এক নজরে সব দেশের স্কলারশিপ ও আবেদন করার সময় | Scholarships for Bangladeshi Students 2023-2024

মাহফুজুর রহমান
স্কলারশিপ

বাংলাদেশের অনেক শিক্ষার্থীরা স্কলারশিপ নিয়ে বাহিরে দেশে পড়াশুনা করতে চান, বর্তমানে প্রায় সকল দেশেই স্কলারশিপ দিয়ে থাকে, আর স্কলারশিপ নিয়ে বাহিরে দেশে যাওয়া বর্তমানে অন্যান্য পদ্ধতি থেকে একটু সহজ যদি ভালো ভাবে আপনি পস্তুতি নিতে পারেন। যদি স্কলারশিপ নিয়ে বাহিরে দেশে পড়াশুনা করতে চান তাহলে এখন থেকে আইএলটিএস ও অন্যান্য পস্তুতি সেরে নিতে পারেন।

দেখে নিন এক নজরে সকল সব দেশের স্কলারশিপ এর নাম, ওয়েব সাইট এবং এই সব স্কলারশিপের আবেদনের সময়সীমা:

ইংল্যান্ড স্কলারশিপ (UK Scholarship)

স্কলারশিপ ধরণঃ কমনওয়েলথ স্কলারশিপ

আবেদনের সময়ঃ প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত।  বাংলাদেশের শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েব সাইটে এই স্কলারশিপের সার্কুলার হয় ( http://www.moedu.gov.bd/). University Grant Commission(UGC) এই স্কলারশিপের সিলেকশন দিয়ে থাকে।

জাপান স্কলারশিপ (Japan Scholarship)

১) স্কলারশিপ ধরণঃ মনবুকাগাকুশো- ইউনিভার্সিটি রেকোমেন্ডাশন।

আবেদনের সময়ঃ প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারী পর্যন্ত। এই স্কলারশিপের জন্য জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে ইমেইল লিখতে হবে। আপনি গুগলে জাপানিজ ইউনিভার্সিটি লিখে সার্চ দিলে অনেক ইউনিভার্সিটি এর লিস্ট পেয়ে যাবেন, সেখানে ইউনিভার্সিটি গুলোর ওয়েব সাইটে প্রবেশ করে প্রফেসরদের ই-মেইল পাবেন। (https://en.wikipedia.org/wiki/List_of_universities_in_Japan)

২) স্কলারশিপ ধরণঃ মনবুকাগাকুশো-এম্বাসী রেকোমেন্ডেসন।

আবেদনের সময়ঃ প্রতি বছর মার্চ থেকে মে পর্যন্ত। এই স্কলারশিপের জন্য বাংলাদেশে অবস্থিত জাপানি এম্বাসি এর মাধ্যমে আবেদন করতে হয়। বাংলাদেশের শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েব সাইটে এর সার্কুলার দেওয়া হয় থাকে। (http://www.moedu.gov.bd/)

দক্ষিণ কোরিয়া স্কলারশিপ

স্কলারশিপ ধরণঃ কোরিয়ান গভর্মেন্ট স্কলারশিপ।

আবেদনের সময়ঃ প্রতি বছর সেপ্টেম্বর মাসে। এই স্কলারশিপটিও বাংলাদেশের শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েব সাইটে এর সার্কুলার হয়। (http://www.moedu.gov.bd/)

চীন স্কলারশিপ (Chinese Scholarship)

১) স্কলারশিপ ধরণঃ চাইনিজ গভঃ স্কলারশিপ

আবেদনের সময়ঃ প্রতি বছর সেপ্টেম্বরে। বিস্তারিত এই ওয়েবসাইটে ভিজিট করলে জানতে পারবেন (http://www.csc.edu.cn/studyinchina/scholarshiplisten.aspx…)

২) স্কলারশিপ ধরণঃ The World Academy of Sciences
আবেদনের সময়ঃ প্রতি বছর আগস্ট মাসে বিস্তারিত এই ওয়েবসাইটে (http://twas.org/)

স্কলারশিপ

জার্মানি স্কলারশিপ

১) ধরণঃ DAAD স্কলারশিপ

আবেদনের সময়ঃ প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর। বাংলাদেশের শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েব সাইটে এর সার্কুলার হয় ( http://www.moedu.gov.bd/)। বাংলাদেশের সকল স্কলার এবং জার্মান এম্বাসি এর স্টাফদের নিয়ে একটা সিলেকশন কিমিটি গঠিত হয়, তাঁরাই ইন্টার্ভিউ নিয়ে স্টুডেন্টদেরকে সিলেকশন দিয়ে থাকে। তার আগে অবশ্যই আপনাকে জার্মানের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দের সাথে যোগাযোগ করতে হবে। তাছাড়া এখানেও দেখতে পারবেন বিস্তারিত https://goo.gl/YLXSwu

২) স্কলারশিপ ধরণঃ KAAD স্কলারশিপ বিস্তারিত এখানে http://www.kaad.de/en/stipendien/

DAAD Scholarship 2023-2024: Fully Funded DAAD Scholarships in Germany 2024

বেলজিয়াম স্কলারশিপ

ধরণঃ VLIR-OUS স্কলারশিপ

আবেদনের সময়ঃ প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী। মেয়েদের ক্ষেত্রে এই স্কলারশিপ অগ্রাধিকার দেওয়া হয়। বিস্তারিত  (http://www.vliruos.be/)

নেদারল্যান্ডস স্কলারশিপ

স্কলারশিপ ধরণঃ NFP স্কলারশিপ, Nuffic স্কলারশিপ
আবেদনের সময়ঃ প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত। এই স্কলারশিপের জন্য আগে ভর্তি হতে হবে অনলাইনে । ওয়েবসাইট (https://www.epnuffic.nl/en/)

ফ্রান্স স্কলারশিপ (France Scholarship)

ফ্রান্স স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সবকিছু জানতে পারবেন। http://formation.sciences-po.fr/…/the-emile-boutmy-scholars…

অস্ট্রিয়া স্কলারশিপ

অস্ট্রিয়া স্কলারশিপ বিস্তারিত জানতে ভিজিট করুন  http://www.grants.at/

ইউরোপিয়ান কান্ট্রি স্কলারশিপ

ধরণঃ ERASMUS MUNDUS স্কলারশিপ
আবেদনের সময়ঃ প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী। বিস্তারিত (http://eacea.ec.europa.eu/erasmus_mundus/)

সুইডেন স্কলারশিপ

ধরণঃ Swidish Institute Study Scholarship

আবেদনের সময়ঃ প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী (https://studyinsweden.se/scholarship/)

নরওয়ে স্কলারশিপ

বিস্তারিত:  https://www.studyinnorway.no/study-in-norway/Scholarships

ফিনল্যান্ড: http://www.studyinfinland.fi/tuition_and_scholarships

তুরস্ক স্কলারশিপ

ধরণঃ Turkiye Burslari Scholarship https://www.turkiyeburslari.gov.tr/en/english-home/

অস্ট্রেলিয়া স্কলারশিপ

১) ধরণঃ IPRS । আবেদনের সময়ঃ প্রতি বছর দুইবার এই স্কলারশিপটি দিয়ে থাকে ১, জুন-জুলাই এবং ২, আগস্ট-সেপ্টেম্বর । প্রতি টা বিশ্ববিদ্যালয়ের জন্য IPRS আলাদা আলাদা। প্রতি টা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে হবে।

২) Endevour Scholarship
আবেদনের সময়ঃ দরখাস্তের সময়- প্রতি বছর এপ্রিল থেকে জুন । (https://internationaleducation.gov.au/…/…/Pages/default.aspx)

কানাডা স্কলারশিপ (Canada Scholarship)

প্রতি টি বিশ্ববিদ্যালয় এর নিজস্ব কিছু স্কলারশিপ আছে। বিশ্ববিদ্যালয় এর ওয়েব সাইটে গিয়ে দরখাস্ত এর নিয়ম জেনে দরখাস্ত করতে হবে। আবেদনের সময়ও দেওয়া আছে।

আমেরিকা স্কলারশিপ (USA Scholarship)

স্কলারশিপ ধরণঃ Fulbright scholarship আবেদনের সময়ঃ প্রতি বছর মে থেকে অক্টোবর।( http://www.cies.org/)

ইতালি স্কলারশিপ

ইতালি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন http://www.esteri.it/…/opportun…/borsestudio_stranieri.html…

ডেনমার্ক স্কলারশিপ

ধরণঃ ডেনিশ সরকার স্কলারশিপ বিস্তারিত http://studyindenmark.dk/study-opti…/

আয়ারল্যান্ড স্কলারশিপ

ধরণঃ আয়ারল্যান্ড সরকার পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ বিস্তারিত http://research.ie/funding/

চেক প্রজাতন্ত্র স্কলারশিপ

ধরণঃ সরকারী স্কলারশিপ – উন্নয়নশীল দেশের জন্য বিস্তারিত http://www.msmt.cz/…/government-scholarships-developing-cou…
EIT ডিজিটাল আইসিটি স্কুল – ( ২ দেশে ২ বছর ) http://www.masterschool.eitdigital.eu/…/tuition-fees-schol…/

KIC InnoEnergy Scholarship – ( ৩ দেশে ৩ সেমিস্টার ) http://www.innoenergy.com/education/master-school/

আপনি যদি সব সময় স্কলারশিপ সম্পর্কে নতুন আপডেট জানতে চান তাহলে নিচের ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেনঃ

১. http://www.scholars4dev.com/

২. https://www.wemakescholars.com/scholarship

৩. http://www.scholarshipportal.com/

৪. http://scholarsme.com/scholarships

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।