বাংলাদেশের সেরা ১০টি হোস্টিং সার্ভিস | Best Bangladeshi Hosting Services 2023

বাংলাদেশের সেরা ১০টি হোস্টিং সার্ভিস Best Bangladeshi Hosting Services 2023: ব্যক্তিগত কিংবা প্রফেশনাল কাজ করার জন্য ওয়েবসাইট তৈরির প্রয়োজন হয়। ওয়েবসাইট গুলো ফ্রি এবং পেইড উভয় প্লাটফর্মে বানানো যায়। যদি প্রফেশনাল ভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় তাহলে পেইড প্ল্যাটফর্ম ব্যবহার করা ভালো। পেইড প্ল্যাটফর্ম এ বানাতে গেলে ডোমেইন এবং হোস্টিংয়ের প্রয়োজন হয়। সাইট বানানোর জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম গুলো হচ্ছে Blogger, WordPress, WIX. ব্লগার এবং ওয়ার্ডপ্রেসে ফ্রী হোস্টিং ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা যায়। কিন্তু তার মধ্যে কিছু লিমিটেশন থাকে।

আর যদি প্রিমিয়াম হোস্টিং ব্যবহার করা হয় তাহলে এতে লিমিটেশন থাকে না। ‌ হয়তোবা প্যাকেজ অনুসারে এর ফিচার এবং কনফিগারেশন ভিন্ন থাকতে পারে। ‌ আমি মনে করি যদি প্রফেশনাল ভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে অবশ্যই প্রিমিয়াম হোস্টিং ব্যবহার করবেন। ‌ হোস্টিং কেনার জন্য দেশি-বিদেশি বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে। ‌ ইন্টারন্যাশনাল সার্ভিস গুলো তুলনামূলকভাবে ভালো হয়। কিন্তু পেমেন্ট সিস্টেমের কারণে অনেকেই সেখান থেকে প্যাকেজ নিতে পারে না। প্রয়োজন অনুসারে কোন হোস্টিং ভালো এবং ওয়েবসাইটকে ফাস্ট রাখবে তা না জানার কারণে অনেকে দ্বিধাদ্বন্দ্ব পারে। এছাড়া কাদের সার্ভিস দিনরাত ২৪ ঘন্টা দিয়ে থাকে, টেকনিক্যাল সাপোর্ট কেমন, দেখার সিস্টেম কেমন এ সকল বিষয় নিয়ে কনফিউজড হয়ে যায়। ‌

তাই আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের ১০টি সেরা হোস্টিং সার্ভিস নিয়ে। যেখান থেকে স্বল্প মূল্যে হোস্টিং কিনে নিজের ওয়েবসাইট চালাতে পারবে। দেশীয় পেমেন্ট সিস্টেম দিয়ে সার্ভিস নিতে পারবেন। ‌

বাংলাদেশের সেরা ১০ টি হোস্টিং সার্ভিস গুলো হচ্ছে

Exonhost – এক্সনহোস্ট

বাংলাদেশে যতগুলো হোস্টিং সার্ভিস রয়েছে তাদের মধ্যে সবচেয়ে পুরাতন এবং জনপ্রিয় হোস্টেল সার্ভিস হচ্ছে এক্সনহোস্ট। এদের শুরু হয়েছে ২০০৯ সাল থেকে। সুনামের সাথে বর্তমান সময় পর্যন্ত এদের অবস্থান রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। একাধিকবার এর নাম পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ নাম হচ্ছে এক্সনহোস্ট। যখন বিভিন্ন হোস্টিং প্রোভাইডার গুলো মার্কেটপ্লেস থেকে সরে যাচ্ছিল তখনও এ সার্ভিসটি টিকে ছিল। নিঃসন্দেহে এদের সার্ভিসটি গ্রহণ করা যায় ‌ । এদের টেকনিক্যাল সাপোর্ট এবং ব্যাকআপ সিস্টেম অত্যান্ত দ্রুত এবং উন্নতমানের।
এদের সার্ভিসসমূহ হচ্ছে

  • ভিপিএস সার্ভার
  • ওয়েব হোস্টিং
  • বিজনেস মেইল
  • BDIX হোস্টিং
  • ডোমেইন রেজিস্ট্রেশন

যেসব পেমেন্ট মেথডের মাধ্যমে কিনতে পারবেন- রকেট, বিকাশ, নগদ, পেপাল এবং বাংলাদেশের যেকোনো ব্যাংক একাউন্ট।

Also Read: কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন ব্লগারে

IT Nut Hosting – আইটি নাট হোস্টিং

আইটি নাট হোস্টিং ২০১৪ সাল থেকে সফলতার সাথে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। প্রথম দিক থেকে এরা প্রিমিয়াম সেগমেন্ট দেরকে প্রাধান্য দিতে। এ জন্য প্যাকেজের দাম তুলনামূলকভাবে বেশিই ছিল। কিন্তু কয়েক বছর পরেই তারা প্যাকেজ প্রাইজ মিড লেভেলে দিয়ে আসে। বাংলাদেশের মধ্যে এর সীমাবদ্ধতা নেই। দেশের বাইরে এদের প্রচুর ক্লায়েন্ট রয়েছে। তাদের সার্ভিসটি জনপ্রিয়তা হওয়ার অন্য একটি কারণ হচ্ছে সপ্তাহে ৭ দিন দিনে ২৪ ঘন্টা সেবা। ঈদের দিনও এরা সাপোর্ট দিয়ে থাকে। ‌
আইটি নাট হোস্টিং এর সার্ভিস হচ্ছে

  • ভিপিএস সার্ভার
  • ওয়েব হোস্টিং
  • বিজনেস মেইল
  • BDIX হোস্টিং
  • উইন্ডোজ হোস্টিং
  • এবং ডোমেইন রেজিস্ট্রেশন

পেমেন্ট সিস্টেম: বিকাশ, নগদ, রকেট, পেপাল, পেওনির।

Hostmight – হোস্ট মাইট

পুরনো হোস্টিং প্রোভাইডারদের মধ্যে হোস্ট মাইট এর অবস্থান রয়েছে। ২০১০ সাল থেকে এরা গ্রাহকদের সেবা দিয়ে আসছে। লোয়ার সিগমেন্ট ক্লায়েন্টদেরকে টার্গেট করে যাত্রা শুরু করেছিল। বর্তমানে এদের সব ধরনের সেবাই রয়েছে। বর্তমানে মিড লেভেল কোম্পানি হয়ে মার্কেটপ্লেস দখল করে রেখেছে। এদের সাপোর্ট সার্ভিস অত্যন্ত ভালো। কিন্তু বর্তমান পর্যন্ত ২৪/৭ সার্ভিস দিচ্ছে না। তবে আশা করা যায় খুব শীঘ্রই এদের সাপোর্ট সিস্টেম আরো উন্নত করবে।
হোস্ট মাইট এর সার্ভিস হচ্ছে

  • ভিপিএস সার্ভার
  • ওয়েব হোস্টিং
  • বিজনেস মেইল
  • BDIX হোস্টিং
  • ওয়ার্ডপ্রেস হোস্টিং
  • এবং ডোমেইন রেজিস্ট্রেশন

পেমেন্ট সিস্টেম- বিকাশ, নগদ, রকেট, পেপাল, পেওনির।

Also Read: ১০টি সেরা হোস্টিং সার্ভিস Best 10 Hosting Service 2023

Hostever – হোস্টএভের

হোস্টএভের শব্দটি অবশ্যই শুনেছে যারা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করে। জনপ্রিয় হোস্টিং সার্ভিসের তালিকায় এর অবস্থান।‌ এর পূর্ব নাম Code for Host ছিল। ‌ ২০১১ সাল থেকেই এরা সার্ভিস দিয়ে যাচ্ছে। এরা সপ্তাহে সাত দিন এবং দিনে ২৪ ঘন্টা সার্ভিস না দিলেও নির্দিষ্ট সময়ের বাইরেও সার্ভিস দিয়ে যাচ্ছে। ক্লায়েন্ট যথেষ্ট স্যাটিসফাইড এদের সার্ভিস দিয়ে।
হোস্টএভের সার্ভিস হচ্ছে

  • ভিপিএস সার্ভার
  • ওয়েব হোস্টিং
  • বিজনেস মেইল
  • BDIX হোস্টিং
  • বাল্ক এসএমএস
  • উইন্ডোজ হোস্টিং
  • রিসালার হোস্টিং
  • ডোমেইন রেজিস্ট্রেশন

পেমেন্ট মেথড: পেমেন্ট সিস্টেম- বিকাশ, নগদ, রকেট, পেপাল, পেওনির।

Hosttier- হোস্টটিয়ার

২০২১ এরা হোস্টিং সার্ভিস প্রোভাইডার হিসাবে যাত্রা শুরু করে। ‌ এদের সার্ভিস এত দ্রুত এবং উন্নতমানের যে ক্লায়েন্ট খুব স্যাটিসফাইট। কোম্পানিটির নতুন হলেও অনেক পুরাতন কোম্পানির চাইতে এগিয়ে রয়েছে। গ্রাহক সাপোর্ট সিস্টেম এবং সার্ভিস দিয়েই এরা শীর্ষস্থানে অবস্থান করছে। তবে আশা করা যায় ভবিষ্যতে এদের সার্ভিস আরো উন্নত মানের হবে। ‌
হোস্টটিয়ার সার্ভিসগুলো হচ্ছে

  • ওয়েব হোস্টিং
  • BDIX হোস্টিং
  • বাল্ক এসএমএস
  • ডোমেইন রেজিস্ট্রেশন
  • রিসেলার হোস্টিং

পেমেন্ট মেথড: বিকাশ, নগদ, রকেট, পেপাল, পেওনির।

Ebn Host – ইবিএন হোস্ট

২০০৮ সাল থেকে ইবিএন হোস্ট গ্রাহকদের সেবা দিয়ে আসছে। সার্ভিসটির মূল উদ্দেশ্য হচ্ছে সকল ধাপের গ্রাহকদের উন্নতমান সেবা এবং ফিচার আপডেট করা।‌ অল্প বাজেটের গ্রাহকদের প্রাধান্য দেওয়ায় বেশি। আপনি যদি প্র্যাকটিসের জন্য হোস্টিং খুঁজেন তাহলে এই ওয়েবসাইটের হোস্টিং আপনার জন্য সুবিধা হবে। ‌ এদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাস্টমার সাপোর্ট দিয়ে থাকে।
ইবিএন হোস্ট এর সার্ভিস হচ্ছে

  • ওয়েব হোস্টিং
  • ভিপিএস সার্ভার
  • এবং ডোমেইন রেজিস্ট্রেশন

পেমেন্ট মেথড: বিকাশ, নগদ, রকেট, পেপাল, পেওনির।

Hosting Bangladesh- হোস্টিং বাংলাদেশ

২০১২ সাল থেকে হোস্টিং বাংলাদেশ সফলতার সাথে গ্রাহক সেবা দিয়ে আসছে। যদিও শীর্ষস্থান দখল করতে পারেনি, কিন্তু লয়ার সেগমেন্ট গ্রাহকদের কাছে এর বেশ জনপ্রিয়তা রয়েছে। ‌ এরাই হচ্ছে তাদের সার্ভিসের টার্গেটেড অডিয়েন্স। প্রচুর গ্রাহক রয়েছে তাদের সাইটটিতে। ‌ এদের অফিসিয়াল সময়ে শুধু গ্রাহকদের সাপোর্ট দিয়ে থাকে। তবুও সেটিসফাইট এদের ওডিয়েন্স

  • ভিপিএস সার্ভার
  • ওয়েব হোস্টিং
  • এবং ডোমেইন রেজিস্ট্রেশন

পেমেন্ট মেথড: বিকাশ, নগদ, রকেট, পেপাল, পেওনির।

Xeon BD- জিয়ন বিডি

জিয়ন বিডি হচ্ছে হোস্টিং সার্ভিস এর সবচেয়ে পুরাতন এবং বহুল স্যাটিসফাইট একটি সার্ভিস প্লাটফর্ম। ২০০৫ সাল থেকে এরা সততার সঙ্গে সার্ভিস দিয়ে আসছে। ‌ প্রথম দিকে এ প্লাটফর্মকে জনপ্রিয়তা এবং গ্রাহক ছিল হিউজ পরিমাণ। প্রথম পাঁচটির মধ্যে ছিল এর অবস্থান। কিন্তু বর্তমানে মার্কেটপ্লেসে আরো কম্পিটিশন বাড়ার কারণে অবস্থানের পরিবর্তন ঘটেছে। তবে বর্তমানেও এর জনপ্রিয়তা রয়েছে এবং গ্রাহক সেবা অনেক ভালো। আশা করা যায় খুব তাড়াতাড়ি তারা কাম ব্যাক করবে। কর্পোরেট সেগমেন্ট ক্লায়েন্টদেরকে প্রাধান্য দেয় বেশি। তবে লো সেগমেন্ট এবং মিড লেভেল সেগমেন্টদেরকে যদি সেবা প্রদান করার দিকে নজর দেয় তাহলে খুব দ্রুত আগের অবস্থানে ফিরে আসতে পারবে।
জিয়ন বিডি সার্ভিস হচ্ছে-

  • ওয়েব ডেভেলপমেন্ট
  • ওয়েব হোস্টিং
  • ক্লাউড হোস্টিং
  • vps সার্ভার
  • ওয়ার্ডপ্রেস হোস্টিং
  • ডোমেইন রেজিস্ট্রেশন

পেমেন্ট মেথড- বিকাশ, নগদ, রকেট, পেপাল, পেওনির

Web Host BD- ওয়েব হোস্ট বিডি

ওয়েব হোস্ট বিডি ২০১৫ সাল থেকে হোস্টিং সার্ভিস দিয়ে যাচ্ছে গ্রাহকদের। ‌ বর্তমানে এদের অবস্থান রয়েছে মিড লেভেলে। গ্রাহক সাপোর্ট সিস্টেম এদের অত্যন্ত দ্রুত এবং উন্নতমানের। তাদের টেকনিক্যাল সাপোর্ট অনুসারে বোঝা যায় এরা দ্রুত টপ লেভেলে পৌঁছে যাবে। ‌ এদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে ডোমেইন হোস্টিং কেনার জন্য পুরো টিউটোরিয়াল দেওয়া রয়েছে। গ্রাহকদের জন্য অনেক হেল্পফুল।
ওয়েব হোস্ট বিডি সার্ভিস হচ্ছে

  • ওয়েব ডিজাইন
  • ওয়েব হোস্টিং
  • ভিপিএস সার্ভার
  • রিসেলার হোস্টিং
  • ডোমেইন রেজিস্ট্রেশন

পেমেন্ট মেথড- বিকাশ, নগদ, রকেট, পেপাল, পেওনির

Alpha Net – আলফা নেট

দেশের পুরনো এবং এখন পর্যন্ত জনপ্রিয়তার সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে এমন একটি সার্ভিস হোস্টিং হচ্ছে আলফা নেট। ২০০১ সাল থেকে গ্রাহক সেবা দিয়ে বর্তমান পর্যন্ত তাদের জনপ্রিয়তা সমানতালে বজায় রেখেছে। ‌ দেশীয় সার্ভিস এর পাশাপাশি এরা দেশের বাইরেও অনেক গ্রাহক ধরে রেখেছে। কর্পোরেট সেক্টরগুলোতে এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি।
আলফা নেটের সার্ভিস হচ্ছে

  • ডেডিকেইটেড সার্ভার
  • বাল্ক এসএমএস
  • ভিপিএস সার্ভার
  • ওয়েব হোস্টিং
  • ডোমেইন রেজিস্ট্রেশন

পেমেন্ট মেথড- বিকাশ, নগদ, রকেট, পেপাল, পেওনির

আমাদের ওয়েবসাইটকে আন্তর্জাতিক জনপ্রিয় সেরা ১০ টি হোস্টিং সার্ভিস দের নিয়ে আলোচনা করা হয়েছে। ‌ আরো জানতে এখানে ভিজিট করুন।

১০টি সেরা ফ্রি ওয়ার্ডপ্রেস থিম Best 10 Free WordPress Theme

Tags: hosting,
bangladesh hosting,
hosting in bangladesh,
bangladeshi hosting,
hosting bangladesh,
free hosting,
eweb hosting,
web hosting,
hosting checker,
hosting meaning in bengali,

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button