বিয়ের শাড়ির দাম ২০২৩: বিয়ের শাড়ি কালেকশন ও বিয়ের শাড়ি ডিজাইন | Wedding Saree

বিয়ের শাড়ির দাম: সুপ্রিয় পাঠক আমরা সবাই জানি বিয়ে সবার জীবনে একবার আসে কারো জীবনে আবার একের অধিক ও হতে পারে আর এই বিয়ের অনুষ্ঠানে উৎসবে আমাদের যতসব আয়োজন। আগেরকার যুগে একটি বিয়ের অনুষ্ঠানে বাজার খরচ থেকে শুরু করে যাবতীয় মার্কেটিংয়ের জন্য অনেক ঝামেলা পোহাতে হতো কিন্তু বর্তমানে এই প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই সব বিষয়ের ধারনা অনেক সহজেই পাওয়া যায়। যেমন , বিয়ের জন্য শাড়ি কনে থেকে শুরু করে বিয়ে বাড়িতে সবাই কিন্তু বিয়ে উপলক্ষে নতুন নতুন শাড়ি কিনতে হয়। আজ আমি আপনাদের সাথে বিয়ের শাড়ি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করলাম।

বিয়ের শাড়ি সেরা বিয়ের শাড়ি:

এই দিনে কিন্তু অনেক বইয়ের অনুষ্ঠান হয় আর এই বিয়ের অনুষ্ঠানে কনে কিন্তু একটি শাড়ি দিয়ে সকল অনুষ্ঠানে উপস্থিত হন না কনের জন্য অনেক ধরনের শাড়ি কিনতে হয় এমনকি কনের পাশাপাশি বাসার সবার কিন্তু শাড়ি দরকার হয়ে পড়ে। অগ্ৰাহয়ন ,পৌষ,মাঘ মাসে যারা বিয়ের পিঁড়িতে বসেছেন তাদের অনেকের কিন্তু বিয়ের শাড়ি কিনা হয়েছে অনেক বেনারসি কিনা আছে আর যারা সামনে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বেনারসি চয়েজ এর জন্য আমরাই আছি আমাদের সাথেই থাকুন বিয়ের সেরা শাড়ি পেতে।

বিয়ের শাড়ির দাম বিয়ের শাড়ি কালেকশন ও বিয়ের শাড়ি ডিজাইন
বিয়ের শাড়ির দাম বিয়ের শাড়ি কালেকশন ও বিয়ের শাড়ি ডিজাইন

বিয়ের জন্য কোন কোন শাড়ি কিনবেন?

কনের জন্য পাত্র পক্ষ যেমন, অনেক শাড়ি কিনেন তেমনি কনের বাড়িতে ও অনেক শাড়ি কিনতে হয় তো আপনি ভাবছেন বিয়ের দিন কোন শাড়ি হবে ,গায়ে হলুদে কোন শাড়ি ,বউ ভাতের জন্য কোন শাড়ি আবার ফিরতে আসতে অর্থাৎ গ্ৰামীন ভাষায় ফিরার জন্য কোন শাড়ি এই সব select করতে আর ঝামেলায় না পড়ে আমাদের ব্লগের শেয়ার করা শাড়ির পোস্ট গুলো শেয়ার করে জেনে নেন।

কম দামে বিয়ের বেনারসি শাড়ি কিনুন?

Click To Visit: বিয়ের বেনারসি শাড়ি

মহিলাদের জন্য বিয়ের শাড়ি সংগ্ৰহ :

মহিলাদের জন্য বিয়ের শাড়ি সংগ্ৰহ করতে আর কোন চিন্তা নেই আপনি যেকোন সময় যেকোন পরিস্থিতিতে শেয়ার করুন । মহিলাদের জন্য বিয়ের শাড়ি কনের উচ্চতা অনুযায়ী কনের ফিগার অনুযায়ী আপনি মিলিয়ে মিলিয়ে কিনতে পারেন।

  • কনের রঙ কালো বা শ্যামলা হলে একটু গাড়ো রঙের শাড়ি বেছে নিতে পারেন,যেমন:- রক্তে লাল ,গাড় নীল বা গাড়ো গোলাপী রঙ।
  • সব কনের জন্য পেঁয়াজ বা বেগুনি রঙের শাড়ি ও মানায় ।
  • bride এর উচ্চতা যদি একটু কম হয় তবে সরু সিঁড়ি বা সিঁড়ি ছাড়াই শাড়ি select করা উচিত।
  • কনের উচ্চতা বেশি হলে প্রশস্ত শাড়ি পরা উচিত আবার কনে হালকা পাতলা হলে একটু ভারী শাড়ি পড়লে হয়।

কনেদের জন্য কিছু শাড়ি :

  • বেনারসি শাড়ি।
  • ঢাকাই জামদানি শাড়ি।
  • সিল্ক জামদানি শাড়ি।
  • ব্লাউজ পিসসহ মসলিন শাড়ি
  • বেনারসি কাতান শাড়ি
  • লেহেঙ্গা শাড়ি

গায়ে হলুদের জন্য শাড়ি ও দাম :

বিয়ের জন্য আমাদের যতসব আয়োজন তাই এসব আয়োজনের জন্য আছি আমরা আপনাদের আনন্দের মাত্রা একটু বৃদ্ধি কল্পে । গায়ে হলুদে কনের জন্য গায়ে হলুদ দেয়া অনুষ্ঠান আসলে হলুদ শরীরের জন্য উপকারী। গায়ে হলুদে কনের জন্য এমনকি বিয়ে বাড়ির সকল মেহমানদের জন্য হলুদ রঙের জামদানি শাড়ি তথা সুতি কাতান বা হালকা বেনারসি শাড়ি ও মানানসই । এমনকি আরো বিভিন্ন রঙের শাড়ি ও পরা যায়।

Also see new design: জামদানি শাড়ি

বিয়ের শাড়ি ডিজাইন
বিয়ের শাড়ি ডিজাইন

বিয়েতে মেহেদির অনুষ্ঠানের জন্য শাড়ি :

বিয়ের মেহেদী সবার জীবনে একটা অত্যন্ত আকর্ষণীয় মেহেদী রঙে রাঙিয়ে কনে নতুন বিয়ের পিঁড়িতে বসবেন এটাই স্বাভাবিক তো মেহেদীর অনুষ্ঠানে কনে কোন রঙের শাড়ি বেছে নিবেন কেমন কোয়ালিটি সম্পন্ন শাড়ি দরকার। মেহেদীর জন্য সাধারণত বিয়ের অনুষ্ঠানে মেহেদী কালার এর জামদানি সুতি কাতান , ইত্যাদি শাড়ি মহিলারা পরে থাকেন।

বিয়ের দিন ঐতিহ্যবাহী বেনারসি সিল্ক শাড়ি:

বিয়ের অনুষ্ঠানে যাবেন তো ভাবছেন কোন ধরনের শাড়ি পড়বেন চিন্তার কোন কারন নেই বিয়ের দিনে আপনি পড়তে পারেন ঐতিহ্যবাহী বেনারসি সিল্ক শাড়ি । বেনারসি সিল্ক শাড়ি অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় একটি শাড়ি।

Silk Sharee: সিল্ক কাতান শাড়ির দাম

মসলিন জামদানি শাড়ি বিয়ের জন্য :

বাংলাদেশের জন্য একটি অন্যতম শাড়ি জামদানি শাড়ি তো মসলিন জামদানি শাড়ি খুবই গুরুত্বপূর্ণ একটি শাড়ি একজন মহিলার পছন্দের তালিকায় রাখতে পারেন মসলিন জামদানি শাড়ি বিয়ের অনুষ্ঠানে উৎসবে পূজায় মসলিন জামদানি শাড়ি খুবই মানানসই। জামদানি শাড়ি আদি ভূমি ঢাকা।

বিবাহের দিনের শাড়ি নববধূর জন্য:

সাধারনত বিয়ের অনুষ্ঠানে বিয়ের দিনে কনের জন্য লাল টুকটুকে শাড়ি অনেক সুন্দর তবে এখনকার লাল শাড়ি ছাড়াও অনেকেই বেগুনি ,গাঢ় নীল , গোলাপী রঙের শাড়ি বা বিভিন্ন রঙের শাড়ি পছন্দ করে থাকেন যেকোন ধরনের শাড়ি হোক না কেন বিয়ের দিনে কনেকে অনেক সুন্দর লাগে শাড়িতে।

বিয়ের লেহেঙ্গা ও দাম

বিয়ের জন্য শাড়ি ছাড়াও অনেকেই লেহেঙ্গা পছন্দ করে থাকেন কেউ কেউ কেবল লেহেঙ্গা আবার কারো কারো শাড়ি লেহেঙ্গা পছন্দ করে থাকেন তবে লেহেঙ্গা অনেক ধরনের হয়ে থাকে আমাদের ব্লগে ইতোমধ্যে বিভিন্ন ধরনের শাড়ি লেহেঙ্গা ও এগুলো দাম ও নির্ধারিত করা হয়েছে আপনারা চাইলে আমাদের সাথেই থেকে শেয়ার করতে পারেন।

Also Read: বিয়ের লেহেঙ্গা ডিজাইন ছবি দাম

সংর্বধনা বা রিসিপশনে কনেকে কি রকমের শাড়ি পরা উচিত:

কনেকে আপনি যদি কোন সংবর্ধনা অনুষ্ঠানে বা রিসিপশনে নিতে চান তাহলে কোন ধরনের শাড়ি পরাবেন এই তো চিন্তা না এখনকার জন্যে আর এই সব চিন্তা করতে হবে না কনের জন্য হালকা কাজের শাড়ি বেনারসি বা কাতান এই তালিকায় রাখতে পারেন।

প্রিয় পাঠক আমাদের ব্লগে জামদানি শাড়ি কাতান শাড়ি বেনারসি শাড়ি সিল্কের শাড়ি ইত্যাদি বিভিন্ন ডিজাইন এর শাড়ি ও এগুলোর দাম শেয়ার করা হয়েছে আপনারা শেয়ার করবেন এবং বিয়ের অনুষ্ঠানে উৎসবে পূজায় হাতের মুঠোয় পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন শাড়ির ধারনা।

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button