ScholarsMeScholarsMe
  • বিডি নিউজ
  • চাকরির খবর
  • বিনোদন
  • Contact Us
ScholarsMeScholarsMe
Search
  • বিডি নিউজ
  • চাকরির খবর
  • বিনোদন
  • Contact Us
Follow US

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নতুন পরিবর্তন ২০২৩

সাহেদা জান্নাত
Last updated: January 16, 2023 11:20 pm
সাহেদা জান্নাত
Share
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নতুন পরিবর্তন ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নতুন পরিবর্তন ২০২৩
SHARE

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নতুন পরিবর্তন: প্রিয় শিক্ষার্থী ঢাবি নতুন শিক্ষাবর্ষে পরিবর্তন সম্পর্কে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করলাম।যেসব শিক্ষার্থী ভাই ও বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন এবং ভর্তি পরীক্ষায় কি কি নিয়ম রয়েছে তার বিস্তারিত জানা অত্যন্ত দরকার।

ঢাবি নতুন শিক্ষাবর্ষে পরিবর্তন:

ঢাকা বিশ্ববিদ্যালয় বড় ধরনের পরিবর্তন আনছে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায়‌। বৃহস্পতিবার ১২ ই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি পরীক্ষার কমিটি সভায় এ নিয়ম চূড়ান্ত করা হয়।

সাধারন ভর্তি পরীক্ষার কমিটি সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান। এছাড়াও এ সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আরো অধ্যাপকগন বিভাগের চেয়ারম্যান ও কর্মকর্তারা।

নতুন শিক্ষাবর্ষে পরিবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পরিবর্তন: ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেনীতে ভর্তি পরীক্ষা পুনর্গঠিত চারটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট হলো :

  • কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট।
  • বিজ্ঞান ইউনিট।
  • ব্যবসায় শিক্ষা ইউনিট।
  • চারুকলা ইউনিট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একজন শিক্ষার্থী সব ইউনিটে অংশগ্রহণ করতে পারবেন ভর্তি পরীক্ষায় ।এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সুযোগ শিক্ষার্থীর জন্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি ক ইউনিট আবেদনের নিয়ম ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২০২৩

ভর্তি পরীক্ষায় যেভাবে নির্ধারণ করা হয়েছে পরীক্ষার বিষয় ও নম্বর।

  • মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কেউ যদি বিজ্ঞান বিভাগের কোন বিষয়ে ভর্তি হতে চান তাহলে উক্ত শিক্ষার্থী ক বিভাগে আবেদন করতে পারবেন।
  • ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী বাংলায় ২৫ নম্বর এর মধ্যে লিখিত পরীক্ষায় ১০ নম্বর এবং MCQ তে ১৫ নম্বর হতে হবে।
  • English…. ২৫ এর মধ্যে MCQ তে ১৫ এবং লিখিত এ ১০ ।
  • আইসিটিতে ২৫ এর মধ্যে MCQ ১৫ এবং লিখিত ১০ ।

এছাড়াও গনিত , পরিসংখ্যান, মনোবিজ্ঞান , অর্থনীতি ও ভূগোল এর যেকোন একটি বিষয়ের একটির উত্তর করতে হবে যেখানে মার্ক থাকবে ২৫ এবং MCQ তে থাকবে ১৫ এবং লিখিত এর জন্য ১০ মার্ক থাকবে।

গ ….ইউনিটে বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় আবেদন কারী শিক্ষার্থীদের বাংলায় ২২ নম্বর এর মধ্যে MCQ তে ১২ এবং লিখিত ১০ তবে ……. বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে advance English।

  • ইংরেজীতে ২২ নম্বর এর মধ্যে MCQ….. ১২ এবং লিখিত ১০।
  • আইসিটি ২২ নম্বর এর মধ্যে MCQ….. ১২ এবং লিখিত ১০।
  • গনিত , পরিসংখ্যান, অর্থনীতি থেকে যেকোন একটি বিষয়ের উপর উত্তর দিতে হবে তার নম্বর ৩৪ এর মধ্যে MCQ….. ২৪ এবং লিখিত ….১০।

Read More About DU Admission Deadline

ঢাবি নতুন শিক্ষাবর্ষে পরিবর্তন সবার জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই পোস্ট টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির শাখার নিয়ম তাই ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জানা দরকার।

কলা আইন ও সামাজিক বিজ্ঞান ,ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান সব ইউনিটের ও বিভাগের অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীসহ সবার জন্য একই প্রশ্ন থাকবে।যেমন…..

  • বাংলায় ৩৫ এর মধ্যে MCQ….. ২৫ এবং লিখিত ১০।
  • ইংরেজী ৩৫ এর মধ্যে MCQ ……২৫ এবং লিখিত ১০।
  • General Knowledge …… ৩০ নম্বর।
  • বিদেশীরা বাংলার পরিবর্তে advance ইংরেজি উত্তর করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ……..

  • কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ ….. ৬ ই মে।
  • বিজ্ঞান ইউনিটের পরীক্ষা …১২ ই মে ।
  • ব্যবসায় শাখা ইউনিটের পরীক্ষা ……১৩ ই মে।
  • চারুকলা ইউনিটের পরীক্ষা …..২৯ এপ্রিল।

সকল ইউনিটের পরীক্ষা সকাল ১১ থেকে শুরু করে ১২.৩০ পর্যন্ত হবে।

Read Also: Dhaka University Admission Test All Process 2022-2023

আবেদন ফি জমার তারিখ হচ্ছে…..

শিক্ষার্থীদের আবেদন শুরু হবে ২৭ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত। শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে আবেদন ও ফি জমা দিতে পারবেন।

এই ছিল ঢাবি নতুন শিক্ষাবর্ষে পরিবর্তন ।আমার এই পোস্ট টি শেয়ার করলাম আমাদের প্রানপ্রিয় ছাত্র-ছাত্রীদের জন্য যারাই আমাদের দেশ তথা জাতির সম্পদ ও অহংকার।আমাদের সাথেই থাকবেন প্রতিদিন শিক্ষনীয় নিত্য নতুন পোস্ট পেতে ।

Read Also: ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২২-২০২৩ 

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link
Byসাহেদা জান্নাত
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
ScholarsMeScholarsMe
Follow US
Copyright © 2024 All Right Reserved By ScholarsMe
  • About Us
  • Contact Us
  • Privacy Policy