মেট্রোরেল নিয়ে সাধারণ জ্ঞান ২০২৩ | General Knowledge about Metro Rail

সাহেদা জান্নাত
মেট্রোরেল নিয়ে সাধারণ জ্ঞান

মেট্রোরেল নিয়ে সাধারণ জ্ঞান: দেশের প্রথম মেট্রোরেলের যাত্রা: দেশের প্রথম মেট্রোরেলের যাত্রা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করলাম যা সামনের নিয়োগ পরীক্ষায় অর্থাৎ ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং প্রাইমারি নিয়োগ পরীক্ষা তথা বিসিএস পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি । কেননা নতুন এই বছরে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসবে আপনারা যারা চাকরি প্রত্যাশী উনাদের জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩

দেশের প্রথম মেট্রোরেলের যাত্রা….. নতুন বছরে নতুন যাত্রা বয়ে আনুক নতুন উদ্যম , নতুন সম্ভাবনা। এই নতুন বছরের শুভেচ্ছা লগ্নে সবার জীবনের সব চাওয়া পাওয়াতে রূপ নেক। কিন্তু কেবল কামনা করলে হবে না চেষ্টা করতে হবে । আপনারা যারাই চাকরি প্রত্যাশী আপনদের কাছে অনুরোধ জীবনের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে যত বিষয় নতুন তথা পুরাতন সবই জানতে হবে ।

দেশের প্রথম মেট্রোরেলের যাত্রা:

২৮ ডিসেম্বর ২০২২ বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশের গনপরিবহনে যুক্ত হলো বৈদ্যুতিক মেট্রোরেল।

মেট্রোরেল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:

MRT এর পূর্ণ রূপ কি?

উত্তর : Mass Rapid Transit.

মেট্রোরেলে নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে কোন প্রতিষ্ঠান?

উত্তর : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।( DMTCL).

DMTCL কার মালিকানাধীন?

উত্তর : বাংলাদেশ সরকার।

মোট স্টেশন হবে কয়টি?

উত্তর : ১০৫ টি।

প্রথম পর্যায়ে কোন রুটের কাজ শেষ হবে?

উত্তর : এমআরটি লাইন।

দ্বিতীয় পর্যায়ে কোন রুটের কাজ শেষ হবে?

উত্তর : এমআরটি লাইন-১ ও এম আরটি লাইন -৫.

মেট্রোরেলের যাত্রা… দেশের প্রথম মেট্রোরেলের যাত্রা শুরু হলো ২৮ ডিসেম্বর ২০২২ । অত্যন্ত আনন্দের বিষয় এই মেট্রোরেলের যাত্রা।

দেশের প্রথম মেট্রোরেলে চালু হয় কোন লাইনে?

উত্তর : এমআরটি লাইন -৬।

নির্মান কাজ উদ্ধোধন করা হয় কবে?

উত্তর : ২৬ জুন ২০১৬।

দেশের প্রথম মেট্রোরেলের আনুষ্ঠানিক পরীক্ষামূলক চলাচল শুরু হয় কবে?

উত্তর: ২৯ আগষ্ট ২০২১।

প্রথম যাত্রী হিসেবে টিকেট কেটে ট্রেনে চড়েন কে?

উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনেকে অনুমোদন হয় কবে?

উত্তর: ১৮ ডিসেম্বর ২০১২।

নারী যাত্রীদের জন্য বিশেষ কি সুবিধা থাকবে?

উঃ প্রতিটি ট্রেনে একটি করে কোচ শুধু নারীদের জন্য সংরক্ষিত থাকবে।নারী যাত্রীগন ইচ্ছা করলেও অন্য কোচেও যাতায়াত করতে পারবেন।

৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাংলা বিষয়ক সাধারণ জ্ঞান 
বাংলা বিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান যেকোন নিয়োগ পরীক্ষার জন্য

ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত প্রথম মেট্রোরেলের দৈর্ঘ কত?

উত্তর: ২১.২৬ কি .মি.

মেট্রোরেল দেশের প্রথম মেট্রোরেলের যাত্রা ডিজিটাল বাংলাদেশ গঠনে আরেকটি অন্যতম মাধ্যম ।প্রযুক্তি এগিয়ে নিয়ে যাচ্ছে বিশ্বকে আরো এগিয়ে ।তেমনি মেট্রোরেলের যাত্রা আমাদের বাংলাদেশের আরেকটি মাধ্যম ডিজিটাল বাংলাদেশ গঠনে।

ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রথম মেট্রোরেলের দৈর্ঘ কত?

উত্তর : ২০.১৯ কিমি।

২৮ ডিসেম্বর ২০২২ কোন স্থান থেকে কোন স্থানে মেট্রোরেল চালু হয়?

উত্তর : উত্তরা থেকে আগারগাঁও অঞ্চলে।

আগারগাও থেকে মতিঝিল অংশ কবে চালু হবে ?

উত্তর : ২০২৩ সালের শেষের দিকে।

মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশনে পর্যন্ত কবে চালু হবে?

উত্তর : ২০২৫ সালে।

মেট্রোরেলে চলাচলের ক্ষেত্রে সাপ্তাহিক ,মাসিক, পারিবারিক কার্ড আগে থেকে কিনতে হবে।

  • এছাড়াও যেকোন স্টেশন থাকা মেশিনের মাধ্যমে ও কার্ড রিচার্জ করা যাবে।
  • যাত্রীরা ১০ বছর মেয়াদি এমআরটি স্থায়ী পাস নিতে পারবেন।এ পাস প্রতিটি স্টেশনের উভয় পাশে টিকিট বুকে পাওয়া যাবে।
  • যাত্রীরা সর্বনিম্ন ৪০০ টাকা জমা দিয়ে পাস সংগ্ৰহ করতে পারবেন।
  • বুথ বা কাউন্টার থেকে একজন যাত্রী স্থায়ী পাশের পাশাপাশি তাৎক্ষণিক ভ্রমনের জন্য টাকা দিয়ে অস্থায়ী পাস বা টিকিট সংগ্রহ করতে পারবেন।
  • মেট্রোরেল স্টেশনের তিনতলায় থাকবে রেললাইন ও প্লাটফর্ম । শুধু টিকিট নারি ব্যাক্তিরাই ও তলায় মেতে পারবেন।
  • ভাড়া স্মার্টকার্ডে পরিশোধ করলে ১০% রেয়াতের ব্যবস্থা থাকবে।
  • ভাড়া……… প্রতি কিলোমিটারে …….৫ টাকা ।
  • সর্বনিম্ন …….২০ টাকা।
  • সর্বোচ্চ……১০০ টাকা ।( উত্তরা – মতিঝিল)

দেশের প্রথম মেট্রোরেলে সম্পর্কে এই পোস্ট টি সবার জানার স্বার্থে শেয়ার করলাম অবশ্যই সবাই তা জানেন তারপর আমি এই পোস্ট টি শেয়ার করলাম আমার প্রানপ্রিয় শ্রদ্ধেয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনদের জন্য এই মেট্রোরেলের বিস্তারিত তথ্য জানলে যেকোন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসলে তা সহজেই উঃ করতে পারবেন।তাই মেট্রোরেলের যাত্রা পোস্ট টি বেশি বেশি করে শেয়ার করবেন এবং কোন ভূল থাকলে কমেন্টে জানাবেন।

মেট্রোরেল ভাড়ার তালিকা ২০২৩

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।