অনার্স ৩য় বর্ষ বাংলা প্রবন্ধ সাজেশন ২০২৩ | Bengali Essay suggestion 2023

অনার্স ৩য় বর্ষ বাংলা প্রবন্ধ সাজেশন ২০২৩ ( Bengali Essay suggestion 2023 )নিয়ে হাজির হয়েছি আজকে আমরা। ‌এই আর্টিকেলের মাধ্যমে বাংলা ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী তার পরিপূর্ণ বাংলা প্রবন্ধ সাজেশন পেয়ে যাবেন। যে সকল শিক্ষার্থী এ বিষয়ে ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা দ্রুত এই সাজেশনটি পড়ে নিন। কেননা খুব দ্রুত অনুষ্ঠিত হতে যাচ্ছে অনার্স তৃতীয় বর্ষ বাংলা প্রবন্ধ পরীক্ষাটি।

অনার্স ৩য় বর্ষ বাংলা প্রবন্ধ সাজেশন ২০২৩ | Bengali Essay suggestion 2023

ক বিভাগ

  • স্বামী বিবেকানন্দ তিনি কার শিষ্য ছিলেন?
  • ব্রাহ্ম সমাজের প্রবর্তক কে ছিলেন?
  • ইউরোপের জ্ঞান-বিজ্ঞানের স্বাদ বাঙালি কার কাছে প্রথম পায়?
  • গেটে কোন দেশের নাগরিক ছিলেন?
  • বাংলার নবজাগরণের প্রভাত নক্ষত্র কাকে বলা হয়?
  • গেটে প্রবন্ধে গেট নিজেকে কি বলে পরিচয় দিয়েছিলেন?
  • শিখা পত্রিকাটি কোন গোষ্ঠীর মুখপাত্র?
  • রস ব্যক্তিত্ব প্রবন্ধ এর শ্রেষ্ঠ শিল্পী কোন বিষয় সম্পর্কে সচেতন?
  • কালিদাস কোন ভাষার কবি ছিলেন?
  • রুদ্র মঙ্গল প্রবন্ধের লেখক কাকে আহবান জানিয়েছেন?
  • রুদ্রমঙ্গল প্রবন্ধে লেখক কোন শক্তির কথা বলেছেন?
  • “ধুমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায় ” এটি কোন প্রবন্ধের উক্তি?
  • বাঙালির বাংলা প্রবন্ধের বাঙালি এর অভিশপ্ত জীবনের কারণ কোনটি ছিল?
  • সভ্যতার সংকট প্রবন্ধটি কত সালে রচনা করা হয়?
  • স্বদেশী সমাজ প্রবন্ধটি কখন লেখা হয়?
  • মেঘদুত প্রবন্ধ কোন সন্দে উল্লেখ করা হয়েছে?
  • নিদ্রা কার সহ ধরা?
  • কোক ধ্বনি শব্দের অর্থ কি?
  • কোক ধ্বনি প্রবন্ধে কোন ঋতুর কথা বলা হয়েছিল?
  • বঙ্কিমচন্দ্রের মতো মানুষের কয় ধরনের বৃত্তি রয়েছে?
  • অনুমতি জ্ঞান বলতে কি বোঝেন?
  • বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
  • বিচিত্র পথে গমন করেন কে?
  • গর্দভ প্রবন্ধ কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?

খ বিভাগ অনার্স ৩য় বর্ষ বাংলা প্রবন্ধ সাজেশন ২০২৩ |

  • কোরআনের আল্লাহ প্রবন্ধের আলোকে আল্লাহ এর স্বরূপ আলোচনা করুন।
  • আজ শয়তান বসে আছে স্রষ্টার সিংহাসনে মসজিদ ও মন্দির প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করুন।
  • স্বদেশী সমাজ প্রবন্ধে ভারতবর্ষের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিবেদন কি ছিল?
  • কোক ধ্বনি প্রবন্ধের মূল সুর লিখুন।
  • রস ও ব্যক্তিত্ব প্রবন্ধ এর আলোচিত ব্যক্তিত্বের স্বরূপ তুলে ধরুন?
  • বাংলা সাহিত্য কেন অতান্ত দুর্বল এবং নিরস তা আলোচনা করুন।
  • কাব্য এর শ্রেণীবিভাগ বিষয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অভিমত ব্যক্ত করুন।
  • এ সুর নবযুগের এবং কোন সুরের কথা বলা হয়েছে তা বুঝে লিখুন?
  • আত্মার তৃপ্তি স্বর্ণ সুখ আর আত্ম প্রবঞ্চনার নরক যন্ত্রণা কথাটি ধুমকেতুর পথ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করুন।
  • আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। ‌ এ উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করুন।
  • মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ এ কথাটি ব্যাখ্যা করুন।
  • সভ্যতার সংকট প্রবন্ধের আলোকে রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার কোন সংকটের দিক গুরুত্ব দিয়েছেন এবং কেন?
  • রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশী সমাজ প্রবন্ধে আমাদের আত্মরক্ষার জন্য কি তাকে দিয়েছিলেন?
  • প্রত্যেক মানুষের মধ্যে অতুল স্পর্শ বিরহ মেঘদূত প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করুন।
  • সেইদিন হইতে বাঙ্গালা ভাষার শ্রীবৃদ্ধি সেইদিন হইতে শুষ্ক তরুণ বারি নিষিক্ত হইল।‌ কথাটি বুঝে লিখুন।
  • বাঙ্গালা ভাষা প্রবন্ধ অনুসারে নব্য পন্থীদের মতামত তুলে ধরুন।
  • গীতিকবিতার সংজ্ঞা সহ বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • জ্যান্ত আলোকে ভারতীয় উপমহাদেশে দর্শন ভাবনার মৌলিক পার্থক্য বিচার করুন।

গ বিভাগ অনার্স ৩য় বর্ষ বাংলা প্রবন্ধ সাজেশন ২০২৩ |

  • বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধের আলোকে বক্ষিমচন্দ্র উভয়ের কবি প্রতিভার যে তুলনামূলক মূল্যায়ন করেছে তা ব্যাখ্যা করুন।
  • রচনার প্রধান গুণ এবং প্রয়োজন সরলতা এবং স্পষ্টতা বাংলা ভাষা প্রবন্ধের অনুসারে আলোচনা করুন। ‌
  • রবীন্দ্রনাথের সাহিত্য প্রবন্ধ অনুসারে সাহিত্যের স্বরূপ বিশ্লেষণ করুন।
  • শিক্ষার মিলন প্রবন্ধ অনুসরণে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার পরিচয় দিন।
  • রবীন্দ্রনাথ ঠাকুর এর কেকা ধ্বনি প্রবন্ধে শিল্প সৌন্দর্য পরিচয় দিন।
  • রাজবন্দি জবাববন্দি প্রবন্ধে কাজী নজরুল ইসলামের বিদ্রোহ চেতনা ও স্বদেশ প্রেম প্রকাশ ঘটেছে তা পরিচয় দিন।
  • রুদ্র মন্ডল প্রবন্ধের অবলম্বনে সমকালীন সমাজ ব্যবস্থার পটভূমি ব্যাখ্যা করুন।
  • রাজবন্দীর জবাববন্দি প্রবন্ধে বস্তুত একজন দেশ প্রেমিক রাজদ্রোহী আত্ম উপলব্ধির দলিল। মন্তব্যটি বিশ্লেষণ করুন।
  • কোরআনের আল্লাহ প্রবন্ধ এর আলোকে আল্লাহ এর স্বরূপ সংক্ষেপে বর্ণনা করুন।
  • ধুমকেতুর পথ প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা করুন।
  • আপনার পাঠ্য বইয়ের আলোকে কাজী নজরুল ইসলামের প্রাবন্ধিক প্রতিভার পরিচয় দিন।
  • কালান্তর গ্রন্থের অবলম্বনে পাশ্চাত্য এবং প্রাচ্য ভাবনা স্বরূপ রবীন্দ্রনাথের অভিমত পর্যালোচনা করুন।
  • সম্মোহিত মুসলমান প্রবন্ধের আলোকে সম্মোহিত মুসলিম সত্যের পরিচয় দিন।

অনার্স ৩য় বর্ষ বাংলা প্রবন্ধ সাজেশন ২০২৩ দেখলেন আজকের আর্টিকেলে। ‌ আরো অন্যান্য বর্ষের এবং ডিপার্টমেন্টের সাজেশন গুলো দেখতে নিচের লিংকগুলোতে প্রবেশ করুন।

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button