কানাডা ভিজিট ভিসা আবেদন করার নিয়ম | Canada Visit Visa Application Process

কানাডা ভিজিট ভিসা প্রসেসিং, Canada Visit Visa Application Process নিয়ে আলোচনা করা হচ্ছে আমাদের এই আর্টিকেলে। এছাড়াও আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন কানাডা ভিসা আবেদনের পদ্ধতি, কানাডা টুরিস্ট ভিসা, কানাডা যেতে কত টাকা খরচ লাগে এই সকল বিষয়ে সম্পর্কে।

পৃথিবীর মধ্যে উন্নত দেশগুলোর তালিকার শীর্ষস্থানে রয়েছে কানাডা। এই দেশে যাওয়া অনেকের কাছে স্বপ্নের মত। যদি আপনি এই দেশে বিভিন্ন কারণে ভ্রমণ করতে পারেন তবে অনেকেই বেশিরভাগ ভ্রমণ করে থাকে ভিজিট ভিসার। কারণ স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্ক পারমিট ভিসা পেতে তুলনামূলকভাবে বেশি ভোগান্তিতে পড়তে হয়। কারণ এটি অনেক প্রসেসিংয়ের মাধ্যমে পেতে হয়। তুলনামূলকভাবে টুরিস্ট ভিসা অথবা ভিজিট ভিসার মাধ্যমে খুব সহজেই একজন বাংলাদেশী কানাডা ভ্রমণ করতে পারে।

এখন আমরা জানবো এখানে ভিসা প্রসেসিং করতে কি কি প্রয়োজন হয় এবং কিভাবে করবেন। কারণ আমাদের মধ্যে অনেকেরই জানা নেই কানাডা ভিজিট ভিসা প্রসেসিং করতে কি কি লাগে। এই বিষয় সম্পর্কে জেনে নিব এখন আমরা।

কানাডা ভিজিটিং ভিসা নিয়ে যাওয়ার সময় কোন কোন প্রশ্নগুলো করা হয়ে থাকে?

যখন আপনি এদেশে ভ্রমণ করবেন তখন আপনাকে বেশ কয়েকটি প্রশ্ন করা হবে। যে প্রশ্নগুলো করা হয় সেগুলো হচ্ছে:

  • আবেদনকারীর যোগাযোগ বিবরণ।
  • আবেদনকারীর কর্মসংস্থান এবং বৈবাহিক অবস্থা।
  • কেন আবেদনকারী এই ভ্রমণ পরিকল্পনা করছেন।

কানাডা ভিজিট ভিসা প্রসেসিং এর জন্য কি কি প্রয়োজন হয়?

আপনি যদি কানাডায় ভ্রমণ করতে চান তাহলে অন্যান্য ভিসার মত এখানেও আবেদন করার জন্য বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে। যেগুলো আপনার আবশ্যিক বিষয়ে হিসেবে গণ্য হবে। এর মধ্যে যদি কোনটা বাদ যায় তাহলে আপনি টুরিস্ট ভিসাটি পেয়ে যাবেন না।

  • দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • পাসপোর্ট
  • জাতীয় পরিচয় পত্র
  • ভিজিটিং কার্ড
  • 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট
  • ট্রেড লাইসেন্স
  • কোম্পানি থেকে প্রাপ্ত নটারাইজড
  • সদ্য বিবাহিত ক্ষেত্রে প্রমাণপত্র
  • অবসরের কাগজপত্র
  • স্টুডেন্ট আইডি কার্ড

Also Read : রাশিয়ার পড়াশোনা খরচ 

কানাডা ভিজিট ভিসা আবেদন করার নিয়ম

আপনার কাছে যদি উপরের সকল ডকুমেন্ট থাকে তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে যে কোন এজেন্সি অথবা নিজে নিজেই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে এই লিংকে প্রবেশ করুন এবং প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সাবমিট করুন। এরপর আপনার আবেদন ওয়েটিং এ থাকবে এবং কিছুদিন পর আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার আবেদন স্ট্যাটাস সম্পর্কে।

কানাডা ভিজিট ভিসা প্রসেসিং কত টাকা খরচ হয়?

আপনি যদি কানা দেয় ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিজিট ভিসা পেতে হবে। যাকে বলা হয় ETA‌ ভিসা। এ ধরনের ভিসা পাওয়ার জন্য আপনার ভিসা খরচ হতে পারে মাত্র ১৫ হাজার টাকার মধ্যে। আপনার যাতায়াত ভাড়া এবং এখানে থাকার খরচ আলাদা। শুধুমাত্র ভিসা প্রসেসিং করতে এত টাকা খরচ হয়ে থাকে। অর্থাৎ যাতায়াত খরচ বাবদ প্রায় তিন লক্ষ টাকার অধিক খরচ হতে পারে।

কানাডা ভিসা প্রসেসিং হতে কত সময় লাগে? Canada Visit Visa Application Process

সবচেয়ে দ্রুত এবং অল্প সময়ের মধ্যে ভিসা প্রসেসিং হয়ে থাকে কানাডা। সর্বোচ্চ তিন দিন সর্বনিম্ন এক ঘণ্টার মধ্যেই এই ভিসা প্রসেসিং সম্পন্ন হয়ে যায়। যদি আপনার সকল তথ্যগুলো সঠিক থাকে তাহলে তিন দিনের মধ্যেই আশা করা যায় আপনার ভিজিট ভিসা পেয়ে যাবেন।

টুরিস্ট ভিসা নিয়ে কানাডায় কতদিন থাকা যায়?

কানাডায় প্রতিবছর অনেক মানুষ তড়িৎ বিসা নিয়ে এখানে ভ্রমণ করে থাকেন। এরমধ্যে অনেকেই ওখানে গিয়ে নানা ধরনের কাজের সাথে জড়িয়ে পড়ে। কিন্তু এটি সম্পূর্ণভাবে অনৈতিক। যদি আপনি এই দেশে ঘুরতে যান তাহলে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন। আর এই তারিখ গণনা করা হবে আপনি ওই দেশে প্রবেশ করবেন সেদিন হতে।

কানাডা ভিজিট ভিসা প্রসেসিং ( Canada Visit Visa Application Process ) সম্পর্কে জানার পাশাপাশি কানাডা স্টুডেন্ট ভিসা এবং অন্যান্য দেশের সকল যাতায়াত খরচ সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য আর্টিকেল পড়ুন।

Read More: USA Visa Number on US Visa?

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button