আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আপনাদের জন্য আজকে হাজির হয়েছি অনার্স ৪র্থ বর্ষ ভোক্তা আচরণ সাজেশন ২০২৩ ( Consumer Behavior suggestion 2023 ) নিয়ে। এই আর্টিকেলটি পড়লে একজন শিক্ষার্থী উক্ত বিষয়ের পরিপূর্ণ একটি সাজেশন পেয়ে যাবেন।
অনার্স ৪র্থ বর্ষ মার্কেটিং মানব সম্পদ ব্যবস্থাপনা সাজেশন | Marketing & Human Resources Management
শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার। এই ইয়ারের শিক্ষার্থীরা বেশ চিন্তিত থাকে তাদের ফলাফল নিয়ে। তাই সকলে বিভিন্ন ধরনের সাজেশন খুঁজে থাকে। আমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে সকল অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের দ্বারা। যারা এ বিষয়ে পারদর্শী। আর এই সাজেশন থেকে প্রতিবছর প্রায় ভালো পরিমাণ মার্ক পরীক্ষায় কমন পড়ে থাকে। তাই শিক্ষার্থীদের অনুরোধ করবো একবার হলেও আমাদের এই সাজেশনটি করে নিতে এবং তাদের ফলাফল আরো ভালো করার সুযোগ গ্রহণ। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি এটি।
অনার্স ৪র্থ বর্ষ ভোক্তা আচরণ সাজেশন ২০২৩ | Consumer Behavior suggestion 2023
ক বিভাগ
- সাংস্কৃতিক আপেক্ষিক বাদ বলতে কি বুঝেন?
- আঞ্চলিক উপসংস্কৃতি বলতে কি বোঝানো হয়?
- আবেগ বলতে কি বুঝেন?
- ভূমিকা অভিনয় কাকে বলা হয়?
- শিল্পী সুলভ ব্যক্তিত্ব বলতে কি বুঝেন?
- তাড়না কাকে বলে?
- আর্থিক প্রেষণা কাকে বলা হয়?
- উদ্দীপক বলতে কি বুঝেন?
- সাধারণীকরণ বলতে কি বুঝেন?
- শূন্য নীড় কি?
- একক উপাদান সূচক বলতে কি বুঝেন?
- ভোক্তা কাকে বলা হয়?
- সাংস্কৃতিক আপেক্ষিক বাদ বলতে কি বুঝেন?
- আঞ্চলিক উপসংস্কৃতি কাকে বলা হয়?
- সিদ্ধান্ত গ্রহণ কি?
- কৃতিত্বর্জনের প্রেষণা তত্ত্বের প্রবক্তা কে?
- শিক্ষনের পদ্ধতি বলতে কি বুঝেন?
- শপিং প্রত্যক্ষ দল কাকে বলা হয়?
- সাংস্কৃতিক পরিবেশ কাকে বলা হয়?
- সদ্য বিবাহিত দম্পতি বলতে কি বুঝেন?
খ বিভাগ
আমাদের পাঠকদের মধ্যে সবচেয়ে বেশি সাজেশন খুঁজে থাকে এই বিভাগের প্রশ্নগুলো। কারণ এই ধরনের প্রশ্নগুলো বেশ জটিল হয়ে থাকে। ভোক্তা আচরণ সাজেশন ২০২৩ সাজেশন থেকে আমরা সকল কমন প্রশ্নগুলো পড়ে নেই।
- প্রত্যেকক্ষণ বিশ্লেষণের স্তর সমালোচনা করুন।
- উপসংস্কৃতির প্রকৃতি বর্ণনা করুন।
- শিক্ষনের শর্তসমূহ আলোচনা করুন।
- সংস্কৃতি স্বোপার্জিত হয় কিভাবে?
- কিভাবে অভ্যাস এবং রীতি গড়ে ওঠে?
- কৃতিত্বার্জন প্রেষণা তত্ত্ব বর্ণনা করুন।
- ভোক্তা আচরণের প্রভাব বিস্তারকারী উপাদান আলোচনা করুন।
- নিরপেক্ষ রেখা বিশ্লেষণ কি?
- পরিবারের চারটি কার্যাবলী সংক্ষেপে ব্যাখ্যা করুন।
- সামাজিক শ্রেণী পরিমাপের জন্য বিভিন্ন পদক্ষেপ গুলো বর্ণনা করুন।
- ভোগ প্রক্রিয়ার নির্দেশক দলের প্রভাব ব্যাখ্যা করুন।
- নির্দেশক দলের প্রভাবে ভোক্তার প্রক্রিয়ার পরিবর্তন ঘটে। কথাটি ব্যাখ্যা করুন।
- ভোক্তা এবং সমাজের ধারণাটি ব্যাখ্যা করুন।
- আদর্শ প্রকার ব্যাখ্যা করুন।
- সংস্কৃতি বলতে কি বুঝেন?
- ভোক্তা আচরণ কি?
গ বিভাগ ভোক্তা আচরণ সাজেশন ২০২৩
- মনোভাবের বৈশিষ্ট্য গুলো লিখুন।
- মনোভাব শেখানো যায় না বরং গড়ে ওঠে। কথাটি ব্যাখ্যা করুন।
- মনোভাব পরিবর্তন এবং গঠন প্রভাব সৃষ্টিকারী যোগাযোগের বৈশিষ্ট্য আলোচনা করুন।
- প্রেষণার X ও Y তত্ত্বটি বর্ণনা করুন।
- মানুষের প্রয়োজনের সাথে জড়িত। কথাটি ব্যাখ্যা করুন।
- প্রত্যেক্ষনের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা করুন।
- শিক্ষণের মৌল নীতি আলোচনা করুন।
- মনোবল এবং প্রেষণার মধ্যে পার্থক্য লেখুন।
- ভোক্তার প্রেষণার সংজ্ঞা দিন।
- শিক্ষণের সাধারণ বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করুন।
- বাজারজাতকরণ গবেষণা পদ্ধতি এবং পরিবারের সিদ্ধান্ত সম্পর্ক লিখুন।
- পরিবারের সংজ্ঞা দিন এবং পরিবারের বিভিন্ন পদ্ধতি আলোচনা করুন।
- বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবারের কাঠামো পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন।
- সামাজিক স্তর বিন্যাসের মৌলিক উপাদান ব্যাখ্যা করুন।
- সামাজিক শ্রেণীবিন্যাসের বহু উপাদান সূচক পরিমাণ পদ্ধতি ব্যাখ্যা করুন।
- প্রাথমিক নির্দেশক দলের বৈশিষ্ট্য এবং কার্যাবলী সংক্ষেপে লিখুন।
- নির্দেশক দলের বাজারজাতকরণ কৌশলের প্রভাব সংক্ষেপে লিখুন।
- ভোক্তার প্রত্যক্ষণ নির্ধারণের উপাদানসমূহ বর্ণনা করুন।
অনার্স ৪র্থ বর্ষ ভোক্তা আচরণ সাজেশন ২০২৩ ব্যতীত আরো অন্যান্য বর্ষ এবং ডিপার্টমেন্টের সাজেশন পেতে আমাদের সঙ্গে থাকে।
অনার্স ৪র্থ বর্ষ কেন্দ্রীয় ব্যাংকিং সাজেশন ২০২৩ | Central Banking suggestion