শিক্ষা প্রশাসন উদ্যোগী হয়েছে বেসরকারি শিক্ষক নিয়োগের দীর্ঘসূত্রিতার বিড়ম্বনা কমানোর জন্য। সেজন্য শিক্ষা প্রশাসন বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছেন এসব বিষয়ের সহজ পন্থা অবলম্বন করতে যাতে শিক্ষক নিয়োগের দীর্ঘসূত্রিতা কমানো যায়। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে প্রস্তাব করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএর কার্যালয়ের শিক্ষা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের আয়োজিত এক কর্মশালায়।
শিক্ষক নিয়োগের জটিলতা ও দীর্ঘসূত্রিতা কমানোর প্রস্তাব ২০২৩:
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে অনেক দীর্ঘসূত্রিতা একজন শিক্ষক নিয়োগে অনেক সময় লাগে এসব জটিলতা নিরসনের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হচ্ছে।
বিভিন্ন প্রস্তাব গুলো হচ্ছে শিক্ষক নিয়োগের দীর্ঘসূত্রিতা কমানোর জন্য যেমন, শিক্ষক নিয়োগে প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্ব থাকা সংস্থা এনটিআরসিএ সার্ভার ।
- বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের এমপিও প্রক্রিয়াকরনের সার্ভার ইএম আই এস।
- মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের এমপিও প্রক্রিয়াকরনের সার্ভারে আন্ত:যোগাযোগ ব্যবস্থা ,বা এপ্লিকেশন প্রোগামিং ইন্টারফেস( এপিআই) বসানোর পরিকল্পনা।
- এছাড়াও প্রস্তাবে বলা হয় যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ ইএম আইএস – মেমিসে সার্ভারে এপিআই স্থাপন করা হলে শিক্ষা সংশ্লিষ্ট সংস্থা গুলো পরস্পরে মধ্যে সার্ভারে পরস্পরের তথ্য বিনিময়ে সহজ সুযোগ সৃষ্টি হবে এবং শিক্ষক নিয়োগের তথ্য সংগ্রহে ও যাচাই বাচাই অনেক সহজ হবে ।
- আরো একটি বিষয় আমলে নেওয়া হয়েছে যে এমপিও ভুক্তিতে ভোগান্তি ও জটিলতা নিরসনে নিয়োগ সুপারিশ করা শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থী নির্বাচন করা ।
এই কর্মশালায় অংশ নেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর,বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ।
Also Read: সমন্বিত ইনক্রিমেন্ট এর সাথে চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা ও টিফিন ভাতা বৃদ্ধি
এনটিআরসিএ ইএমআইএস – মেমিসের মধ্যে এপিআই স্থাপিত হলে শিক্ষক নিয়োগের চাহিদা সংগ্ৰহ ও যাচাইয়ে আর মাসের পর মাস সময় লাগবেনা। এই পদ্ধতি চালু হলে ইএমআইএস থেকে স্কুল কলেজের ও মেমিস থেকে মাদ্রাসার এমপিও শিটগুলো সোজাসুজি এনটিআরসিএর কাছে পৌঁছাতে সহজ হবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপি ও শীট পাশাপাশি নিলে কর্মকর্তারা বুঝতে পারবেন কোন কোন পদ খালি রয়েছে কতজন শিক্ষক নিয়োগ দিতে হবে , এই পদটি এমপিও ভুক্ত পদ কিনা ,এন্ট্রি লেভেলের কিনা,কোন বিষয়ের পদ সে ধারণা এনটিআরসিএ শিট দেখেই পাবে ।
ALso Read: ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার আগস্ট মাসে
শিক্ষক নিয়োগের দীর্ঘসূত্রিতা কমানোর জন্য এই সব পদ্ধতির সুপারিশ করা হয়েছে কর্মশালায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় । এছাড়াও আমাদের ব্লগে ইতোমধ্যে অনেক বিষয়ের উপর পোষ্ট আপডেট হয়েছে । যেমন,
এনটিআরসিএ চতুর্থ গনবিজ্ঞপ্তিতে বাদ পড়া শিক্ষক নিয়ে নতুন নতুন আপডেট।
- বেতন বৃদ্ধি সম্পর্কে নতুন আপডেট
- পেনশন হিসাব করার পদ্ধতি
- মহার্ঘ ভাতা কি , মহার্ঘ ভাতা প্রদান
- শিক্ষক নিবন্ধন নিয়ে নতুন নতুন আপডেট
- 18 তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি ইত্যাদি।
এই পোষ্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি করে শেয়ার করবেন এবং কোন ভূল থাকলে কমেন্টে জানাবেন।