অনার্স ৪র্থ বর্ষ জলবায়ু পরিবর্তন ইস্যু ও দুর্যোগ ব্যবস্থাপনা সাজেশন ২০২৩ | Change Climate Issues and Disaster Management

অনার্স ৪র্থ বর্ষ জলবায়ু পরিবর্তন ইস্যু ও দুর্যোগ ব্যবস্থাপনা সাজেশন ২০২৩ & Change Climate Issues and Disaster Management নিয়ে এসেছি আজকের আর্টিকেলে। এর মাধ্যমে একজন শিক্ষার্থী এ বিষয়ে পরিপূর্ণ একটি সাজেশন এবং গাইডলাইন পেয়ে যাবে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমাদের এই সাজেশন দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্য।

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ‌আপনারা যারা আগামী ১৪ তারিখ থেকে অনার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আমাদের ওয়েবসাইটে সকল ধরনের সাজেশন আপলোড করা হচ্ছে। ‌আমাদের ওয়েবসাইটে সকল ডিপার্টমেন্ট এবং সকল বিষয়ের আলাদা আলাদা সাজেশন রয়েছে। এই সাজেশন গুলো দেখতে আমাদের ওয়েবসাইট থেকে অনার্স এবং ডিগ্রী ক্যাটাগরি দেখুন। ‌

অনার্স ৪র্থ বর্ষ জলবায়ু পরিবর্তন ইস্যু ও দুর্যোগ ব্যবস্থাপনা সাজেশন ২০২৩ | Change Climate Issues and Disaster Management

ক বিভাগ

  • কিয়োটো প্রটোকল বলতে কি বুঝেন?
  • মানসিক স্বাস্থ্য কাকে বলা হয়?
  • বাংলাদেশের দুর্যোগ সংক্রান্ত মন্ত্রণালয়ের নাম কি?
  • জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার কাউন্সিলর এর নাম কি?
  • দুর্যোগ প্রশমন বলতে কি বুঝেন?
  • বাংলাদেশে কত সালে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার নীতি প্রণীত করা হয়?
  • দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের প্রধান কে?
  • ওয়ার্ল্ডভিশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  • Epizootic শব্দের অর্থ কি?
  • বাস্তুসংস্থান কাকে বলা হয়?
  • প্রাকৃতিক দুর্যোগ কাকে বলা হয় এবং প্রাকৃতিক দুর্যোগ কি?
  • সন্ত্রাসবাদ কোন ধরনের দুর্যোগ?
  • সিডর শব্দের অর্থ কি?
  • দাবানল বলতে কি বুঝায়?
  • সুনামি কোন ধরনের দুর্যোগ?
  • আবহাওয়া কাকে বলা হয
  • দুর্যোগ কত প্রকার ও কি কি?
  • আদ্রতা বলতে কি বুঝায়?
  • Oxfam কি?
  • কেয়ার বলতে কি বুঝেন?
  • নৌবন্দরের চার নং সংকেতের অর্থ কি?
  • IPCC পূর্ণরূপ লিখুন। ‌
  • interactive voice response কি?
  • NDPD এর পূর্ণরূপ লিখুন। ‌
  • বায়ু দূষণ কাকে বলা হয়?
  • তুষার ঝড় বলতে কি বুঝায়?
  • মহামারী কি?
  • সৌরভ কলঙ্ক কাকে বলা হয়?
  • সাফারি পার্ক বলতে কি বুঝায়?
  • বাস্তুসংস্থান কি?
  • সন্ত্রাসবাদ কোন ধরনের দুর্যোগ?

খ বিভাগ জলবায়ু পরিবর্তন ইস্যু ও দুর্যোগ ব্যবস্থাপনা সাজেশন ২০২৩

  • দুর্যোগ ব্যবস্থাপনার আপদ বলতে কি বুঝায়?
  • সমন্বয়ের প্রকারভেদ লিখুন।
  • সমন্বয়ের ধরন সমূহ লিখুন।
  • দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বয়ের উপাদান সমূহ উল্লেখ করুন।
  • জরুরি ক্রান কার্যক্রমে বলতে কি বুঝেন?
  • জরুরি ক্রান কি?
  • জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় কাউন্সিলের কার্যাবলী লিখুন।
  • জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কাউন্সিলের কার্যক্রম ও গঠন উল্লেখ করুন।
  • ব্যক্তির ওপর দুর্যোগের প্রভাব লিখুন। ‌
  • বাস্তুসংস্থানের উপাদান গুলো লিখুন।
  • বাস্তু তন্ত্রের উপাদান গুলো ব্যাখ্যা করুন।
  • বাস্তুসংস্থান বলতে কি বুঝায়?
  • ভূমিকম্প বলতে কি বুঝেন?
  • মানব দুর্যোগ বলতে কি বুঝায়?
  • বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের ধরণসমূহ লিখুন। ‌
  • দুর্যোগের বৈশিষ্ট্যগুলো লিখুন?
  • ঘূর্ণিঝড়ের কারণগুলো উল্লেখ করুন।
  • জলবায়ু ও আবহাওয়ার মধ্যে পার্থক্য লিখুন।
  • জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝায়?
  • দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে এনজিওর সীমাবদ্ধতা লিখুন।
  • দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে এনজিওর সমস্যা গুলো দেখান।
  • দুর্যোগ সাধারণ প্রস্তুতিমূলক ব্যবস্থা উল্লেখ করুন।
  • বাংলাদেশের দুর্যোগের সীমাবদ্ধতা লিখুন।

গ বিভাগ জলবায়ু পরিবর্তন ইস্যু ও দুর্যোগ ব্যবস্থাপনা সাজেশন ২০২৩

  • দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বুঝেন? দুর্যোগ ব্যবস্থাপনা আইনগুলো লিখুন।
  • জলবায়ু পরিবর্তন আইন ২০১০ সংক্ষেপে আলোচনা করুন।
  • জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইনের প্রধান দিকগুলোর বর্ণনা করুন।
  • জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইতিবাচক দিকগুলো আলোচনা করুন।
  • সমন্বয় বলতে কি বুঝেন? প্রাকৃতিক দুর্যোগের ব্যবস্থাপনায় সমনের গুরুত্ব বর্ণনা করুন।
  • বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বয় সাধন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করুন।
  • বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনার সমন্বয় সাধন প্রক্রিয়া লিখুন।
  • বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মসূচি ও গঠন আলোচনা করুন।
  • দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে ওয়ার্ল্ড ভিশন এবং রেড ক্রিসেন্ট এর কার্যক্রম বর্ণনা করুন।
  • দুর্যোগ প্রস্তুতি বলতে কি বোঝেন এবং দুর্যোগে বিশেষ ধরনের সহযোগিতা বর্ণনা করুন।
  • দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে ধারণা দিন।
  • দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা দেখান।
  • পরিবারের উপর দুর্যোগের প্রভাব আলোচনা করুন।
  • প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বুঝানো হয় এবং বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণসমূহ বর্ণনা করুন।
  • প্রাকৃতিক দুর্যোগের প্রভাব দেখান।
  • দুর্যোগের সংজ্ঞা দিন।
  • জলবায়ু বলতে কি বুঝেন জলবায়ু পরিবর্তনের কারণ গুলো লিখুন।
  • মানসিক ও শারীরিক স্বাস্থ্যের মধ্যে পার্থক্য লিখুন। চিকিৎসার ধাপগুলো আলোচনা করুন।
  • স্বাস্থ্য খাতে দুর্যোগ প্রস্তুতি আলোচনা করুন।
  • দুর্যোগের সৃষ্টির কারণে সাধারণ স্বাস্থ্যের সমস্যা গুলো আলোচনা করুন। জলবায়ু পরিবর্তন ইস্যু ও দুর্যোগ ব্যবস্থাপনা সাজেশন ২০২৩
  • প্রাকৃতিক দুর্যোগে সাধারণ স্বাস্থ্যের সমস্যাগুলো তুলে ধরুন।
  • জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যাবলী ও গঠন তুলে ধরুন।
  • দুর্যোগ ব্যবস্থাপনায় বুর্যোর দায়িত্ব এবং কর্তব্য তুলে ধরুন।‌

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button