ফি আমানিল্লাহ অর্থ কি? | Fi amanillah Meaning in Bangla
ফি আমানিল্লাহ অর্থ কি? ফি আমানিল্লাহ অর্থ আজ আমরা জানব।সকালে ঘুম থেকে উঠে Good Morning আর রাতে ঘুমবার যাওয়ার আগে Good Night বলি। যদি এসব না বলে ‘ফি আমানিল্লাহ’ বলা এসব বলার থেকে অনেক উত্তম। ফি আমানিল্লাহ অর্থ- আপনি আল্লাহর নিরাপত্তায় থাকুন। তখন সালাম বিনিময়ও করা যায়। কেউ দোয়া চাইলেও ‘ফি আমানিল্লাহ’ এবং ‘বারাকাল্লাহ’ বলুন। Fi amanillah meaning in bangla.
ফি আমানিল্লাহ অর্থ কি। what’s meaning of fi aman allah
অনেকে জানেন না ফি আমানিল্লাহ অর্থ কি? তাই আমাদের কাছে জানতে চান ফি আমানিল্লাহ অর্থ কি? না জানলে জানতে চাওয়া মানুষের সহজাত প্রবৃত্তি। কিন্তু লজ্জা প্রায় সময় আমাদেরকে জানা থেকে বিরত রাখে। লজ্জাজনত কারণে প্রশ্ন করেন না। জানতে চান। তাই গুগুলের সাহায্য নেওয়া হয়।
ফি আমানিল্লাহ একটি আরবি শব্দ في امان الله । ফি আমানিল্লাহ অর্থ কি? ফি আমানিল্লাহ অর্থ হল আপনি আল্লাহর নিরাপত্তায় থাকুন।
ফি আমানিল্লাহ আরবি।
আমারা ফি আমানিল্লাহ অর্থ কি জানলাম। আর ফি আমানিল্লাহ আরবি হল في امان الله
ফি আমানিল্লাহ কখন বলতে হয়
“ফি আমানিল্লাহ অর্থ কি” আমার জানলাম। এখন আমরা ফি আমানিল্লাহ কখন বলতে হয় জানব। কাউকে বিদায় জানালে ফি আমানিল্লাহ বলতে হয়। গুড বাইয়ের জায়গায় ফি আমানিল্লাহ বলতে হয়।
ফি আমানিল্লাহ এর English।
ফি আমানিল্লাহর ইংরেজি হল Fi Amanillah ফি আমানিল্লাহ ইংরেজি Fi Aman Allah এভাবে লেখা হয়ে থকে. Fi amanillah meaning bangla
ফি আমানিল্লাহর জবাবে কি বলতে হয়?
কেউ ফি আমানিল্লাহ বললে তাকে, উত্তম কোন বাক্য বিনিময় করতে হয়। আপনি ফি আমানিল্লাহর জবাবে মাআস সালাম বলে বিদায় নিত পারেন।