NTRCA Exam MCQ Question with Answers 2023

সাহেদা জান্নাত

বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ: বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য অনেক অনেক MCQ পড়তে হয় কেবল একটি বই বা গাইড পড়লে চলবেনা অনেক অনেক জানতে হবে শিখতে হবে আপনারা যত জানবেন তত পরীক্ষা ভালো হবে । সামনে আগষ্ট মাসে প্রাথমিক শিক্ষক সহকারী নিয়োগ পরীক্ষায় এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন অনেকেই কিন্তু অনেক ছোট খাটো চাকরি করেন তাই পড়ার সময় ই পান না কিন্তু এখনকার সময়ে সরকারি চাকরি সোনার হরিণ এর মতো তাই এই সব ছোট ছোট পোষ্ট গুলো কাজের ফাঁকে শত ব্যস্ততার মাঝেও আপনি পড়তে পারেন হাতে নিয়ে।

কয়েকটি গুরুত্বপূর্ণ MCQ

প্রশ্ন …….….উত্তর

  • কাজী মোতাহের হোসেনের প্রথম প্রবন্ধ সংকলন ..….সঞ্চয়ণ।
  • ‘ বিলাতে সাড়ে সাত’শ দিন শীর্ষক ভ্রমন বিষয়ক গ্ৰহ্নের রচয়িতা……. মুহাম্মদ আবদুল হাই।
  • ‘ নারদের ঢেকি ‘ বাগধারাটির অর্থ…..বিবাদের বিষয়।
  • ‘ দৈনিক শব্দের সন্ধি বিচ্ছেদ………দিন+ ইক ।
  • ব্যাকরণে কারক ও সমাস আলোচিত হয়….রূপতত্ত্বে।
  • কর্মধারয় সমাসের অর্থ প্রাধান্য পায় …….পরপদের ।
  • ‘ পুলিন ‘ শব্দটির প্রতিশব্দ ..….…সৈকত।
  • ‘ তোমার কোথায় থাকা হয় ‘ ………. ভাববাচ্য।
  • পদ একই সঙ্গে আলোচিত হয় ……রূপতত্ত্বে ও বাক্যতত্ত্বে।

বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি পর্বে আমাদের ব্লগে ইতোমধ্যে অনেক বিষয়ের শেয়ার করা হয়েছে আপনাদের কাজের ফাঁকে ফাঁকে এই সব ছোট ছোট পোষ্ট গুলো যদি পড়ুন তাহলে অনেক উপকারে আসবে ।

  • কোন যৌগটি কাপড়ের দাগ তোলাতে সাহায্য করে …..সোডিয়াম বাই কার্বনেট।
  • কোন রঙের আলোতে সালোকসংশ্লেষ ভালো হয় ………হলুদ ।
  • কোনটি আউটপুট ডিভাইস …….প্রিন্টার ।
  • আলোর কোন ঘটনাটি মরীচিকা সৃষ্টির পিছনে কাজ করে …….পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
  • কোন মৌলটি রাসায়নিক বিক্রিয়ার বিজারক হিসাবে কাজ করে ….হাইড্রোজেন ।
  • মাল্যবান উপন্যাসের রচয়িতা কে…….. জীবনানন্দ দাশ।
  • ঈশ্বরচন্দ্রকে ‘ বিদ্যাসাগর ‘ উপাধি দেওয়া হয় কোন প্রতিষ্ঠান থেকে……. সংস্কৃত কলেজ ।
  • কোনটি মুক্তিযুদ্ব ভিত্তিক উপন্যাস নয় ……..জনক ও জননীর গল্প।
  • ন্যাশনাল গার্ড কোন দেশের নিরাপত্তা বাহিনী……যুক্তরাষ্ট্র।
  • মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি…….. জাগ্ৰত চৌরঙ্গী।
  • সর্বশেষ কোন দেশে বিমান যাত্রী পরিবহন শুরু করে ……. কানাডা।
  • ” ঠাকুর বাড়ির আঙিনায়” কার আত্মকথামুলক রচনা……. জসীম উদ্দিন।

চাকরি মানুষের জীবনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে বেকার ভাইদের জন্য অনেক দুঃখ হয় তবে আশা করা যায় পরিশ্রম ভাগ্যকে অনেক সুগম করে তোলে পরিশ্রম করলে অবশ্যই পরিশ্রমের ফল অনেক ভালো হয় । আগস্ট মাসেই প্রাইমারি স্কুলের প্রথম ধাপের পরীক্ষা তাই যারা আবেদন করেছেন তাদের জন্য আর বেশি সময় নেই অতি অল্প সময়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন ।যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন সবাই কাজের ফাঁকে ফাঁকে পোষ্ট টি পড়বেন এবং শেয়ার করবেন।

Also Read: সমন্বিত ইনক্রিমেন্ট এর সাথে চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা ও টিফিন ভাতা বৃদ্ধি

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।