ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ কত প্রকার ও কি কি? ত্রিভুজের বৈশিষ্ট্য

সাহেদা জান্নাত
ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ কত প্রকার ও কি কি?

ত্রিভুজ কাকে বলে: জ্যামিতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ত্রিভুজ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ এর প্রকারভেদ।

ত্রিভুজ কাকে বলে:

তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। অর্থাৎ যেকোন সমতলে তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে।

ত্রিভুজের বৈশিষ্ট্য:

  • যে কোন ত্রিভুজের তিন কোনের সমষ্টি দুই সমকোন।
  • ত্রিভুজের যেকোন দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
  • ত্রিভুজের যেকোন দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর।
  • একই ভূমির উপর অঙ্কিত ত্রিভুজ সমূহের উচ্চতা একই হলে এদের ক্ষেত্রফলগুলো পরস্পর সমান।
  • যেকোন ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক এবং সমান্তরাল।
  • ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোন বৃহত্তর এবং ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর।
  • ত্রিভুজের বৃহত্তর কোনের বিপরীত বাহু বৃহত্তর এবং ক্ষুদ্রতর কোনের বিপরীত বাহু ক্ষুদ্রতর।

কোন ভেদে ত্রিভুজের প্রকারভেদ:

সুক্ষকোনী ত্রিভুজ:

যে ত্রিভুজের তিনটি কোনই এক সমকোনের চেয়ে ছোট ৯০° চেয়ে ছোট তাকে সূক্ষকোন বলে।

স্থুলকোনী ত্রিভুজ:

যে ত্রিভুজের একটি কোন এক সমকোনের চেয়ে বড় কিন্তু দুই সমকোনের চেয়ে ছোট ( ৯০° এর চেয়ে বড় কিন্তু ১৮০° এর চেয়ে ছোট )তাকে স্থুলকোনী ত্রিভুজ বলে।

সমকোনী ত্রিভুজ:

যে ত্রিভুজ একটি কোন সমকোনের সমান অর্থাৎ ৯০° তাকে সমকোনী ত্রিভুজ বলে।

বাহুভেদে ত্রিভুজের প্রকারভেদ:

সমবাহু ত্রিভুজ:

যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান‌ তাকে সমবাহু ত্রিভুজ বলে।

সমদ্বিবাহু ত্রিভুজ:

যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।

বিষমবাহু ত্রিভুজ:

যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন সকল শিক্ষার্থীদের কাজে সহায়তা করবে এই বিশ্বাস রেখে আমরা সবগুলো বিষয়ের সমাধান দিতে সচেষ্ট থাকবো এছাড়াও আমাদের ব্লগে জ্যামিতির সবগুলো বিষয় শেয়ার করলাম যেমন….

বাহু।

কোন,কোনের প্রকারভেদ

ত্রিভুজের সংজ্ঞা, ত্রিভুজের প্রকারভেদ এগুলো বিষয় শেয়ার করা হয়েছে আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে।

বাহু বা সরলরেখা কাকে বলে?

বিন্দু কাকে বলে? মধ্যবিন্দু এবং সমবিন্দু বহিস্থ বিন্দু কাকে বলে?

কোণ কাকে বলে? কোণ কত প্রকার ও কী কী

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।