বৃত্ত কাকে বলে? বৃত্তের উপাদান, বৃত্তের বৈশিষ্ট্য কি?

সাহেদা জান্নাত

বৃত্ত কাকে বলে: বৃত্ত, ত্রিভুজ, চর্তুভুজ,কোন এগুলো গনিত তথা জ্যামিতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় এই সব topics গুলো ভালোভাবে জানা না থাকলে অনেক কিছু জানা থেকে আমরা বঞ্চিত হব।

বৃত্ত কি:

যদি কোন সমতলে অবস্থিত একটি বক্ররেখার যে কোন বিন্দু ,ঐ বক্ররেখার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের মধ্যবর্তী একটি নির্দিষ্ট বিন্দু হতে সমদূরবর্তী হয় তবে ঐ বক্ররেখার দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বৃত্ত বলে।

বৃত্তের উপাদান:

  • বৃত্তের উপাদান সমূহ হচ্ছে:
  • কেন্দ্র
  • ব্যাসার্ধ
  • পরিধি
  • ব্যাস
  • চাপ বা বৃত্তচাপ
  • জ্যা

বৃত্তের বৈশিষ্ট্য:

  • পরিধিস্থ যেকোন বিন্দু কেন্দ্র হতে সদূরবর্তী অর্থাৎ বৃত্তের যেকোন ব্যাসার্ধ সর্বদা সমান।
  • ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, বিপরীতক্রমে ব্যাসার্ধ ,ব্যাসের অর্ধেক।
  • বৃত্ত সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়,
  • একই বৃত্তের ব্যাসার্ধ গুলো পরস্পর সমান।
  • বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।

বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ব্যাতীত অন্য যেকোন জ্যা এর উপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখন্ডিত করে।

সমান সমান জ্যা কেন্দ্র হতে দূরবর্তী।

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের বৃত্ত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সবার জানা দরকার এবং এই basic গুলো খুবই গুরুত্বের সাথে পড়বেন দেখবেন গনিত অনেক অনেক সহজ হয়ে যাবে।

এছাড়াও আমাদের ব্লগে ইতোমধ্যে জ্যামিতির অনেক গুলো বিষয় যেমন,

  • কোন
  • ত্রিভুজের সংজ্ঞা
  • চতুর্ভুজ

বিন্দু ইত্যাদি বিভিন্ন বিষয়ে শেয়ার করা হয়েছে আপনারা শেয়ার করবেন এবং কোন ভূল থাকলে কমেন্টে জানাবেন।

চতুর্ভুজ কাকে বলে? বিভিন্ন প্রকার চতুর্ভুজের পরিচয় ও বৈশিষ্ট্য

ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ কত প্রকার ও কি কি? ত্রিভুজের বৈশিষ্ট্য

বাহু বা সরলরেখা কাকে বলে?

বিন্দু কাকে বলে? মধ্যবিন্দু এবং সমবিন্দু বহিস্থ বিন্দু কাকে বলে?

কোণ কাকে বলে? কোণ কত প্রকার ও কী কী

রশ্মি কাকে বলে? রশ্মির বৈশিষ্ট্য

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।