৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাংলা বিষয়ক সাধারণ জ্ঞান 

সাহেদা জান্নাত
সাধারণ জ্ঞান 

৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাংলা বিষয়ক সাধারণ জ্ঞান: প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল সবার জীবনের স্বপ্ন যেন পূর্ণ হয়। আপনারা যারা চাকরিপ্রত্যাশি তাদের জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদের সাহায্যার্থে ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করলাম আশা করি ফলো করলে এই প্রশ্নোত্তর সবার ভালো হবে।

৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাংলা বিষয়ক :

১. কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?

উত্তর : দাড়ি।

বাক্যের মধ্যে স্বল্প বিরতির জন্য কমার ব্যবহার করা হয়।

২.গাড়ি স্টেশন ছাড়ল – কোন কারক ?

উত্তর : অপাদান কারক।

৩. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?

উত্তর : ধূমকেতু।

৪. ঘরের শক্র বিভীষণ- বাগধারাটির অর্থ?

উত্তর : যে গৃহ বিবাদ করে।

৫. কন্ঠ্য থেকে উচ্চারিত ধ্বনি?

উত্তর : ঙ

৬.বাংলা গদ্যের জনক কে?

উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৭. হাতি শব্দের প্রতিশব্দ কোনটি ?

উত্তর : করী।

৮. দ্বিগু সমাসে কোন পদ প্রধান ?

উত্তর : পরপদ।

৯ . নবপৃথিবী এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?

উত্তর : নব যে পৃথিবী।

১০. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় ?

উত্তর : অব্যয় ।

১১. একটি পত্রের প্রধান অংশ কয়টি ?

উত্তর : দুইটি ।

১২. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্টতর বাক্যটির শুদ্ধরূপ কোনটি?

উত্তর :বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ট।

১৩. কোনটি সাধুরীতির শব্দ?

উত্তর :জোসনা।

১৪. সমাস নিষ্পন্ন পদকে কি বলে?

উত্তর : সমস্ত পদ ।

১৫. শুদ্ধ বানান কোনটি ?

উত্তর : সান্ত্বনা।

১৬.কোন বানানটি শুদ্ধ ?

উত্তর : পোশাক।

১৭. আলালি বা হুতোমি ভাষা বলা হয় কোন ভাষাকে ?

উত্তর ; চলিত।

১৮. জায়া শব্দের সমার্থক শব্দ ?

উত্তর : অর্ধাঙ্গী।

Also Read: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারন জ্ঞান 

১৯. কেতা দুরুস্থ বাগধারার অর্থ কি?

উত্তর : পরিপাটি।

২০. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

২১.সিংহপুরুষ কোন সমাস?

উত্তর : উপমিত কর্মধারয় সমাস।

২২. দুহিতা এর বিপরীত শব্দ কোনটি?

উত্তর : পুত্র।

২৩. পূর্বে ছিল এখন নেই?

উত্তর : ভূতপূর্ব।

২৪. মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?

উত্তর : মহৎ + ইমন।

২৫. যে উপকারীর অপকার করে ?

উত্তর : কৃতঘ্ন।

২৬. নিচের কোন শব্দটি শুদ্ধ?

উত্তর : ন্যূনতম।

২৭. ঋজু শব্দের বিপরীত শব্দ?

উত্তর : বাঁকা।

২৮. সমাস নির্ণয় কর – বে আইনি

উত্তর : নঞ তৎপুরুষ

২৯.বাংলা উপসর্গের সংখ্যা কয়টি ?

উত্তর : একুশটি।

৩০: দ্যুতলোক শব্দের অর্থ কি?

উত্তর : আকাশ।

৩১: ব্যাক্তিগত পত্রে কতটি অংশ থাকে?

উত্তর : ছয়।

৩২. পত্র শব্দের অর্থ কী?

উত্তর : চিহ্ন বা স্মারক ।

৩৩. ছোট গল্পের জনক কে ?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ।

৩৪. আধুনিক বাংলা কবিতা বা ভোরের পাখি হিসেবে খ্যাত?

উত্তর : বিহারিলাল চক্রবর্তী।

৩৫. চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে বলে?.

উত্তর : প্রমিত ভাষা।

সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এই ৫০ টি বাংলা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বে আপনারা সবাই বেশি বেশি করে পড়বেন শিখবেন ও লিখবেন জীবনের প্রতিটি মুহূর্তে এই ছোট খাটো গুরুত্বপূর্ণ পোষ্ট গুলো অতি সহজেই পাবেন কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন শিখতে পারেন।

৩৬. কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ কোনটি ?

উত্তর : কিছুক্ষণ।

৩৭. ব্যাক্তিগত পত্রের উপরের ডানপাশে কি লেখা থাকে ?

উত্তর : পত্র লেখকের স্থান ও তারিখ।

৩৮. কোনটি ভাষার বৈশিষ্ট্য নয় ?

উত্তর : ইশারা বা অঙ্গভঙ্গি।

৩৯. প্রমথ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম কি?

উত্তর,: সবুজপত্র।

৪০. রাবনের চিতা কি ?

উত্তর : চির অশান্তি।

৪১. বীণাপানি কোন সমাস ?

উত্তর : বহুব্রীহি সমাস।

৪২. শর্বরী শব্দের সমার্থক শব্দ কোনটি?

উত্তর : রাত্রি ।

৪৩. নিচের কোন বিরামচিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে?

উত্তর : হাইফেন।

৪৪. ভাব সম্প্রসারণে ভাবের –

উত্তর : সম্প্রসারণ ঘটে।

৪৫. সমার্থক শব্দ ব্যবহার করলে ?

আপনারা এই ৫০ টি বাংলা বিষয়ের উপর প্রশ্নোত্তর ছাড়া ও আমাদের শেয়ার করা আরো সাজেশন সাম্প্রতিক বিষয়াদি ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে শেয়ার করা হয়েছে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন এবং বেশি বেশি করে পড়তে পারেন।

৪৬.নিচের কোন বাক্যটি সঠিক ?
উত্তর : সমুদয় পক্ষীই নীড় বাঁধে।
৪৭ . সোম শব্দের অর্থ কি?
উত্তর : বিধু।
৪৮. কাঁচামিটা এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
উত্তর : যা কাঁচা তাই মিটা।
৪৯. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত ?
উত্তর : ইন্দো ইউরোপীয়।
৫০. মেঘ শব্দের সমার্থক শব্দ ?
উত্তর : বারীদ।

সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

বিশ্বকাপ ফুটবল নিয়ে সাধারণ জ্ঞান

চাকরির পরীক্ষার জন্য সহায়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান


যারা শিক্ষার্থী এমনকি যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন ইতিমধ্যে বিভিন্ন চাকরির জন্য আবেদন করেছেন তাদের জন্য এই পোস্ট টি শেয়ার করলাম এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবহেলা না করে ৫০ টি বাংলা বিষয়ের উপর প্রশ্নোউত্তর দেয়া হলো আপনারা কাজের ফাঁকে পড়তে পারেন ।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।