খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মোট কতজন? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা

সাহেদা জান্নাত
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা : ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অনেক লোকের ত্যাগ , রাজপথে লাল টকটকে রক্ত কত মা বোনের ইজ্জত হারানোর বিনিময় আমাদের স্বাধীন বাংলাদেশ। আর এই অর্জিত স্বাধীনতার অনন্য অবদান রেখেছেন সাহসিকতার পরিচয় দিয়েছেন ৬৭৬ জন মুক্তিযোদ্ধা এবং ৬৭৬ জন মুক্তিযোদ্ধা বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছেন ।

How many freedom fighters are awarded in Bangladesh?

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মোট কতজন? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত ৬৭৬ জন মুক্তিযোদ্ধা এদের মধ্যে

  • ৭ জন বীর শ্রেষ্ঠ।
  • ৬৭ জন বীর উত্তম
  • ১৭৫ জন বীর বিক্রম
  • ৪২৬ জন বীর প্রতীক।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা:

৬৭৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে কারা কারা ছিলেন তা একটু নিচে আলোচনা করলাম । কেননা অনেকেই এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানেন না অথচ প্রতিটি ছাত্র-ছাত্রীদের এসব বিষয়ে জানা দরকার ক্লাস পঞ্চম থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এই সব বিষয়ে প্রশ্ন আসে।

৬৭৬ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে

  • সেনাবাহিনী …..২৮৬ জন
  • নৌ বাহিনী……..২১ জন
  • বিমান বাহিনী……..২১ জন
  • বিডি আর এর …..১৪১ জন
  • ছাত্র , জনতা,আনসার , মুজাহিদ ও অন্যান্য সমন্বয়ে গঠিত গনবাহিনীর ..২০২ জন এবং পুলিশের ….৫ জন ।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে সেনাবাহিনী …..২৮৬ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে

বীর শ্রেষ্ঠ….৩ জন।

বীর উত্তম ….৪০ জন

বীর প্রতীক … ১৫৮ জন

নৌ বাহিনীর ২১ জনের মধ্যে…

বীর শ্রেষ্ঠ …১ জন

বীর উত্তম …. ৫ জন

বীর বিক্রম …৮ জন

বীর প্রতীক ……….৭ জন ।

স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে বিমান বাহিনীর ২১ জনের মধ্যে…

বীর শ্রেষ্ঠ ……১ জন

বীর উত্তম …..৬ জন

বীর বিক্রম …….১ জন

বীর প্রতীক ….১৩ জন ।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মোট কতজন? স্বাধীনতা যুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ মুক্তিযোদ্ধাদের মধ্যে বিডি আর এর ১৪১ জনের মধ্যে…

বীর শ্রেষ্ট ……২ জন

বীর উত্তম …..…৯ জন

বীর বিক্রম …৪০ জন

বীর প্রতীক ….৯০ জন ।

গনবাহিনীর ২০২ জনের মধ্যে কেহ বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত হয় ।

বীর উত্তম ….৯ জন

বীর বিক্রম ….৪২ জন

বীর প্রতীক ….. ১৫১ জন ।

পুলিশ এর কেহ বীর শ্রেষ্ঠ ও বীর উত্তম খেতাব পান নি

বীর বিক্রম …..৩ জন

বীর প্রতীক ……২ জন ।

যে সব মুক্তিযোদ্ধায় স্বাধীনতা যুদ্ধে খেতাব পেয়েছেন তাদের অবশ্যই বিশেষ কৃতিত্ব ও অবদান রয়েছে ।তারা জাতীয় বীর , বিশেষ মর্যাদার দাবি দার তাদের মর্যাদা অসীম আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং করব তাদেরকে এবং স্বাধীনতা যুদ্ধে যারাই তাদের জীবন দিয়েছেন সকলের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আজীবন নিবেদন করব।

মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করেন । মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ব করে শহীদ হয়েছেন এমন সাতজনকে বীর শ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়।

মুক্তিযুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠ হলেন:

১….ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।

২….. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।

৩…… সিপাহী হামিদুর রহমান।

৪….. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।

৫….. সিপাহী মোস্তফা কামাল।

৬…… ইঞ্জিনরূম আর্টিফিসার রুহুল আমিন

৭….. ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ।

বাংলাদেশ যতদিন থাকবে ততদিন ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্ৰামের রাজনৈতিক নেতা , স্বাধীনতা যুদ্ধের সংগঠক ,মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ,যোদ্ধাহত মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধাদের কথা মানুষের হৃদয়ে গাঁথা থাকবে মনের মনিকোঠায় উনাদের স্থান সর্বোচ্চ শিখরে থাকবে বাংলার মানুষ গভীর শ্রদ্ধা নিবেদন করবেন আজীবন । স্বাধীনতা যুদ্ধে এত মানুষের আত্মঘাতী কখনো ভুলার নয় । তাদের অবদান বৃথা যাবেনা ।

বাংলা বিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান যেকোন নিয়োগ পরীক্ষার জন্য

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারন জ্ঞান 

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

আমার এই পোস্টটির মাধ্যমে জানতে পারবেন অনেক MCQ যেগুলো প্রতিটি চাকরির পরীক্ষায় এদের মধ্যে তিন চারটা প্রশ্ন must be থাকবে তাই অবহেলা না করে পড়বেন এবং জানবেন ।

মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তাদের সবার সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের ব্লগে ইনশাআল্লাহ আমরা সবগুলো বিষয় শেয়ার করার চেষ্টা করবো এছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবস এবং শহীদ বুদ্ধিজীবীদের তালিকা আমরা শেয়ার করছি আপনারা চাইলে শেয়ার করতে পারবেন এবং এই সব গুরুত্বপূর্ণ পোষ্ট থেকে আপনি আপনারা সবাই আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন ।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।