আল বাইত স্টেডিয়াম: কাতার বিশ্বকাপ ২০২২ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে

আল বাইত স্টেডিয়াম: কাতার বিশ্বকাপ ২০২২ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ বা উদ্বোধনী খেলা কেন স্টেডিয়ামে হবে? সামনে কাতার বিশ্বকাপ। ফুটবল প্রেমীদের এমন শতশত প্রশ্ন রয়েছে তার মধ্যে একটি হল কাতর বিশ্বকাপের ফাইনাল খেলা কোন স্টেডিয়ামে? কাতার বিশ্বকাপের ফাইনাল খেলা হবে লুসাইল আইকনিক স্টেডিয়ামে। আর কাতার বিশ্বকাপের উদ্বোধনী খেলা অর্থাৎ প্রথম ম্যাচ হবে আল বাইত স্টেডিয়ামে।

আল বাইত স্টেডিয়ামের পরিচয়।

আল বাইত স্টেডিয়াম একটি আরবি নাম। তার আরবি استاد البيت‎‎। আল বাইত কাতার বিশ্বকাপের অন্যতম স্টেডিয়াম।

আল বাইত ঝিনুকের আকৃতি।

কাতার বিশ্বকাপের কাপের স্টেডিয়ামগুলো বিভিন্ন আকৃতিতে নির্মাণ করা হয়েছে। আল বাইত স্টেডিয়ামের নির্মাণ কাজেও একটি আকৃতিতে নেওয়া হশেছে। আল বাইত নির্মাণে রয়েছে শিল্পের তুলির ছোঁয়া। আল বায়ত দেখলে মনে হবে আপনি ঋিনুক দেখছেন – মস্ত বড় ঝিনুক। কেননা আল বায়তের নকশা হলো ঋিনুক।

তাবুর আকৃতি ও নাম।

আল বায়ত স্টেডিয়ামটি দেখতে ঝিনুকের মতো। আবার তাবুর আকৃতি রয়েছে। উপসাগরীয় যাযাবরের শিয়ার বা বাইত থেকে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে আল বাইত।

আল বাইত স্টেডিয়ামের অবস্থান।

আল বাইত স্টেডিয়ামটি কাতারের আল খুর শহরে অবস্হিত। কাতার বিশ্বকাপর স্টেডিয়ামগুলোর মধ্যে আল বাইত একটি নান্দনিক স্টেডিয়াম।

আল বাইতের ধারণক্ষমতা Al Byat Stadium Capacity.

আল বাইত একটি বিশাল স্টেডিয়াম। স্টেডিয়ামটি ধারণক্ষমতা ৬০ হাজার। একসাথে স্টেডিয়ামে বসে সরাসরি খেলা দেখতে পারবেন ৬০ হাজার ফুটবল প্রেমিক।

উদ্বোধনী ম্যাচ কাতার বিশ্বকাপ।
Opening match Qatar 2022.

কাতার বিশ্বকাপের উদ্বোধনী খেলা নিয়ে অনেকের আগ্রহ। কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে আল বাইত স্টেডিয়ামে।

Opening match Qatar 2022 হল

রাস আবু আবুদ স্টেডিয়াম Ras Abu Aboud Stadium: FIFA World Cup 2022

আল সুমামাহ স্টেডিয়াম বা আল থুমামা স্টেডিয়াম FIFA World Cup Qatar 2022

কাতার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম Khalifa International Stadium

কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ লুসাইল আইকনিক স্টেডিয়াম Lusail Stadium

মাহফুজুর রহমান

মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button