মাগরিবের নামাজের নিয়ম ও মাগরিবের নামাজ কয় রাকাত?

মাহফুজুর রহমান

মাগরিবের নামাজের নিয়ম ও মাগরিবের নামাজ কয় রাকাত? এই আর্টিকেলটিতে বিস্তারিত জানতে পারবেন এবং আমাদের ব্লগে সকল ওয়াক্তের নামাজ পড়ার নিয়ম রয়েছে আপনি চাইলে সব ওয়াক্ত নামাজ পড়ার নিয়ম সম্পর্কে জেনে নিতে পারেন।

মাগরিবের নামাজের সময়।

মাগরিবের নমাজের সময় কখন শুরু হয়, মাগরিবের নামাজের সময় সূর্যাস্ত হাওয়ার পরে শুরু হয়। আর মাগরিবের নামাজের শেষ সময় হলো পূর্বাকাশের লালিমা অদূশ্য হবার পর।

মাগরিবের নামাজ কয় রাকাত।

মাগরিবের নামাজ কত রাকাত? মাগরিবের নামাজ ৭ (সাত) রাকাত। মাগরিবের ফরজ নামাজ তিন রাকাত। মাগরিবের সুন্নত দুই রাকাত। আর সবশেষে নফল। এই নফল দুই রাকাত।

মাগরিবের নামাজ পড়ার নিয়ম।

মাগরিবের নামাজ সাত রাকাত। তিন রাকাত ফরজ, দুই রাকাত সুন্নত ও দুই রাকাত নফল। এই সাত রাকাত হলো মাগরিবের নামাজ। মাগরিবের সাত রাকাত নামাজের মধ্যে ১ম মাগরিবের ফরজ পড়তে হয়। নিচে মাগরিবের ফরজ নামাজের নিয়ম আলোচনা করা হল।

মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের নিয়ম।

  • ১ মে কিবলামুখী হয়ে জায়নামাজে দাড়ান।
  • তারপর নিয়ত করে আল্লহু আকবার বলে কান বরাবর হাত তুলে নাভির নিচে হাত বাঁধুন।
  • যাথারীতি সানা, সুরা ফাতেহা পড়ে অন্য আয়াত বা সুরা পড়ুন।
  • তারপর রুকুতে যান। তাসবিহ পড়ে সোজা হয়ে দাড়ান।
  • দুইটি সিজদাহ করুন। তাসবিহ পড়ুন।
  • একই নিয়মে দ্বিতীয় রাকাত পড়ে বৈঠকে তাশাহ্হু পড়ে দাড়ান।
  • এবার শুধু সুরা ফাতেহা পড়ে রুকু করুন।
  • সিজদা করে বৈঠকে তাশাহ্হুদ, সানা ও দোয়া পড়ে সালাম ফিরান।

ফজরের নামাজ পড়ার নিয়ম ও ফজর নামাজ কয় রাকাত?

যোহরের নামাজ পড়ার নিয়ম ও যোহরের নামাজ কয় রাকাত?

আসর নামাজ কয় রাকাত ও আসরের নামাজ পড়ার নিয়ম?

জামাতে মাগরিবের নামাজপড়ার নিয়ম।

  • কিবলামুখী হয়ে নিয়ত করে নামাজে দাড়ান।
  • ইমামা সাহেব আল্লাহু আকবর বললে তার সাথে আল্লাহু আকবার বলে হাত বাধুন।
  • সানা পড়ুন। এবার চুপ থাকুন।
  • মনোযোগ সহকরে কিরাত শুনুন।
  • রুকু সিজদা করুন।
  • আবার একই নিয়মে ২য় রাকাত পড়ুন।
  • বৈঠকে তাশাহ্হুদ পড়ুন।
  • এ বার তৃতীয় রাকাতের জন্য দাড়ান।
  • এবার ইমাম সাহের নিম্ন স্বরে সুরা ফাতেহা পড়ে রুকু সিজদাহ করবেন। আপনিও করুন।
  • শেষ বৈঠকে তাশহ্হুদ, দুরুদ ও দোয়া পড়ে সালাম ফিরান।

মাগরিবের দুই রাকাত সুন্নত পড়ার নিয়ম।

মাগরিবের সুন্নত একেবারে সহজ। আপনি অন্য নামাজের দুই রাকাত সুন্নতের মতন মাগরিবের সুন্নত পড়ুন। শুধু নিয়তের সময় মাগরিবের দুই রাকাত সুন্নতের নিয়ম করে নিন।

মাগরিবের ২ রাকাত সুন্নতের নিয়ত।

মাগরিবের সুন্নতের পূর্বে সুন্নতের নিয়ত করতে হবে। মাগরিবের সুন্নতের নিয়ত হল;

নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকয়াতায় সালাতিল মাগরিবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতীশ শারিফাতি আল্লাহু আকবার।

মাগরিবের তিন রাকাত ফরজের নিয়ম।

মাগরিবের ফরজ তিন রাকাত। মাগরিবের ফরজ নামাের আগে নিয়ত করতে হবে। মাগরেবের ফরজ নামাজের নিয়ত হল;

নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা ছালাছা রাকয়াতি সালাতিল মাগরিব ফারদুল্লাহি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।।

এশার নামাজ কয় রাকাত ও এশার নামাজ পড়ার নিয়ম ?

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।