বিন্দু কাকে বলে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য আমাদের এই আয়োজন আমরা আপনাদের জন্য জ্যামিতির সবগুলো বিষয় শেয়ার করব ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন জ্যামিতির সবগুলো বিষয় জানতে।
বিন্দু কাকে বলে?
যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে তাকে বিন্দু বলে।
মধ্যবিন্দু :
যে বিন্দু একটি সীমাবদ্ধ সরল রেখাকে সমান দুই ভাগে ভাগ করে তাকে মধ্য বিন্দু।
সমবিন্দু :
সমবিন্দু অর্থ একই বিন্দু। অর্থাৎ যে বিন্দু দিয়ে তিন বা ততোধিক রেখা গমন করে সে বিন্দুই হলো সমবিন্দু।
সমরেখ:
যে সব বিন্দু একই রেখার উপর অবস্থিত তাকে সমরেখ বলে।
সমবৃত্ত:
যে সব বিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত তাদেরকে সমবৃত্ত বলে।
বহিস্থ বিন্দু:
কোন বা যে কোন ক্ষেত্রের বাহিরে অবস্থিত বিন্দুকে ঐ কোন ক্ষেত্রের বহিস্থ বিন্দু বলে।
বিন্দুর মাত্রা:
বিন্দুর কেবল অবস্থান আছে এর অবস্থান ছাড়া দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা কিছু নেই। বিন্দুর পরিসীমা, পরিধি,আয়তন বেধ নেই। বিন্দুর কোন মাত্রা নেই তাই বিন্দু মাত্রা শুন্য। বিন্দু শুণ্যমাত্রিক জ্যামিতির অন্তর্ভুক্ত।
বিন্দুর বৈশিষ্ট্য:
বিন্দুর কতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিচে শেয়ার করলাম,
- বিন্দুর কেবল অবস্থান আছে।
- বিন্দু কেবল জ্যামিতির মৌলিক উপাদান।
- বিন্দুর দৈর্ঘ ,প্রস্থ, উচ্চতা বেধ নেই।
- বিন্দুর একটি বৈশিষ্ট্য হলো বিন্দুর কোন মাত্রা নেই বিন্দু মাত্রা শুন্য।
- বিন্দুর চলার পথ রেখা।
- বিন্দুর চলার পথ সোজা হলে তা সরলরেখা ।
- বিন্দুর চলার পথ বাঁকা হলে তা বক্ররেখা।
- দ্ধিমাত্রিক জ্যামিতি বা সমতল জ্যামিতি বা ত্রিমাত্রিক জ্যামিতি বা ঘন জ্যামিতি উভয় জ্যামিতিতে বিন্দুর অবস্থান আছে।
- দ্ধিমাত্রিক জ্যামিতিতে বিন্দুর স্থানাঙ্ককে X,Y দ্বারা প্রকাশ করা হয়।
- ত্রিমাত্রিক জ্যামিতিতে বিন্দুর স্থানাঙ্ককে X,Y,Z দ্ধারা প্রকাশ করা হয়।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ বিষয় বিন্দু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ শেয়ার আপনারা সবাই আমাদের সাথে থাকবেন জ্যামিতি তথা সবগুলো বিষয় এর সমাধান পেতে।
- বাহু,
- কোন,
- ত্রিভুজ
- চর্তুভুজ
সমকোন, রশ্মি, ইত্যাদি জ্যামিতির সবগুলো বিষয় জানতে পারবেন আমাদের সাথেই থেকে ।
সাধারণ জ্ঞান
শিক্ষক নিবন্ধন বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর