জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি আবেদন করার নিয়ম | ডিগ্রি ভর্তি ২০২২

মাহফুজুর রহমান
ডিগ্রি ভর্তি আবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি আবেদন করার নিয়মঃ ডিগ্রি ভর্তি ২০২২ কবে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তি ২০২২। অর্থাৎ ডিগ্রি ভর্তি ২০২২ এর সার্কুলার প্রকাশ করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ১৮ সেপ্টেম্বর। অনার্সে ভর্তি হতে না পেরে স্টুডেন্টরা ডিগ্রিতে ভর্তি হয়। চলুন জেনে নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১/২০২২ শিক্ষাবর্ষ ডিগ্রিতে ভর্তি হবার প্রয়োজনীয় তথ্য।

ডিগ্রি ভর্তি আবেদন ২০২২, জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি কবে শুরু?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স যেম করা যায় ঠিক তেমনি ডিগ্রিও করা যায়। যেকোন একটা করতে হয়। অনার্সের ভর্তি কার্যক্রম শেষ হবার পর শুরু হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির ভর্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম ও ২য় ধাপের অনার্সের ভর্তি কার্যক্রম শেষ। তাই জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২২ এর ডিগ্রি বা পাস এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৮ সেপ্টেম্বর ২০২২ থেকে ডিগ্রির ভর্তি আবেদন শুরু। জতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি বা পাস ২০২২ এর আবেদনের শেষ সময় ১১ অক্টোবর।

নিচে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ২০২২ এ ভর্তির নূন্যতম যোগ্যতা, ডিগ্রি ভর্তির নিয়ম, প্রাথমিক আবেদন ও কি কি কাগজ পত্র লাগবে নিচে তুলে ধরছি।

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ২০২২ ভর্তি যোগ্যতা।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ডিগ্রি ২০২২ এর ভর্তি আবেদন শুরু হবে ১৮ সেপ্টেম্বর থেকে। কিন্তু ডিগ্রি ভর্তি আবেদন করার পার্বে আপনাকে দেখতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রিতে ভর্তি যোগ্যতা কি? আপনার ডিগ্রি আবেদন করার যোগ্যতা আছে কিনা? চলুন জেনে নেই জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি যোগ্যতা কি?

  • বাংলাদেশ স্বীকৃত যেকোন শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭/২০১৮/২০১৯ সালের এসএসসি পরীক্ষা নূন্যতম ২.০০ পেতে হবে।
  • বাংলাদেশ স্বীকৃত যেকোন শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭/২০১৮/২০১৯ সালের এইচএসসি পরীক্ষা নূন্যতম ২.০০ পেতে হবে।
  • আবেদনকারীকে উক্ত সালে  O level এ তিনটি বিষয়ে বি গ্রেড সহ চারটি বিষয়ে পাস করতে হবে।
  • আর A level এ  একটি বিষয়ে বি গ্রেডসহ  ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।

Read more: কিভাবে নিজে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির অনলাইন আবেদন করবেন

ডিগ্রি ভর্তি কার্যক্রম ২০২২।

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ১ম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে হবে। তাই ডিগ্রির আবেদন করার পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২২ এর ভর্তি প্রক্রিয়া জেনে রাখি।

  • ভর্তি পরীক্ষা হবে SSC ও HSC এর রিজাল্টের ভিত্তিতে ভর্তি করানো হবে। প্রতিটি কলেজের মেধাতালিকা ভিন্ন হবে।
  • একই কলেজে একই বিয়ষে ছাত্রছাত্রীদের ফলাফল সমান হলে, চতুর্থ বিষয় সহ এসএসসি ও এইচএসসি  পরীক্ষার ৪০% ও ৬০%।
  • তারপরও সমান হলে বয়সের ভিত্তিতে সমাধান করা হবে। যার বয়স কম সে প্রাধান্য পাবে।

ডিগ্রি ১ম বর্ষের আবেদন ফি ২০২২।

জাতিয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ১ম বর্ষে আবেদনকারী শুরু মাত্র একটি কলেজে আবেদন করতে পারবেন। আবেদন ফি ২৫০ টাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি কলেজ চয়েজ।

আবেদনকারী শুধু মাত্র একটি কলেজে আবেদন করতে পারবেন। একই সাথে বিভিন্ন কলেজে আবেদন করতে পারবেন না।

ডিগ্রি ১ম বর্ষে আবেদন করতে যা প্রয়োজন।

  • এসএসসি বা সমমান পরিক্ষার রোল ও রেজিষ্ট্রেশন নম্বর।
  • এইচএসসি বা সমমান পরিক্ষার রোল ও রেজিষ্ট্রেশন নম্বর।
  • এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • ইমেইল ও মোবাইল নম্বর।

ডিগ্রি ১ম বর্ষে প্রাথমিক আবেদনের নিয়ম।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ডিগ্রি ১ম বর্ষ আবেদন চলছে। আবেদন অনলাইন করা হচ্ছে। ডিগ্রিতে প্রাথমিক আবেদন করার নিয়ম নিচে দেওয়া হল।

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রিতে আবেদন করতে কিছু ধাপ রয়েছে। সর্বোমোট পাঁচটি ধাপ আছে। ধাপগুলো কিভাবে পূরণ করে ডিগ্রিতে আবেদন করবের আমরা তা তুলে ধরেছি।


১ম ধাপ
প্রথমে এখানে ক্লিক করে করুন। তারপর রোল ও রেজিষ্ট্রেশন নম্বর,  বোর্ড ও সাল দিয়ে Next  ক্লিক করুন।
২য় ধাপ
এই ধাপে আবেদনকারীর ফলাফল,  পিতামাতার নাম সহ যাবতীয় তথ্য দেখাবে। ভালো করে দেখে নিবেন। ভুল হলে ঠিক করে নিবেন। তারপর Next  ক্লিক করুন।

৩য় ধাপ
তারপর  your eligible subject আসবে। তালিকার নিচে কলেজ সিলেক্ট করতে বলবে। বিভাগ, জেলা সহ যাবতীয় তথ্য দিলে কলেজ সিলেক্ট হবে। তারপর বিষয় সিলেক্ট করতে হবে। কোন বিষয়ে কতটি সীট আছে তাও দেখাবে। আপনি চয়েজ করবেন। আর যে তথ্য আসবে পূরণ করুন। Next  ক্লিক করুন।

৪র্থ ধাপ
এবার কোটা আসবে। আপনার কোথা থাকলে Yes আর না থাকলে N০। এবার Next  ক্লিক করুন।
৫ম ধাপ।
এবার আবেদনকারী ছবি, ইমেইল,  মোবাইল নম্বর দিবেন।

তারপর preview অপশনে ক্লিক করে আপনার তথ্য ঠিক আছে কিনা দেখে নিন। কাগজটি প্রিন্ট করে আপনার স্বাক্ষর দিন। আর ২৫০ টাকা সহ ভর্তিচ্ছু জায়গায় জমা দিন।

ডিগ্রি ভর্তি ফি জমা দেওয়ার নিয়ম।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি আবেদন করার সময় ফি দেওয়ার নির্দিষ্ট কোন পদ্ধতি নেই। আপনি যে কলেজে আবেদন করবেন তার নোটিশ ভালো করে দেখে নিবেন। নোটিশে যদি বিকাশে ফি দেওয়ার কথা থাকে বিকাশে দিবেন। রকেটে থাকলে রকেটে দিবেন।

ডিগ্রি ফি বিকাশে দেওয়ার নিয়ম।

  • ১মে বিকাশ অপেন করুন। তারপর পে বিল অপশনে ক্লিক করুন। এবার আপনার কলেজের নাম বা বিলার আইডি দেন।
  • এবার স্টুডেন্ট আইডিতে থাকা রোল বা মোবাইল নম্বরে আসা রোল নম্বর দিন।
  • এবার কত টাকা দিতে হবে তা আসবে। আপনি কিছু না করে Next বাটনে ক্লিক করুন।
  • এবার আপনার বিকদশ পিন দিন। Next এ ক্লিক করে ট্যাপ করুন। আপনার ডিগ্রি ফি দেওয়া হয়ে যাবে।

আবেদন ফরমের সাথে কলেজে যা জমা দিতে হবে।

  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কশীটের ফটোকপি।
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি।

এরপর আপনার ডিগ্রী ১ম বর্ষের আবেদন কার্যক্রম শেষ হবে। আবেদন করার কয়েকদিন পরেই মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

ডিগ্রিতে ভর্তি হতে যা লাগে।

ডিগ্রি ভর্তি আবেদন শেষ করলেন। ফলাফলও হাতে পেলেন। আপনি ডিগ্রি ১ম বর্ষে ভর্তি হবেন। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ডিগ্রি ১ম বর্ষে ভর্তি হবেন। কিন্তু ডিগ্রিতে ভর্তি হতে কি কি লাগে? আওনি জানতে চানেন। আমরা তা নিচে আলোচনা করছি।

  • মূল আবেদন কপির দুই কপি লাগবে।
  • পাসপোর্ট সইজের ছবি চারটি, যার পিছনে নাম লিখতে হবে।
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বর পত্র ও মার্কশীট।
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি।
  • শিক্ষা বিরতের সনদপত্র।  (যারা গ্যাপ দিয়েছেন)

অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগে

ডিগ্রিতে ভর্তি হতে কত টাকা লাগবে।

  • সরকারি কলেজে ডিগ্রিতে ভর্তি হতে তিন হাজার টাকা। আর সর্বোচ্চ পাঁচ হাজার টাকা লাগবে।
  • বেসরকারি কলেজে  সাত থেকে বিশ হাজার টাকা লাগবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি PDF File

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।