শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অনার্স ৩য় বর্ষ ব্যবসা ও বাণিজ্য আইন সাজেশন ২০২৩ আজকের আর্টিকেলের আমাদের আলোচ্য বিষয়। যারা এবার তৃতীয় বর্ষ পরীক্ষা দেবে তাদের জন্য এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনার্স কোর্স চার বছর। শিক্ষার্থীদের জন্য তৃতীয় বর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শেষ দুই বর্ষের ফলাফল মোট ফলাফলের সাথে বেশি নম্বর যোগ হয়ে থাকে। তাই শিক্ষার্থীদের উচিত মূল পাঠ্যবহার পাশাপাশি সাজেশন ফলো করা। আর আমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উক্ত বিষয়ের স্বনামধন্য প্রফেসরদের দ্বারা। এই সাজেশন থেকে প্রতিবছর ভালো পরিমান মার্ক পরীক্ষায় কমন আসে।
মেধাবী শিক্ষার্থীদের থেকে শুরু করে যাদের কোন মেধা রয়েছে উভয়ই সাজেশনটি পড়ে ভালো ফলাফল পেতে পারেন। আর শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা এ সাজেশনটি দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। সুতরাং দেরি না করে এখনি সাজেশন পড়া শুরু করে দিন।
অনার্স ৩য় বর্ষ ব্যবসা ও বাণিজ্য আইন সাজেশন ২০২৩ | Business and commercial laws suggestion
- সাধারণ অংশীদার কাকে বলে?
- সম্মতি কি?
- ট্রেড ইউনিয়ন বলতে কি বুঝেন?
- ঘটনা সাপেক্ষে যুক্তি কি?
- চুক্তি আইন কি?
- মুখ্য শর্ত কি?
- হোল্ডিং কোম্পানি কি?
- বাতিল সম্মতি বলতে কি বুঝেন?
- বাতিলযোগ্য চুক্তি বলতে কি বুঝেন?
- নামমাত্র অংশীদার কে?
- ট্রাইবুনাল কি?
- প্রতি প্রস্তাব কি?
- বিনিময় বিলের ধারক কে?
- বিনিময় বিল বলতে কি বুঝেন?
- দেউলিয়া কি?
- পণ্যের ঝুঁকি হস্তান্তর কি?
- পণ্য কি?
- ক্ষতিপূরণ চুক্তি কি?
- মূল্য কি?
- চেক কি?
- ভুল কি?
- অবিরাম জামিন বলতে কি বুঝেন?
- প্রতারণা কি?
- কে চুক্তি সম্পাদনের অযোগ্য?
- চুক্তি সম্পাদনের যোগ্যতা কি?
- ব্যক্ত চুক্তি কি?
- বৈধ চুক্তি কি?
- জামিনদারকে?
- শিল্প বিরোধ কি?
- বাজি ধরার চুক্তি কি?
- হুন্ডি বলতে কি বুঝেন?
- স্বাধীন সায় কি?
খ বিভাগ অনার্স ৩য় বর্ষ ব্যবসা ও বাণিজ্য আইন সাজেশন ২০২৩
- বাঙ্গি চুক্তি ও বীমা চুক্তির মধ্যে পার্থক্য দেখান।
- ক্ষতিপূরণের চুক্তি এবং জামিন চুক্তির মধ্যে পার্থক্য কি কি?
- চেক ও অমর্যাদার কারণগুলো লিখুন এবং দাগ কাটা চেক কি?
- শুধুমাত্র মানসিক স্বীকৃতিই স্বীকৃতি নয় ব্যাখ্যা করুন কথাটি।
- পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গ কি?
- ট্রেডমার্ক আইন ২০০৯ এর নিবন্ধন কিভাবে করতে হয়?
- শিল্প বিরোধ কি? শ্রমিকদের পদ্ধতি বর্ণনা করুন।
- প্রত্যয় পত্রের সংজ্ঞা দিন। বিনিময় এবং প্রত্যয় পত্রের পার্থক্য দেখান।
- কিস্তি বন্ধিতে এবং ভাড়া ক্রয়ের মধ্যে পার্থক্য দেখান।
- কখন মুখ্য শর্তকে গৌণ শর্ত হিসেবে বিবেচনা করা হয়।
- সম্মতি এবং বিক্রয়ের মধ্যে পার্থক্য দেখান।
- কখন প্রতিনিধির তৃতীয় পক্ষ ব্যক্তিগত দায়বদ্ধ হয়?
- সম্মতির সংজ্ঞা দিন।
- বাতিল যুক্তি গুলো কি কি এবং বাজি চুক্তি কি?
- কখন একজন জামিনদার দায় হতে মুক্ত হয়?
- কে চুক্তি লালন করে ? মিথ্যা এবং প্রতারণার মধ্যে পার্থক্য দেখান।
- প্রতিনিধির সংজ্ঞা দিন এবং কিভাবে প্রতিনিধি সৃষ্টি করা হয়।
গ বিভাগ অনার্স ৩য় বর্ষ ব্যবসা ও বাণিজ্য আইন সাজেশন ২০২৩
- বাতিল ও অবৈধ চুক্তির মধ্যে পার্থক্য করুন।
- প্রতিদান কি এবং এর নিয়ম ব্যতিক্রম সহ উদাহরণ বর্ণনা করুন।
- ঘটনা সাপেক্ষে চুক্তির শ্রেণীবিভাগগুলো লিখুন।
- প্রস্তাবের সংজ্ঞা দিন এবং প্রস্তাব জ্ঞাপন কখন সম্পন্ন হয়?
- বাতিল চুক্তির সংজ্ঞা দিন। চুক্তিকে বাতিল বলে ঘোষণা করা হয় কেন সেগুলো আলোচনা করুন।
- কোন চুক্তি পালন করার প্রয়োজন হয় না?
- মিথ্যা বর্ণনার শ্রেণীবিভাগ উপাদান গুলো আলোচনা করুন।
- ক্রেতা সাবধান নীতি বলতে কি বুঝেন? সাবধান নীতির সমালোচনা করুন।
- বিক্রেতা গর্তব্য ও পণ্য বিক্রয় অনুসারে ক্রেতা বর্ণনা করুন।
- হস্তান্তরযোগ্য দলিলের সংজ্ঞা দিন এবং বৈশিষ্ট্য আলোচনা করুন।
- চেক এর সংজ্ঞা দিন এবং চেকের বৈশিষ্ট্য এবং শর্তাবলী আলোচনা করুন।
- ট্রেডমার্ক শর্ত গুলো কি কি তা ব্যাখ্যা করুন।
- বর্তমানে বাংলাদেশে ক্রেতা সংরক্ষণ আইন গুলো আলোচনা করুন।
- অংশীদারি কারবারে বিলোপসাধনের পর অংশীদারের অধিকার আলোচনা করুন।
- শিশু ও কিশোর নিয়োগের নিষেধগুলো আলোচনা করুন। (অনার্স ৩য় বর্ষ ব্যবসা ও বাণিজ্য আইন সাজেশন ২০২৩ 99%)
- পরিবেশের সংজ্ঞা দিন। পরিবেশের জন্য ক্ষতিকর যানবাহনের বাধা নিষেধ গুলো লিখুন।
- কমিশন গঠন সম্পর্কিত আইন আলোচনা করুন।
- অনার্স ৩য় বর্ষ সামষ্টিক অর্থনীতি ২০২৩ | Honours 3rd year macro economics suggestion
- অনার্স ৩য় বর্ষ বাংলা উপন্যাস সাজেশন ২০২৩। Honours 3rd year suggestion 2023
- অনার্স ৩য় বর্ষ ব্যাংকিং এবং বীমা তত্ত্ব আইন এবং হিসাব সাজেশন ২০২৩ | Banking and Insurance Theory Law and Accounts+
- অনার্স ৩য় বর্ষ সাংগঠনিক আচরণ সাজেশন ২০২৩ | Organizational behaviour suggestion
- অনার্স ৩য় বর্ষ গ্রামীণ সমাজবিজ্ঞান ২০২৩ | Rural sociology suggestion 2023
- অনার্স ৩য় বর্ষ আন্তর্জাতিক রাজনীতি মূলনীতি সাজেশন ২০২৩ | Fundamentals of international politics