কারক ও বিভক্তি এর বৈশিষ্ট্য, প্রকারভেদ ও উদাহরন, কারক ও বিভক্তি নির্ণয়ের সহজ কৌশল

কারক ও বিভক্তি: এর বৈশিষ্ট্য, প্রকারভেদ ও উদাহরন, কারক ও বিভক্তি নির্ণয়ের সহজ কৌশল: সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাংলা ব্যাকরণ এর এক গুরুত্বপূর্ণ বিষয় কারক ও বিভক্তি এই কারক ও বিভক্তি বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি পর্ব হিসেবে নিতে পারেন।

কারক ও বিভক্তি বাংলা ব্যাকরণ:

কারক শব্দটির অর্থ – যা ক্রিয়া সম্পাদন করে

কারকের সংজ্ঞা: বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে যে ,পদের সম্পর্ক থাকে কারক বলে ।

কারকের প্রকারভেদ :

১.. কর্তৃ কারক

২…. কর্ম কারক

৩… করণ কারক

৪…. সম্প্রদান কারক

৫….অপাদান কারক

৬….. অধিকরণ কারক

বিভক্তি : বাক্যস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে ।

যেমন, ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন ।

বিভক্তিগুলো ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক স্থাপন করে ।

প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি শ্রেনীর শিক্ষার্থীদের জন্য এই কারক বিভক্তি ,সমাস, উপসর্গ খুবই গুরুত্বপূর্ণ আমাদের ব্লগে ইতোমধ্যে এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং শেয়ার করা হয়েছে।

Also read: শব্দ কি? শব্দ কত প্রকার ও কি কি শব্দ গঠন উদাহরণসহ বাংলা ব্যাকরণ সকল শিক্ষার্থীর জন্য।

বাংলা শব্দ – বিভক্তি :

শূণ্য বিভক্তি ( অথবা অ বিভক্তি )

এ (য় ) তে ( এ) কে ,রে ,র এরা কয়টি খাটি বাংলা শব্দ বিভক্তি ।

এছাড়াও দ্বারা ,দিরে ,হতে,থেকে ইত্যাদি।

বাংলা শব্দ বিভক্তি সাত প্রকার যথা :

  • প্রথমা
  • দ্বিতীয়া
  • তৃতীয়া
  • চতুর্থী
  • পঞ্চমী
  • ষষ্টী
  • এবং সপ্তমী ।

সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কারক অতি সহজেই আপনি আপনারা চিনতে পারবেন যদি কারক গুলোর সংজ্ঞা আপনি জানেন প্রতিটি শিক্ষক নিয়োগ পরীক্ষা , প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

এছাড়াও কারক গুলো আপনি চিনবেন কেমন করে তা একটু শেয়ার করলাম।

  • কর্তৃ কারক: কে কর্তৃ কারক
  • কর্ম কারক : কি বা কাকে কর্ম কারক
  • করণ কারক : কি দিয়ে করণ কারক

প্রিয় শিক্ষার্থী আমি কেবল আপনাদের বুঝাতে সুবিধার্থে কারক শেয়ার করলাম

Also Read: বাংলা ব্যাকরণ পদ সকল শ্রেনীর শিক্ষার্থীদের জন্য

সম্প্রদান কারক: কাকে অর্থাৎ কাউকে নিংর্শাত কোন কিছু দেওয়া বা দান করা বুঝায়।

অপাদান কারক : যা থেকে ক্রিয়া সম্পাদিত হয় কারন কোন কিছু থেকে নিবারণ বিরতি ,নিবৃত্তি,ভয়প্রাপ্তি,পরিত্রান ,শ্রবন লাভ ,বাক্যস্থিত ক্রিয়াপদকে কোথা থেকে,কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে অপাদান কারক জানা যায়।যেমন:

পরাজয়ে ডরে না বীর ….. অপাদান কারকে ৭মী বিভক্তি ।

গাছ থেকে পাতা ঝরে …….. অপাদান কারকে

অপাদান কারকে এটা মনে রাখবেন কোন কিছু থেকে বিচ্যুত,জাত ,গৃহীত , আরম্ভ , দূরীভূত,রক্ষিত ।

অধিকরণ কারক : যে স্থানে বা সময়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে অধিকরণ কারক বলে ।যেমন , কোথায়,কোন স্থানে ,কখন ,কোন বিষয়ে,বা ব্যাপারে ইত্যাদি প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অধিকরণ কারক বলে ।যেমন,

শীতকালে পাতা ঝরে . ‌‌…. অধিকরণ কারক ।

ছেলেরা মাঠে বল খেলে ….. অধিকরণ কারক

সূর্যের নিকটতম গ্ৰহ বুধ ……. অধিকরণ কারক ।

কয়েকটি গুরুত্বপূর্ণ কারক বিভক্তির উদাহরণ :

  • পাখি সব করে রব রাত্রি পোহাইলে ….কর্তায় শূণ্য
  • কাননে কুসুম কলি সকলি ফুটিল … কর্মে শূণ্য।
  • রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে . ‌‌‌‌‌….. কর্তায় শূণ্য।
  • বেলা যে পড়ে এল জলকে চল …..( নিমিত্তার্থে চতুর্থী)
  • পরীক্ষা আসলেই তার চোখে জল পড়ে . ‌…. ( কর্মে শূণ্য).
  • বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা…. অপাদানে সপ্তমী ।
  • পাতায় পাতায় পড়ে নিশির শিশির…. অধিকরনে সপ্তমী ।
  • অন্ধজনে দেহ আলো মৃত জনে প্রান ….সম্প্রদানে সপ্তমী ।
  • আজকে নগদ কালকে ধার …….( অধিকরনে দ্বিতীয়া )
  • পাখি সব করে রব ( কর্তায় প্রথমা )

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি আপনাদের সাথে কারক শেয়ার করলাম যেকোন নিয়োগ পরীক্ষায় এই সব কারক বিভক্তি থাকে এছাড়াও আমাদের ব্লগে সমাস , উপসর্গ, সন্ধি বিচ্ছেদ ইত্যাদি বিভিন্ন বিষয়ে শেয়ার করা হয়েছে এবং প্রতিটি ক্লাসের paragraph ও এসএসসি ও এইচএসসি পরীক্ষার সকল গাইড শেয়ার করা হয়েছে আপনারা শেয়ার করবেন ।

সাহেদা জান্নাত

সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button