নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলা বিষয়ক সাধারণ জ্ঞান

সাহেদা জান্নাত
নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলা বিষয়ক সাধারণ জ্ঞান

নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলা বিষয়ক সাধারণ জ্ঞান: চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য আমাদের এই পোস্ট টি । হাতের নাগালে পেয়ে যাবেন যেকোন সমাধান আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাংলা বিষয়ক সাধারণ জ্ঞান।

নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বাংলা বিষয়ক সাধারণ জ্ঞান:

  • ‘খাতক ‘শব্দটির বিপরীত শব্দ কোনটি …… মহাজন।
  • ‘তামার বিষ ‘ বাগধারাটির অর্থ ….. অর্থের কু – প্রভাব ।
  • পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ …. পর্তুগিজ।
  • কোন বানানটি শুদ্ধ…… সমীচীন ।
  • বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন …… ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
  • সকলের জন্য প্রযোজ্য – এক কথায় কি হবে – সার্বজনীন।
  • প্রসূন এর প্রতিশব্দ ……. পুষ্প।
  • ফুলে ফুলে ঘর ভরেছে কোন কারকে কোন বিভক্তি…… করণ কারকে সপ্তমী বিভক্তি।
  • সাথী শব্দটি কোন লিঙ্গ …… উভয় লিঙ্গ।
  • যোগরূড় শব্দ কোনটি …..
  • কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে ….. সেমিকোলন ।
  • বিভক্তিহীন নাম শব্দকে বলে …..প্রাতিপাদিক।
  • সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় … ধ্বনি তত্ত্বে ।

সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা কাজের ফাঁকে ফাঁকে হাতে নিয়ে এক একটি করে শব্দ শিখলে অবশ্যই যেকোন নিয়োগ পরীক্ষায় আসলে অবশ্যই পারবেন । এছাড়াও একটু এমভি খরচ করে হাতের নাগালে সকল শ্রেনীর শিক্ষার্থীদের জন্য সাজেশন বিভিন্ন বিষয়ের বিভিন্ন শ্রেনীর গাইড আমাদের ব্লগে শেয়ার করা হয়েছে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন।

  • অনুবাদ কত প্রকার ….. দুই প্রকার ।
  • ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন ……. কাজী নজরুল ইসলাম।
  • বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি ……. কাব্য।
  • কালি ও কলম কি ….. পত্রিকা ।
  • ঘরের শক্র বিভীষণ- বাগধারাটির অর্থ – যে গৃহ বিবাদ করে।
  • কমা এর বাংলা কি …… পাদচ্ছেদ ।
  • অনীক শব্দের অর্থ …… সৈনিক ।
  • ক্ষীয়মান এর বিপরীত শব্দ …… বর্ধমান।
  • কারাগারের রোজনামচা …… দিনলিপি।
  • বিভিন্ন বাতাস শব্দের সমার্থক কোনটি ………. গন্ধবহ ।
  • কোন শব্দের নারীবাচক শব্দ হয়না ……. সভাপতি ।
  • বাক্য সংকোচন করুন …মৃত্তিকা দিয়ে তৈরি . ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মৃন্ময়।
  • নষ্ট হওয়া স্বভাব যার ……. নশ্বর ।
  • কার্তুজ কোন ভাষার শব্দ …….ফরাসি ।
  • ভাষার ক্ষুদ্রতম একক কোনটি…… ধ্বনি।
  • কে বাংলা ভাষার কবি নন …. জয়দেব।

সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

বিশ্বকাপ ফুটবল নিয়ে সাধারণ জ্ঞান

চাকরির পরীক্ষার জন্য সহায়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

বিভিন্ন চাকরির জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই সব গুলো ঘুরে ফিরে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন তাই এগুলো অবহেলা না করে মন দিয়ে পড়বেন প্রাথমিক নিয়োগ পরীক্ষা , শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা , বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।