প্রতিদিনের মতো আজকেও আমরা অনার্স ফাইনাল ইয়ার বাংলাদেশের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন ২০২৩ নিয়ে হাজির হয়েছি। এই সাজেশনটি ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
কারণ সাজেশন পেতে রয়েছে অধ্যায় ভিত্তিক সকল প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন। যার মাধ্যমে একজন পরীক্ষার্থী তার পরিপূর্ণ সাজেশন পেয়ে যাবে। এছাড়াও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা এ সাজেশনটি সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি। আমাদের ওয়েবসাইটে এরকম আরো বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিষয়ের সাজেশন দেওয়া রয়েছে সেগুলো এখান থেকে দেখে নিতে পারেন।
অনার্স ফাইনাল ইয়ার পরিবেশ সমাজ বিজ্ঞান সাজেশন ২০২৩ | Sociology of Environment suggestion 2023
বাংলাদেশের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন ২০২৩ | Bangladesh National Culture and Heritage
- আধুনিক চিন্তাধারার বিস্তারে কোন কলেজের অবদান বেশি ছিল?
- ভূ প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায়?
- শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল?
- সর্বপ্রথম বঙ্গ নাম পাওয়া যায় কোন গ্রন্থে?
- লক্ষৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
- “what Bengal said today, the rest of India would say tomorrow” এই উক্তিটি কার?
- প্রথম প্রকাশিত বাংলা পত্রিকার নাম কি?
- সেন রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন?
- বাংলাকে কে দোজখপুর আয নিয়ামত বলেছিলেন?
- বাংলা নববর্ষ কে প্রবর্তন করেন?
- মধ্যযুগের সুফি দরবেশ পরিচালিত কিছু প্রতিষ্ঠানের নাম লিখুন।
- বাংলায় দুজন সুফি সাধকের নাম লিখুন।
- ইউসুফ জুলেখা গ্রন্থটি কে লিখে?
- মিনহাজ উদ্দিন সিরাজ গ্রন্থের রচয়িতা কে?
- চর্যাপদ বলতে কি বুঝেন?
- নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য কে ছিলো?
- বৌদ্ধ ধর্মের আর্য সত্য মোট কয়টি?
- ময়নামতি বাংলাদেশের কোথায় অবস্থিত?
- বাংলার প্রাচীন নদী বন্দরের নাম কি?
- সোমপুর বিহার বাংলাদেশের কোথায় অবস্থিত?
- ঐতিহ্য শব্দের অর্থ কি?
- Culture কোন শব্দ থেকে এসেছে?
- জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন?
- বেদ কি ধরনের গ্রন্থ?
- আর্যদের ধর্মীয় গ্রন্থের নাম লিখুন।
- টেরাকোটা বলতে কি বুঝেন?
এমপিওভুক্ত শিক্ষক ও সরকারি চাকরিজীবীদের পেনশন হিসাব ২০২৩
খ বিভাগ বাংলাদেশের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন ২০২৩
- স্বদেশি আন্দোলনের উপর একটি টীকা লিখুন।
- আমির কে ছিলেন?
- বাঙালি সংস্কৃতির খ্রিস্ট ধর্মের প্রভাব সংক্ষেপে লিখুন।
- আধুনিক বাংলা সাহিত্যে বিকাশে উইলিয়াম কেরির অবদান মূল্যায়ন করুন।
- বাউল দর্শনের পরিচয় দেখান।
- শ্রীচৈতন্যের পরিচয় দিন।
- সামাজিক উৎসব বলতে কি বুঝেন?
- প্রাচীন বাংলা সমাজ জীবনে হিন্দু ধর্মের প্রভাব লিখুন।
- হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক হিসাবে সেন রাজার মূল্যায়ন করুন।
- মৎস্যন্যায় বলতে কি বুঝানো হয়েছে?
- পাহাড়পুর বৌদ্ধবিহার সম্পর্কে একটি টীকা লিখুন।
- ঐতিহ্য বলতে কি বুঝেন?
- বাংলাদেশের সংস্কৃতির মূল বৈশিষ্ট্য লিখুন।
- প্রাচীন বাংলার গ্রামীণ জীবনের বৈশিষ্ট্য লিখুন।
- কালচার বলতে কি বুঝেন?
- আধুনিক যুগে ধর্মীয় উৎসব এবং সামাজিক উৎসবের সংক্ষিপ্ত বিবরণ দিন।
- বাঙালি সংস্কৃতির ইসলাম ধর্মের প্রভাব লিখুন।
- সুফিবাদ বলতে কি বুঝেন?
গ বিভাগ
যদি রচনামূলক প্রশ্নগুলো পরীক্ষারতে শতভাগ কমন পেতে চান তাহলে আমাদের বাংলাদেশের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন ২০২৩ পড়ে নিন দ্রুত।
- বাঙালি জাতীয়বাদের পটভূমি ব্যাখ্যা করুন।
- বাঙালি জাতীয় বাদের উদ্ভব বিকাশ এর উপর একটি প্রবন্ধ রচনা করুন।
- বাংলায় মুসলিম মধ্যবিত্ত সমাজের বিকাশ ও উদ্ভব প্রবন্ধ রচনা করুন।
- উনবিংশ শতাব্দীর সভা সমিতির বিবরণ দিন।
- বালা সংবাদপত্রের বিকাশ ও উন্নয়ন সম্পর্কে আলোচনা করুন।
- বাঙালি নবজাগরণের উপনিবেশিক যুগের গুরুত্ব আলোচনা করুন।
- মধ্যযুগের বাংলা সাহিত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করুন।
- প্রাচীন বাংলা সাহিত্যের উপর একটি টীকা লিখুন।
- প্রাচীন বাংলার শিক্ষা ব্যবস্থাপনা আলোচনা করুন।
- প্রাচীন বাংলার জ্ঞান-বিজ্ঞান চর্চার বিবরণ দিন।
- প্রাচীন বাংলার বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করুন।
- প্রাচীন বাংলার আর্থসামাজিক জীবনে ভূ প্রকৃতির প্রভাব দেখান।
- সোমপুর বিহারের স্থাপত্য বৈশিষ্ট্য লিখুন।
- ওয়ারী বটেশ্বরের সাথে প্রত্নতাত্ত্বিক নিদর্শন লিখুন।
- বাঙালি নবজাগরণের উপনিবেশিক যুগের গুরুত্ব মূল্যায়ন করুন।
- বাঙালি সাহিত্যের উপর খ্রিস্টান ধর্মের প্রভাব তুলে ধরুন।
- বাংলাদেশ সংস্কৃতিতে ইসলাম ধর্মের প্রভাব বিশ্লেষণ করুন।
- বাংলা মুসলিম সমাজের সুফিবাদীদের প্রভাব আলোচনা করুন।
বাংলাদেশের জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন ব্যতীত আরও অন্যান্য সাজেশন পড়ুন।
অনার্স ৪র্থ বর্ষ বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক সাজেশন ২০২৩ | Foreign Relations of Bangladesh suggestion