সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি এবং ইনক্রিমেন্ট হবে ৮-১০% এবং যেহেতু বেতন বৃদ্ধি পাচ্ছে এবং ইনক্রিমেন্ট এর হিসাব কিভাবে হবে তা আমি আপনাদের সাথে আজকের পোস্ট টির মাধ্যমে শেয়ার করলাম।
সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি এবং ইনক্রিমেন্ট হবে ,৮-১০%
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পাচ্ছে কেননা মুদ্রাস্ফীতির কারনে সরকার সরকারি চাকরিজীবীদের জন্য এই সুখবর টি দিয়েছেন কেননা পূর্বে এই রকম ছিল না বাজার মূল্য আগে যে বাজার ৫ হাজার টাকার আজ সেই বাজার মূল্য দ্বিগুণ।
মহার্ঘ ভাতা না দিয়ে সরকার মুদ্রাস্ফীতির জন্য সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির পরিকল্পনা করেছেন এবং ইনক্রিমেন্ট হবে ৮-১০%।
ইনক্রিমেন্ট ৮-১০% হলে গ্ৰেড অনুযায়ী বেতন এর হিসাব কিভাবে করবেন ।
১০ম গ্ৰেড ….১৬০০০ টাকা …. নতুন বৃদ্ধি
- ইনক্রিমেন্ট ৫% = ৮০০ টাকা
- ৮% = ১২৮০ টাকা …৪৮০ নতুন বৃদ্ধি
- ১০%= ১৬০০ টাকা ….. ৬০০ টাকা
১১ তম গ্ৰেড = ১২৫০০ টাকা
- ৫%= ৬২৫ টাকা
- ৮ %= ১০০০ টাকা ……৩৭৫ টাকা
- ১০%= ১২৫০ টাকা ……৬২৫ টাকা ।
১৩ম গ্ৰেড প্রাইমারি= ১১০০০ টাকা
- ৫%= ৫৫০ টাকা
- ৮%= ৮৮০ টাকা …..৩৩০ টাকা ।
- ১০%= ১১০০ টাকা …… ৫৫০ টাকা ।
যারা সরকারি কর্মকর্তা ও কর্মচারী তাদের জন্য আমাদের এই পোস্ট টি ইনক্রিমেন্ট এর হিসাব শেয়ার করলাম যদি কোন ভূল থাকে তাহলে কমেন্টে জানাবেন এছাড়াও আমাদের ব্লগে ইতোমধ্যে মহার্ঘ ভাতা , পেনশন সার্বজনীন ভাতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে শেয়ার করা হয়েছে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন।
Also Read: বেতন বৃদ্ধি পাচ্ছে সরকারি চাকরিজীবীদের ২০২৩
বর্তমান দ্রব্যমূলের উর্ধ্বমুখী গতি সরকারি তথা আপামর জনসাধারণের জন্য একটি বড় বাধা স্বাভাবিক জীবন যাপন এর ক্ষেত্রে তাই সরকার এমপিও ভুক্ত তথা সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ করে মহার্ঘ ভাতা না দিয়ে বেতন বৃদ্ধির পরিকল্পনা করেছেন এবং ইনক্রিমেন্ট হবে ৮-১০ % । তবে একটি কথা এই বেতন বৃদ্ধি কেবল 2023 সালে মুদ্রিস্ফীতির কারনে বাজারের অবস্থা ঠিক হয়ে গেলে দ্রব্যমূলের উর্ধ্বমুখী গতি কমে গেলে বেতন বৃদ্ধি মে হয়েছে তা আর হবেনা ।
এই ছিল বেতন বৃদ্ধি সম্পর্কে নতুন আপডেট যদি কোন ভূল থাকে তাহলে কমেন্টে জানাবেন।
Also Read: নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার দাবিতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ আপডেট