স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের ফাইনাল সাজেশন ডিগ্ৰী প্রথম বর্ষ ২০২৩

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের ফাইনাল সাজেশন: ডিগ্ৰী প্রথম বর্ষের পরীক্ষা ০৮ ই জানুয়ারি তাই অবহেলা না করে সকল ডিগ্ৰী ছাত্র-ছাত্রীদের জন্য এই সাজেশন টি অত্যন্ত গুরুত্বপূর্ণ । আমাদের ব্লগে ইতোমধ্যে এই বিষয়টির সাজেশন শেয়ার করা হয়েছে । কিন্তু আজকের এই পোস্ট টিতে আরো শটকাট সাজেশন দিলাম যাতে কম সময়ের মধ্যে সঠিক প্রস্তুতি সবাই নিতে পারেন।

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ( আবশ্যিক)

ক বিভাগ থেকে সবাইকে যেকোন দশটি প্রশ্নের উত্তর দিতে হবে।….১×১০=১০.

  • বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি?
  • উত্তর‌….চর্যাপদ।
  • ভূ – প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কতটি ভাগে ভাগ করা যায়?
  • উত্তর : ৩ ভাগে ভাগ করা যায়।
  • দ্বিজাতিতত্ত্বের প্রর্বতক কে?
  • উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহ।
  • ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে ?
  • উত্তর : ১৯৪০ সালের ২৩ মার্চ।
  • ভাষা আন্দোলনের দুজন শহীদের নাম লিখ?
  • উত্তর : ভাষা আন্দোলনের দুজন শহীদের নাম হলো সালাম ও জব্বার।
  • পাকিস্থানের প্রথম সামরিক শাসন কে জারি করেন ?
  • উত্তর : ১৯৫৮ সালে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেছেন।
  • কোন কর্মসূচি বাঙালির ম্যাগনাকার্টা নামে পরিচিত।
  • বঙভঙ কখন হয় ?
  • কোন আইন দ্বারা ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয় ?
  • ঐতিহাসিক ছয় দফ কবে কোথায় ঘোষিত হয়?
  • মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি?
  • শেখ মুজিবুর রহমান কে কবে’ বঙ্গবন্ধু ‘ উপাধিতে ভূষিত করা হয়?
  • ” তমুদ্দন মজলিশ” কার নেতৃত্বে গঠিত হয়?
  • L,F,O এর পূর্ণ রূপ কি?
  • বাংলাদেশেকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
  • বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

০৮ /০১/২০২৩ তারিখ ডিগ্ৰী প্রথম বর্ষের পরীক্ষা তাই ডিগ্ৰী প্রথম বর্ষের পরীক্ষার্থীদের একটু সাহায্যের জন্য আমার এই পোস্ট টি শেয়ার করলাম যাতে পরীক্ষারর্থী অতি সহজেই শটকাট সাজেশন পেতে পারে।

ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষার রুটিন ২০২৩

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস খ বিভাগ থেকে ০৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে।…৪×৫=২০.

  • বাংলা নামের উৎপত্তি সম্পর্কে টিকা লিখ?
  • যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা কর?
  • ১৯৬৯ সালের গনঅভ্যূথানের গুরুত্ব আলোচনা কর?
  • বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর?
  • ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর?
  • মৌলিক গনতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর?
  • আগরতলা মামলার কারন কি?
  • বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ মূল্যায়ন কর?
  • মুজিবনগর সরকার সম্পর্কে আলোচনা কর?
  • বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে আলোচনা কর?

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস গ বিভাগ থেকে যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে……….১০× ৫ = ৫০.

  • বাংলাদেশের সমাজ ও জনগোষ্ঠীর উপর ভূল প্রকৃতির প্রভাব আলোচনা কর?
  • ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি আলোচনা কর?
  • ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা কর?
  • বাংলাদেশের অর্থনীতিতে ভূ প্রকৃতির প্রভাব আলোচনা কর?
  • ১৯৭১ সালের মার্চের অসহযোগ আন্দোলন বর্ণনা কর?
  • লাহোর প্রস্তাব কী? এর বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর?
  • ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব আলোচনা কর? এ নির্বাচনে আওয়ামীলীগের বিজয়ের কারন আলোচনা কর?
  • মুক্তিযুদ্ধে মুজিব নগর সরকারের ভূমিকা আলোচনা কর?
  • বাংলাদেশে মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা কর?
  • আওয়ামী প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর?
  • ১৯৪৭ সালে ভারত বিভক্তির পটভূমি আলোচনা কর?
  • ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর?

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ফাইনাল সাজেশন ডিগ্রি ১ম বর্ষ

সুপ্রিয় ডিগ্ৰী প্রথম বর্ষের পরীক্ষার্থী আপনারা পাঠ্যবই পড়বেন এবং সাথে সাথে এই সাজেশন টি ও একটু খেয়াল করে পড়বেন দেখবেন অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। এছাড়াও আমাদের ব্লগে প্রতিটি বিষয়ের উপর সাজেশন শেয়ার করা হয়েছে আপনারা ও শেয়ার করুন।

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button