শেষ সময়ের প্রস্তুতি রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাজেশন ডিগ্রি ১ম বর্ষ ২০২৩

সাহেদা জান্নাত
রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাজেশন ডিগ্রি ১ম বর্ষ

শেষ সময়ের প্রস্তুতি রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাজেশন, ডিগ্ৰী প্রথম বর্ষ ২০২৩: ডিগ্ৰী প্রথম বর্ষের পরীক্ষা ১৭ /০১ /২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে ।আজ শেষ সময়ের প্রস্তুতি পর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করলাম । ডিগ্ৰী প্রথম বর্ষের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা অনেকেই নিয়মিত ক্লাস করেনি তাই যারা নিয়মিত ক্লাস করেনি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাজেশন টি।ফলো করলে এই পোস্ট টি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন।

Table of Contents

রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের শর্ট সাজেশন ডিগ্ৰী প্রথম বর্ষ ২০২৩:

ডিগ্ৰী প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়েছে নিশ্চয় সবাই ভালো ভাবে পরীক্ষা দিচ্ছেন সবার প্রতি আমাদের দোয়া রইল ।সবার পরীক্ষা সহজ করার জন্য একটু সাহায্যার্থে এই পোস্ট টি শেয়ার করলাম ‌।

রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের শর্ট সাজেশন ২০২৩।

প্রথম যে দশটি প্রশ্নের উত্তর দিতে হয় সেগুলোর সাজেশন।

রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

উত্তর : এরিষ্টটল।

সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?

উত্তর : নির্বাচকমণ্ডলী।

সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান কে?

উত্তর : প্রধানমন্ত্রী।

মধ্যযুগের এরিষ্টটল বলা হয় কাকে?

উত্তর : সেন্ট টমাস একুইনাসকে ।

” The Republic ” গ্ৰন্থটির রচয়িতা কে?

উত্তর : গ্ৰন্থটির রচয়িতা প্লেটো।

এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির নাম কি ?

উত্তর : লাইসিয়াম।

রুশোর বিখ্যাত বইটির নাম কি?

উত্তর ‘: ‘ The Social Contract ‘.

এরিষ্টটলের মতে উত্তম সরকার কোনটি?

উত্তর : মধ্যতন্ত্র বা পলিটি।

রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি?

উত্তর : ঐতিহাসিক বা বিবর্তন মূলক মতবাদ।

রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র ডিগ্ৰী প্রথম বর্ষের পরীক্ষার্থীদের জন্য এই সাজেশন টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবহেলা না করে একটু কষ্ট করে পড়লে অবশ্যই ভালো রেজাল্ট আশা করা যায়।

ডিগ্ৰী তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্রের সাজেশন ২০২৩

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের ফাইনাল সাজেশন ডিগ্ৰী প্রথম বর্ষ ২০২৩

সংসদীয় গনতন্ত্রের জনক কে?

উত্তর : জন লক।

” Man is born free,but every where he is in chain” উক্তিটি কার?

উত্তর : উক্তিটি জ্যাঁ জাঁক রুশোর।

রাষ্ট্রের উপাদান কয়টি?

উত্তর : চারটি।

রাষ্ট্রবিজ্ঞান হলো সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান উক্তিটি কার?

উত্তর : উক্তিটি এরিষ্টটলের।

রেনেসা অর্থ কী?

উত্তর : রেঁনেসা অর্থ নবজাগরণ।

জাতীয়তাবাদের দুইটি উপাদানের নাম লিখ?

উত্তর : বংশগত ঐক্য ও ভৌগলিক ঐক্য।

সার্বভৌমের আদেশই আইন উক্তিটি কার?

উত্তর : উক্তিটি জন অষ্টিনের ।

প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির নাম কি?

উত্তর : একাডেমী।

মেট্রোরেল নিয়ে সাধারণ জ্ঞান ২০২৩

আধুনিক রাষ্ট্র চিন্তার জনক কে?

উত্তর ;: নিকোল ম্যাকিয়াভেলি।

প্রিয় পরীক্ষার্থী এই প্রশ্নগুলো ভালো করে খেয়াল করে পড়বেন এবং আমাদের ব্লগে আরো অনেক বিষয়ের উপর সাজেশন দেয়া হয়েছে এমনকি চাকরির নিয়োগের জন্য বিভিন্ন সাজেশন দেয়া হয়েছে আপনারা চাইলে শেয়ার করতে পারেন। রাষ্ট্রবিজ্ঞান এর এগুলো পড়ার পাশাপাশি বিষয়ের উপর সবগুলো অধ্যায় ভালোভাবে পড়বেন দেখবেন পরীক্ষায় কমন পড়বে।

গ বিভাগ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নো রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র ডিগ্ৰী প্রথম বর্ষ ২০২৩।

  • রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা কর?
  • রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদ আলোচনা কর?
  • জন অষ্টিনের সার্বভৌমত্ব তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখা কর?
  • আধুনিক গনতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষাকবচ সমূহ আলোচনা কর?
  • সমালোচনা্ সহ প্লেটোর ন্যায়তত্ত্বটি আলোচনা কর?
  • সেন্ট টমাস একুইনাসের আইনতত্ত্বটি আলোচনা কর?
  • রাষ্ট্রচিন্তায় এরিষ্টটলের অবদান আলোচনা কর?
  • জন লককে আধুনিক গনতান্ত্রের জনক বলা হয় কেন ব্যাখা কর?
  • রাজনীতি , নৈতিকতা ও ধর্ম সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারনা আলোচনা কর?
  • রাষ্ট্র ও সরকার এর মধ্যে সম্পর্ক আলোচনা কর?
  • জাতি কাকে বলে ? জাতি ও জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য আলোচনা কর?
  • বিপ্লবের কারন ও প্রতিকার সম্পর্কে এরিষ্টটলের মতামত আলোচনা কর?
  • রাষ্ট্রবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর?

সুপ্রিয় ডিগ্ৰী প্রথম বর্ষের পরীক্ষার্থী এই সাজেশন টি মনোযোগ দিয়ে পড়বেন এবং এর সাথে পাঠ্য বিষয় অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র বইটি ভালো করে পড়া থাকলে যেকোন প্রশ্নের উত্তর দিতে পারেন ।আশা করি সবার পরীক্ষা অনেক অনেক ভালো হবে ।এই কামনা সর্বদা আপনাদের জন্য।

চতুর্থ গনবিজ্ঞপ্তিতে চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই জানুন কিভাবে

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।