শব্দ কি? শব্দ কত প্রকার ও কি কি শব্দ গঠন উদাহরণসহ বাংলা ব্যাকরণ সকল শিক্ষার্থীর জন্য।

সাহেদা জান্নাত
শব্দ কি? শব্দ কত প্রকার ও কি কি শব্দ গঠন উদাহরণসহ বাংলা ব্যাকরণ সকল শিক্ষার্থীর জন্য।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি শেয়ার করলাম বাংলা ব্যাকরণ এর শব্দ ও শব্দ গঠন নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেক শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ব্যাকরণ এর পদ ,সমাস, উপসর্গ ,প্রত্যয় এগুলো ভালো করে জানা না থাকলে জীবনের প্রতিটি পদক্ষেপে এর খেসারত দিতে হবে।

শব্দ কি? শব্দ কত প্রকার ও কি কি শব্দ গঠন উদাহরণসহ:

শব্দের সংজ্ঞা:

এক বা একাধিক ধ্বনি বা অক্ষর মিলিত হয়ে নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। মনে রাখতে হবে কয়েকটি অক্ষর মিলিত হয়ে একটি শব্দ গঠিত হয় ।

শব্দ বাক্যের মৌলিক উপাদান। শব্দ ছাড়া বাক্য গঠিত হতে পারেনা ‌‌‌‌। ভাব বা অনুভূতি প্রকাশ করা যায়না শব্দ ছাড়া । উদাহরণ স্বরূপ ‘মাতা ‘ এর অর্থ মা বা জননী এটি একটি শব্দ।

শব্দের শ্রেনীবিভাগ:

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই প্রযুক্তির যুগে হাতের নাগালে পেয়ে যাবেন বাংলা ব্যাকরণ বিষয়ক সব সমাধান এই পোস্ট টি প্রতি শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী প্রথম থেকেই আপনারা বুঝে বুঝে বাংলা ব্যাকরণ পড়লে এমনকি চাকরি পেতে ও আর কোন সমস্যা পোহাতে হবে না ।

বাংলা ভাষায় যেসব শব্দ আছে সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে

উৎপত্তি অনুসারে শব্দ গুলোকে পাঁচ ভাগে ভাগ করা যায় যেমন :

১. তৎসম শব্দ

২. অর্ধ তৎসম শব্দ

৩. তদ্ভব শব্দ

৪. দেশি শব্দ

৫. বিদেশি শব্দ

আবার গঠন অনুসারে শব্দ গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে যথা:

১. মৌলিক শব্দ

২. সাধিত শব্দ ।

অর্থের দিক দিয়ে বাংলা শব্দগুলোকে তিনভাগে ভাগ করা যায়:

১ যৌগিক শব্দ।

২. রুড় বা রুড়ি শব্দ ।

৩. যোগ রুড় শব্দ‌ ।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য এই শব্দ থেকে প্রশ্ন আসবে এছাড়াও বিভিন্ন নিয়োগ পরীক্ষায় MCQ থাকে শব্দ থেকে শব্দ কত প্রকার ও কি কি এইচএসসি পরীক্ষার জন্য এই নিচের তিনটি প্রশ্ন শব্দ থেকে আসে :

  • উৎপত্তি অনুসারে বাংলা শব্দ কয় প্রকার ও কি কি ? উদাহরণ সহ আলোচনা কর?
  • গঠন অনুসারে বাংলা শব্দ কয় প্রকার ও কি কি উদাহরণসহ আলোচনা কর?
  • অর্থগত দিক দিয়ে বাংলা শব্দ কত প্রকার ও কি কি আলোচনা কর ?

প্রিয় নবম দশম ও এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা এই তিনটি প্রশ্ন যেকোন পরীক্ষার জন্য উপযোগী আমি আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করলাম একটু ব্যাখা সহকারে।

প্রথম প্রশ্নের সমাধান অর্থাৎ উৎপত্তি অনুসারে শব্দ কয় প্রকার ও কি কি?

তৎসম শব্দ :

সংস্কৃত ভাষার যেসব শব্দ অপরিবর্তিত অবস্থায় বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাদেরকে তৎসম শব্দ বলে।

উদাহরন: অক্ষি,অগ্নি,চন্দ্র,সূর্য,নক্ষত্র ।

অর্ধ তৎসম শব্দ:

বাংলা ভাষায় ব্যবহৃত যেসব শব্দ মূলে সংস্কৃত অবিকৃতভাবে ব্যবহৃত হচ্ছে না , আবার পূর্ণ তদ্ভব রূপ ও প্রাপ্ত হয় নি , লোকের মুখে শৃঙ্খলাহীনভাবে ভেঙে খুব সহজেই উচ্চারিত হয় সেগুলো অর্ধ – তৎসম শব্দ বলে ।

যেমন- নিমন্ত্রন > নেমন্ত্রন

গাত্র > গেতর ।

তদ্ভব শব্দ :

যেসব সংস্কৃত শব্দ বাংলা ভাষায় ব্যবহারের সময় ব্যাপক পরিবর্তিত হয়ে নিজস্ব রূপ ধারন করেছে তাদেরকে তদ্ভব শব্দ বলে।

যেমন: হস্তী – হাতি

মস্তক – মাথা

হস্ত – হাত ।

দেশি শব্দ:

যেসব শব্দ এই বাংলাদেশের মাটি ,সমাজ ও সংস্কৃতি থেকে প্রয়োজনের তাগিদে সৃষ্টি হয়েছে তাদেরকে দেশি শব্দ বলে ।

যেমন : ডেকি,কুলা,চুলা,উকুন।

বিদেশি শব্দ :

যেসব শব্দ পৃথিবীর অন্যান্য ভাষা থেকে এসে সরাসরি বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে তাকে বিদেশি শব্দ বলে ।

যেমন : ইংরেজি শব্দ: স্কুল ,কলেজ,চেয়ার ,টেবিল।

আরবি শব্দ : কেতাব, ঈমান,কলম ইত্যাদি।

শিক্ষক নিবন্ধন পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় শব্দ থেকে প্রশ্ন করা হয়ে থাকে সুতরাং কেউ এড়িয়ে যাবেননা এরকম গুরুত্বপূর্ণ বিষয়।

২ নং প্রশ্ন : গঠন অনুসারে শব্দ কত প্রকার ও কি কি?

গঠন অনুসারে শব্দ দুই প্রকার :

মৌলিক শব্দ : যেসব বাংলা শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায়না তাকে মৌলিক শব্দ বলে ।

যেমন : হাত ,পা, মাথা ,কর ,খাঁ,

সাধিত শব্দ :

মৌলিক শব্দের সাথে মৌলিক শব্দ অথবা উপসর্গ ,প্রত্যয় , বিভক্তি প্রভৃতি যুক্ত হয়ে যেসব বাংলা শব্দ গঠিত হয়েছে তাদেরকে সাধিত শব্দ বলা হয়।যেমন :

গাছে পাকা = গাছপালা ‌।

৩ নং প্রশ্নের উত্তর :

যৌগিক শব্দ :

যেসব শব্দ প্রকৃতির অর্থ অনুসারে অর্থায়িত হয় তাদেরকে যৌগিক শব্দ বলে।

যেমন : রাঁধুনি = রাঁধ + উনি ।

রুড় শব্দ :

প্রকৃতি ও প্রত্যয় যোগে গঠিত শব্দ যদি প্রকৃতির অর্থ প্রকাশ না করে অন্য অর্থ প্রকাশ করে তবে তাদেরকে রুড় বা রুড়ি শব্দ বলে । যেমন : পাঞ্জাবি= পাঞ্জাব + ই।

যোগরুড় শব্দ:

যেসব সমাসবদ্ধ শব্দ এদের মূল অর্থকে না বুঝিয়ে বিশেষ কোন কিছুকে বুঝায় তাকে যোগরুড় শব্দ বলে ।যেমন : রাজপুত = রাজার পুত্র। বিশেষ অর্থ ‘ জাতি’ বিশেষ।

Also Read: বাংলা ব্যাকরণ পদ সকল শ্রেনীর শিক্ষার্থীদের জন্য

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবহেলা না করে পড়বেন এছাড়াও আমাদের ব্লগে পদ সম্পর্কে যাবতীয় বিষয় শেয়ার করা হয়েছে এবং বাগধারা,সমাস ,উপসর্গ ইত্যাদি সকল বিষয়ের সাজেশন শেয়ার করা হয়েছে আপনারা শেয়ার করবেন ।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।