নগদ একাউন্ট খোলার নিয়ম নিয়ে আজকের এই পোস্ট। আপনাদের অনেকেই নগদ একাউন্ট খুলতে চান তবে কিভাবে খুলবেন? Nagad account খুলতে কি কি প্রয়োজন হয়, কিভাবে নগদ এজেন্ট ও পার্সোনাল একাউন্ট খুলতে পারবেন ব্যালেন্স চেক কিভাবে এই সবকিছু আপনাদের কাছে শেয়ার করা হবে আপনি এই কমপ্লিট পড়লে আশা করি নগদ একাউন্ট সম্পর্কিত সবকিছু আপনারা সহজে বুঝতে পারবেন।
নগদ কি?
বিকাশের পরে যখন নগদ আসল, সবার মনে মনে হয়ত এক অব্যাক্ত প্রশ্ন ছিল। নগদ কি? নগদ হলো বাংলাদেশ ডাক, বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা যা একটি অর্থ আদান-প্রদানের সেবা। সেবাটি বা পরিসেবাটি সম্পূর্ণ টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে।এটি থ্রার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড কর্তৃক পরিচালিত। নগদ বাংলাদেশ ডাক বিভাগের আগে ওপেন করা পোস্টাল ক্যাশ কার্ড এবং ইএমটিএসএর নতুন সংস্করণ।
নগদ একাউন্ট খোলার বিভিন্ন ধাপ।
নগদ একাউন্ট সাধারণত কয়েকভাবে খোলা যায়। আজ আমরা নগদ একাউন্ট খোলার পদ্ধতি নিয়ে আলোচনা করব।
- নগদ কোত *১৬৭# এর মাধ্য একাউন্ট খোলা।
- এপ্লিকেশনের মাধ্যমে একাউন্ট খোলা।
- নগদ এজেন্টের মাধ্যমে একাউন্ট খোলা।
- নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম।
নগদ কোড *১৬৭# এর মাধ্যমে একাউন্ট খোলার নিয়ম।
আপনার মোবাইল থেকে *১৬৭# ক্লিক করলে আপনি একাউন্ট খোলার অপশন পাবেন। প্রয়োজনীয় তথ্য দিলেই আপনার নগদ একাউন্ট হয়ে যাবে।
এপ্লিকেশনের মাধ্যমে নগদ খোলা।
এপ্লিকেশনের মাধ্যমে নগদ একাউন্ট খোলতে হলে
- আপনার স্মার্ট ফোন থাকতে হবে।
- তারপর Play Store থেকে Nagad App লিখে সার্চ করুন।
- তারপর ডাউনলোড করুন।
- ডাউনলোড বাটমে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে।
- ওপেন করে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে তথ্য পূরণ।
- NID কার্ডের উভয় দিকের ছবি আপলোড করুন।
- সেল্ফি তুলে একাউন্টের সাথে যুক্ত করুন।
- টারর্মস এবং কন্ডিশনস পড়ুন।সিগনেচার দিবেন।
সকল তথ্য সঠিকভাবে দেওয়া হয়ে গেলে আপনার নগদ একাউন্ট সচল হয়ে যাবে। নগদ এর সেবা উপভোগ করতে পারবেন।
নগদ লগ ইন
নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
আপনি কোন নগদ ডিস্ট্রবিউটরের কাছে গেলেই তাটা আপনার এজেন্ট একাউন্ট খোলে দিবে। তবে আপনাকে কিছু কাজ করতে হবে। কিছু কাগজ পত্র ও প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
- ব্যবসায়ীর ক্ষেত্রে ট্রেড লাইসেন্স এর ফটোকপি।
- আপনার NID কার্ডের ফটোকপি
- পাসপোর্ট সাইজ ছবি (2 কপি)।
- নতুন ফোন নাম্বার, যেটি দিয়ে এখনও নগদ খোলা হয়নি।
- ১৫- ২০ দিনের মধ্যে প্রক্রিয়া শেষ হবার পরে আপনাকে একাউন্ট সম্পর্কে অবগত করা হবে।
নগদ মোবাইল ব্যাংকিং সেবা:
নগদ মোবািং ব্যাংকিং এর অনেক সেবা রয়েছে।
- সেন্ড মানি send money.
- ক্যাশ আউট cash out.
- mobile recharge মোবাইল রিচার্জ।
- অ্যাড মানি add money.
- Mercant pay মারচেন্ট পে।
- বিল পে bill pay
বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২২
নগদ সেন্ড মানির নিয়ম (Send Money)
দুই ভাবে সেন্ড মানি করা যায়।
- নগদ কোডের মাধ্যমে।
- এপ্লিকেশনের মাধ্যমে।
নগদ কোডের মাধ্যমে সেন্ড মানি।
নগদ কোডের মাধ্যমে সেন্ড মানি করতে হলে যা যা করতে হবে,
- প্রথমে ডায়াল করুন *১৬৭#।
- সেন্ড মানি ২ পাঠান।
- নাম্বার লিখুন – যে নাম্বারে টাকা দিবেন।
- টাকার পরিমান লিখুন।
- রেফারেন্স কোড লিখুন।
- পিন দিন।
এপ্লিকেশনের মাধ্যমে সেন্ড মানি।
নগগ অ্যাপের মাধ্যমে সেন্ড মানি করতে যা করতে হবে;
- nagad app এ লগ ইন করুন।
- Send Money তে click করুন।
- যে নম্বরে টাকা পাঠবেন, সে নম্বার লিখুন।
- একাউন্ট একাউন্ট লিখুন।
- পিন দেন।
নগদ একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম।
আপনার নগদ একাউন্টে কত টাকা আছে, সেটা দেখার প্রয়োজন পড়ে। আমরা আপনাকে দেখাবে কিভাবে নগদ ব্যালেন্স দেখতে হয়।
- আপনার মোবাইল থেকে *১৬৭# ডায়াল করুন।
- তারপর লম্বা লিস্ট আসবে।
- আপনি 7 লিখে Send করে My Nagad অপশনে প্রবেশ করুন।
- 1 লিখে সেন্ড করে Balance Inquiry অপশনে প্রবেশ করুন।
- এরপর আপনার নগদ একাউন্টের পিন কোড দিয়ে send করুন।
- পিন প্রদান করলে ফোনের সামনে আপনার নগদ একাউন্ট এর ব্যালেন্স দেখতে পাবেন।
নগদের এর সুবিধা সমূহ।
লেনদেন সংক্রান্ত বিষয়গুলো নিরাপত্তা দিকে সবসময় সর্বোচ্চ নজর রাখা হয়। নগদ ‘nagad’ সরকারি পর্যায়ের সেবা হওয়াই অন্য সকল লেনদেন ব্যবস্থা থেকে নগদকে অধিকতর নিরাপদ বলা যায়।
কমচার্জ। অন্যান্য ব্যবস্হাগুলো থেকে নগদে চার্জ কম।
বোনাস, নগদে অফারের মাধ্যমে লাখপাতি হওয়া সময়ের ব্যাপার মাত্র।
নগদ কোড, NAGAD CODE
ব্যালেন্স ও অন্যান্য আরো কিছু করার জন্য কোডটি ব্যবহার করা হয় সেটিই নগদ কোড।
নগড কোড *১৬৭#
নগদ হেল্পলাইন Nagad helpline
নগদের কাছে কোন সহায্য বা কোন অভিযোগ থাকে, তাহলে আপনি নগদ হেল্পলাইনের মাধ্যমে তাদেরকে আবহিত করতে পারবেন।
helpline:
16167 বা 09609616167 হলো নগদ হেল্পলাইন।
নগদ ই-মেইল। info@nagad.com.bd
নগদ ওয়েবসাইট। www.nagad.com.bd
নগদ একাউন্ট পিন ভুলে গেলে করণীয়:
নগদ একাউন্টের পিন ভুলে গেলে যা করতে হবে,
- প্রথমে *167*8# ক্লিক করুন।
- 1 নং সিলেক্ট করবেন।
- ফরগেট পাসওয়ার্ড লিখা থাকবে, সেখানে ক্লিক করুন।
- তারপর আপনার ভোটার আইডি নম্বর লিখে পাঠান।
নগদ হেল্পলাইনের মাধ্যমেও ভুলে যাওয়া একাউন্ট ঠিক করা যায়। ১৬৭৬১ তে কল দিয়ে আফিসারের চাওয়া অনুযায়ী তথ্য দিলে একাউন্ট ঠিক হয়ে যাবে।
নগদ পাসওয়ার্ড পরিবর্তন।
অনেক সময় পাসওয়ার্ড পরিবার্তন করার প্রয়োজন পড়ে। নগদ পাসওয়ার্ড পরিবর্তন করতে হলে যা যা করতে হবে;
- ডয়াল *167*8# করুন।
- Change pin নামে ২ অপশনে ক্লিক করুন।
- পুরোনো পিন সেন্ড করুন।
- নতুন পিন লিখুন।
- তারপর কনফার্ম করুন। হয়ে গেল।
নগদ একাউন্ট লিমিট: দিনে কয়বার লেনদেন করতে পারবেন?
প্রতিদিন কয়বার নগদে লেনদেন করতে পারব? এমন প্রশ্ন হয়ত অনেকের। নগদে যতবার লেনদেন করতে পরবেন;
- দিনে সর্বোচ্চ পাঁচবার ক্যাশইন করতে পারবেন।
- দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা।
- দিনে সর্বোচ্চ ৩০ বারে ২৫ হাজার সেন্ড মানি করতে পারবেন।
- প্রতি দিন সর্বোচ্চ ৫০ বারে ১০ হাজার টাকা রিচার্জ করতে পারবেন।
- ক্যাশ করতে পারবেন ৫ বারে টাকা ২৫ হাজার।
নগদ ক্যাশআউট চার্জ।
নগদ ক্যাশ আউট (cash out) দুইভাবে করা যায়।
- নগড কোড দিয়ে।
- নগদ অ্যাপ দিয়ে।
এক্ষেত্রে খরচ বা চার্জের পার্থক্য রয়েছে।
- নগদ কোড দিয়ে ক্যাশ আউট করলে ১৪.৯৪ টাকা আসবে প্রতি হাজরে।
- আর nagad app দিয়ে cash out করলে ১১.৪৯ টাকা খরচ আসবে প্রতি হাজারে।
nagad send money charge নগদ সেন্ড মানি চার্জ।
নগদ সেন্ড মানি দুইভাবে করা যায়। nagad app দিয়ে। নগদ কোড *১৬৭# দিয়ে।
- app দিয়ে কোন চার্জ আসে না। ০ টাকা খরচে আপনি সেন্ড মানি করতে পারবেন।
- নগদ কেড দিয়ে করলে প্রতিবার চার্জ আসবে ৪৳। যতবার করুন না কেন।
নগদ ইসলামিক একাউন্ট কি?
বাংলাদেশের অধিকাংশ লোন ধর্মপ্রাণ মুসলমান। নগদ তাদের প্রতি সম্মান দেখিয়েই নগদ ইসলামিক একাউন্ট খুলেছে।
ইসলামিক দৃষ্টিকোণ বিবেচনা করে সুদবিহীন লেনদেনের জন্য ডাক বিভাগের মোবাইল ভিত্তিক আর্থিক লেনদেন সেবা নগদ দিচ্ছে সুদ বিহীন ইসলামিক অর্থ ব্যবস্থা ।
যে কোন গ্রাহক নগদ একাউন্ট খোলার সময় ইসলামিক ক্যাটাগরিতে নগদ একাউন্ট খুলতে পারবেন । এর বাইরে নগদ অ্যাপের মাধ্যমে খুব সহজে সাধারন একাউন্ট থেকে ইসলামিক একাউন্টে আপনার নগদ একাউন্টটি স্থানান্তর করতে পারবেন।
নগদ রেজিষ্ট্রেশন অফার।
- অ্যাপের মাধ্যমে খোললে ২৫ টাকা পাবেন।
- কারো রেফারে করলে ৪৬ টাকা পাবেন।
- ১২০ টাকাও বোনাস পাবেন। সেজন্য কিছু প্রোসেসিং রয়েছে।
নগদ লোন।
নগদ একাউন্ট লোন দিয়ে থাকে। কাদের কে লোন দেয় নগদ? ক্ষুদ্র ও মাঝারি ব্যাবসায়ীদের কে লোন বা ঋণ দিয় থাকে। নগদ লোন ৫ টাকা বা ১০০০০ হাজর টাকার কিস্তিতে লোন দেয় এমনকি ২০ হাসার টাকার মাসিক কিস্তিতে লোন দেয়।