ফ্রি সেরা ব্লগার থিম ও টেমপ্লেট, আমরা আমাদের যে কোন জিনিস খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। কারণ সবার চোখে এটি যেন দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় হয়ে ওঠে। ঠিক তেমনভাবে যারা ব্লগিং করে থাকে তারা তাদের ওয়েবসাইটকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে। পাঠকদের মনে যাতে পড়ার উৎসাহ তৈরি হয়।
ব্লগার হচ্ছে গুগলের একটি প্ল্যাটফর্ম। বেশিরভাগ টেমপ্লেট গুলো গুগলেরই তৈরি। বিশেষ করে ফ্রিগুলো। শুধুমাত্র ওয়েবসাইটকে সাজিয়ে রাখতে টেমপ্লেট ব্যবহার করা হয় না। বিশেষ বিশেষ কাজের জন্য থিম টেমপ্লেট গুলো ব্যবহার করা হয়। কাজের উপর ভিত্তি করে এগুলো ব্যবহার করা হয়।
ব্লগার টেমপ্লেট যেসব কারণে ব্যবহার করা হয়?
- Responsive
- Seo friendly
- Adsense Friendly
- Mobile Friendly
এর সকল বিষয়গুলো খেয়াল করে সঠিক টেমপ্লেট নির্বাচন করা হয়। তবে কোন ক্যাটাগরিতে ওয়েবসাইট তৈরি করা হবে সেটার উপর নির্ভর করে থাকে। এক একটি ডিজাইন একেক রকম।
১০ টি ফ্রি ব্লগার টেমপ্লেট Free Blogger Theme 2023
এখন আমরা জানবো সবচেয়ে ভালো ১০ টি ফ্রি ব্লগার টেমপ্লেট নিয়ে। এগুলো কোন ক্যাটাগরিতে এবং ডিজাইন সম্পর্কে আলোচনা করব।
১. Starter
প্রফেশনাল ব্লগিং যারা করে তাদের জন্য Starter টেমপ্লেটটি ব্যবহার করা খুব উপযোগী। কারণ এটি শতভাগ রেস্পেন্সিভ একটি থিম। ওয়েবসাইটের পেজ দ্রুত লোডি ং করে টেমপ্লেটটি। এছাড়াও এসইও ফ্রেন্ডলি যেকোনো ধরনের নিউজ বা পেপার সাইটের জন্য ব্যবহার করা যায়।
থিমটির ফিচারসমূহঃ
১.রেস্পন্সিভ
২.এসইও ফ্রেন্ডলি
৩.ড্রপডাউন মেনু
৪.নাইট মোড অপশন
৫.রিলেটেড পোস্ট সহ আরো অন্যান্য।
২. GNews
ওয়েবসাইট যদি কোন নিউজ রিলেটেড অথবা ম্যাগাজিন টাইপ হয় তাহলে GNews থিমটি চোখ বন্ধ করে নির্বাচন করা যেতে পারে। কারণ থিমটি নিউজ ক্যাটাগরির প্রাধান্য বেশি দিয়েছে। শতভাগ রেস্পন্সিভ এবং এসইও ফ্রেন্ডলি এটি। সর্বোচ্চ কাস্টমাইজ করা যাবে এতে, যার কারণে google result এর পারফরম্যান্স ভালো পাওয়া যেতে পারে
থিমটির ফিচারসমূহঃ
১.এডসেন্স ফ্রেন্ডলি
২.এসইও ফ্রেন্ডলি
৩.সর্বোচ্চ কাস্টমাইজেশন
৪.রেস্পন্সিভ
Also Read: ১০টি সেরা ফ্রি ওয়ার্ডপ্রেস থিম
৩. Blogmag
আধুনিক থিম টেমপ্লেট গুলোর মধ্যে এটি খুব রেসপন্সিভ। পার্সোনাল ব্লগ, প্রফেশনাল ব্লগ, নিউজ এবং ম্যাগাজিনের জন্য উপযুক্ত করে তৈরি করা হয়েছে। BlogMag ডেক্সটপ এবং মোবাইল উভয় ক্ষেত্রের জন্য অপটিমাইজ করা হয়েছে। অন্যান্য থিম এর তুলনায় এর লে আউট গুলো খুব সুন্দর ভাবে কাস্টমাইজ করা করা যায়।
থিমটির ফিচারসমূহঃ।
১.মোবাইল অপটিমাইজ
২.কমেন্ট সিস্টেম দুটি
৩.লেখকের ছবি প্রদর্শন
৪.গুগল এডডেন্স অপটিমাইজ
৫.নিউজ লেটার সাবস্ক্রিপশন
৬.অটোমেটিক resize thumbnail ইমেজ
Also Read: বাংলাদেশের সেরা ১০টি হোস্টিং সার্ভিস
৪. SuperMag
SuperMag হচ্ছে এসইও ফ্রেন্ডলি এবং রেস্পন্সিভ একটি নিউজ ম্যাগাজিন থিম টেমপ্লেট। এছাড়া ম্যাগাজিন ব্যতীত নিউজ সাইটেও এটি ব্যবহার করা যাবে। এসইও ফ্রেন্ডলি থিম হয় গুগলের অপটিমাইজেশন ভালো ফলাফল পাওয়া যায়।
থিমটির ফিচারসমূহঃ
১.দুই কলাম এর ফুটার
২.ডানপাশে সাইডবার
৩.বক্সযুক্ত লেআউট
৪.এসইও ফ্রেন্ডলি এবং রেসপন্সিভ
৫. TechSpot
TechSpot একটি ম্যাগাজিন টাইপ ব্লগার থিম। টেমপ্লেটটির নাম দেখেই আমরা বুঝতে পারতেছি যে এটি টেকনোলজির রিলেটেড। যারা টেকনোলজি ম্যাগাজিন অথবা এ বিষয় নিয়ে কাজ করতে চায় তাদের জন্য এ টেমপ্লেট উপযুক্ত।
থিমটির ফিচারসমূহঃ
১.রেসপন্সিভ
২.মোবাইল ফ্রেন্ডলি
৩.ক্সযুক্ত লেআউট
৪.এডসেন্স ফ্রেন্ডলি
৫.ডার্ক মোড
৬.ড্রপ ডাউন মেনু
৭.পোস্ট থাম্বনেল
৮.ডানপাশে সাইডবার
৯.কলামের ফুটার
১০.সোশ্যাল শেয়ারিং ফিচার
১১.সম্পর্কিত পোস্ট
Also Read: কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন ব্লগারে
৬. Smart SEO
Smart SEO হচ্ছে গুগল এডসেন্স ফ্রেন্ডলি এবং এসইও ফ্রেন্ডলি থিম। একটি ব্লগার সাইটে স্মার্ট এসইও করতে চাইলে এ থিমটি ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী। সুবিধা থাকার চেয়ে সাইটের পেজ অপটিমাইজেশন খুব দ্রুত হয়। সেরা থিমের তালিকায় f50 অবশ্যই রাখা যায়।
থিমটির ফিচারসমূহঃ
১.মোবাইল রেসপন্সিভ লেআউট
২.এসইও অপ্টিমাইজড
৩.অ্যাডসেন্স অপটিমাইজেশন
৭. Colorify
Colorify থিমটি ব্যক্তিগত, সৃজনশীলতা ইত্যাদি ফুটিয়ে তোলার জন্য ব্লগিং করে থাকেন তাদের জন্য তৈরি করা হয়েছে। কারণ এর ডিজাইন গুলোতে রয়েছে সৃজনশীলতা ফুটিয়ে তোলার ফিচার। এছাড়া বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ ডিসক্রিপশন ইত্যাদির জন্য ব্যবহার করা যায়।
থিমটির ফিচারসমূহঃ
১.মোবাইল রেসপন্সিভ ডিজাইন,
২.এসইও ফ্রেন্ডলি,
৩.গুগল এডসেন্স ফ্রেন্ডলি
৪.ডানপাশে সাইডবার
৫.সোশ্যাল মিডিয়া আইকন
৬.full width লেআউট
৮. SEO Pro
SEO Pro নামটি শুনেই অনেকে আন্দাজ করতে পেরেছেন এর ফিচার কেমন হবে। হ্যাঁ আপনি যেমনটা ভাবছেন ঠিক তেমনি। থিমটি শতভাগ এসইও ফ্রেন্ডলি এবং নিউজ ম্যাগাজিনকে টার্গেট করে তৈরি করা হয়েছে।
থিমটির ফিচারসমূহঃ
১.এসইও ফ্রেন্ডলি
২.মোবাইল রেসপন্সিভ
৩.গুগল এডসেন্স ফ্রেন্ডলি
৪.ড্রপ ডাউন মেনু
৫.নাইট মোড
৯. Publisher
টেমপ্লেটটি দেখতে সাধারণ। যেকোনো ব্লগিং এর ক্ষেত্রে থিমটি ব্যবহার করা যাবে। যেমন পার্সোনাল ব্লগ, প্রফেশনাল ব্লগ, নিউজ, ম্যাগাজিন, গেমিং, টেকনোলজি এবং স্বাস্থ্যসহ অন্যান্য বিষয়।
থিমটির ফিচারসমূহঃ
১.কম্পিউটার, মোবাইল, ট্যাব ফেন্ডলি ( রেসপন্সিভ),
২.গুগল এডসেন্স অপটিমাইজড,
৩.ড্রপডাউন মেনু
৪.ডানপাশে সাইডবার
৫.সোশ্যাল আইকন
৬.রিলেটেড পোস্ট,
৭.৩ কলামের লেওআউট
১০. Amazen
যারা এফিলেট মার্কেটিং করতে চায় তাদের জন্য এই থিমটি উপযুক্ত। শতভাগ মোবাইল রেস্পনসিভ এবং এসইও ফ্রেন্ডলি থিমটিকে দ্রুত পেজ অপটিমাইজেশন করে এবং ব্যবহারকারীদেরকে ব্রাউজিং করার উৎসাহ দেয়
থিমটির ফিচারসমূহঃ
১.মোবাইল রেসপন্সিভ,
২.এসইও ফ্রেন্ডলি,
৩.গুগল এডসেন্স ফ্রেন্ডলি,
৪.ডানপাশে সাইডবার
৫.ড্রপ ডাউন মেনু,
৬.পোস্ট থাম্বনেল,
৭.সোশ্যাল শেয়ার বাটন
৮.ব্রেডক্রাম্ব নেভিগেশন,
৯.সম্পর্কিত পোস্ট
Also Read: ১০টি সেরা হোস্টিং সার্ভিস