

গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ:

১….বিজ্ঞান হিসাবে শিল্প মনোবিজ্ঞানের স্থান মূল্যায়ন কর?

২……. শিল্প মনোবিজ্ঞানের ক্রমবিকাশ পরিধি আলোচনা কর?

৩…….. শিল্প মনোবিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর?

৪…….কর্ম বিশ্লেষণের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর?

৫……… পর্যবেক্ষণ পদ্ধতি কি? আলোচনা কর?

৬…… গতি সাশ্রয় ও গতি অনুধান বিষয়গুলো আলোচনা কর?

৭……কর্মী নির্বাচনের ক্ষেত্রে মনোবিজ্ঞানের অভিজ্ঞা আলোচনা কর?

৮…… শিল্প প্রশিক্ষণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোচনা কর?

৯…… দূর্ঘটনা প্রতিরোধের কৈশলগুলো আলোচনা কর?

১০…….ফলিত বিজ্ঞান হিসাবে শিল্প মনোবিজ্ঞানের স্থান নিরুপন কর?

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোবিজ্ঞান পঞ্চম পত্রের সিলেবাস ও সাজেশন শেয়ার করা হলো আপনারা সাথেই থাকুন এবং মনোযোগ সহকারে বিষয় গুলো পড়বেন যাতে ভালো রেজাল্ট করতে পারেন।

Also Read Degree 3rd Year Suggestions

ডিগ্ৰী ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সাজেশন

Degree 3rd Year English Suggestion ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি সাজেশন

ডিগ্রি ৩য় বর্ষ ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্রের সাজেশন

সাহেদা জান্নাত

সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button