বার্মিংহাম গ্লোবাল মাস্টার্স স্কলারশীপ, বার্মিংহাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশীপ অফার করেছে, এখানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা গ্লোবাল মাস্টার্স করার জন্য আবেদন করতে পারবে। Global Masters Scholarship টি বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য একটি বড় সু্যোগ, আজকের পোস্টে এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ পোস্ট পড়বেন তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন।
ইউনিভার্সিটি অব বার্মিংহাম গ্লোবাল মাস্টার্স স্কলারশীপ
University of Birmingham এই ইউনিভার্সিটিটি যুক্তরাজ্যের বার্মিংহামে শহরের এজবাস্টনের একটি Public University আর এই ইউনিভার্সিটিটি ১৯০০ সালে রাজকীয় সনদ অর্জন করেছিল। এটি রাজকীয় সনদ প্রাপ্ত সর্ব প্রথম ইংলিশ ইউনিভার্সিটি।
University of Birmingham Global Masters Scholarship
Facilities of Birmingham Global Scholarship
সুযোগ সুবিধাসমূহ:
- ১০,০০০ পাউন্ড দেওয়া হবে সর্বমোট ৩০ টি স্কলারশীপের জন্য।
- প্রত্যেক সফল আবেদনকারীদের টিউশন ফি থেকে এই স্কলারশিপটির খরচ নেওয়া হবে।
আবেদনের যোগ্যতা:
- আপনি এই স্কলারশিপটি যদি পেতে চান তাহলে আপনাকে যে সব কিছু পূরণ করতে হবে তাহলে।
- শিক্ষার্থীদেরকে অবশ্যই ২০২১ ও ২০২২ শিক্ষা বর্ষে লেখাপড়ার জন্য বার্মিংহাম ইউনিভার্সিটিতে মাস্টার্স পড়ার জন্য আবেদন করতে হবে।
- টিউশন ফির জন্য বার্মিংহাম বিশ্ববিদ্যালয় পক্ষথেকে তালিকাভুক্ত হতে হবে।
- আপনাকে সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে কোর্সটি দেওয়া হবে সে কোর্সে পড়ালেখা শুরু করতে হবে।
স্কলারশীপটির জন্য আবেদন করতে যে সব ডকুমেন্ট প্রয়োজনীয় সব কিছু আবেদন করার সময় সঠিক ভাবে দিতে হবে।
Birmingham Scholarship Deadline:
স্কলারশীপের আবেদনের শেষ তারিখ হল: