ভলিবল খেলার উৎস  ও ভলিবল খেলার নিয়ম

ভলিবল খেলার উৎস: খেলাধুলা হচ্ছে বিনোদন জগতের অন্যতম একটি মাধ্যম । ছোট থেকে বড় সবার মনে আনন্দের খোরাক জোগায় এই খেলাধুলা । আজকের এই পোস্ট টির মাধ্যমে আমি ভলিবল খেলার উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু শেয়ার করলাম অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে।

ভলিবল খেলার উৎস:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের অধিবাসী উইলিয়াম জি, মর্গান ভলিবল খেলাটি আবিষ্কার করেন ।তিনি ৯ ফ্রেব্রুয়ারি ১৮৯৫ এ ভলিবল খেলাটি আবিষ্কার করেন।

ভলিবল খেলাটির শুরুতে নাম ভলিবল দেওয়া হয়নি শুরুতে এর নাম ছিল ‘ মিনটোনেট’ । পরবর্তিতে নাম Change করে দেওয়া হয় ‘ ভলিবল’।

  • ১৮৯৭ সালে ভলিবল খেলার আইনকানুন প্রথম পুস্তিকাকারে প্রকাশিত হয়।
  • ১৯০০ সালে প্রথম ভলিবল খেলার জন্য নির্দিষ্ট মাপের এবং ওজনের ভলিবল তৈরি করা হয়।
  • ১৯৩০ সাল পর্যন্ত , বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে খেলার আয়োজন করা হতো এই খেলায় অনেকেই অংশগ্রহণ করতো বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টের মাধ্যমে।

বিনোদন এর অন্যতম উৎস খেলাধুলা । একঘেয়েমি দূর করতে খেলাধুলা অন্যতম সহায়ক ভূমিকা পালন করে থাকে। খেলাধুলা শিশুর শারীরিক গঠনে ও অনেক সাহায্য করে থাকে।

ভলিবল খেলার উৎস: ১৯৪৭ সালে ১১ টি দেশের সহযোগিতা ও অংশগ্রহণে ফ্রান্সে আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন গঠিত হয়।

১৯৬৪ সালে প্রথমবারের মতো ভলিবল খেলা টোকিয় অলিম্পিকে ইনডোর গেমস হিসাবে অন্তর্ভুক্ত করা হয় ‌‌এ খেলার একটি আন্তর্জাতিক নিয়ম ও নীতি নির্ধারণ করা হয়।

ভলিবল খেলার উৎস

১৮ মিটার লম্বা ও ৯ মিটার চওড়া কোর্টে খেলা হয় যা একটি নেট দ্বারা দুটি ৯×৯ মি অর্ধে বিভক্ত।

নেটটি চওড়ায় ১ মিটার এবং এর শীর্ষ প্রান্ত কোর্টের কেন্দ্রের ভুমি থেকে ২.৪৩ মি কেবল পুরুষদের জন্য।

নারীদের জন্য ২.২৪ মিটার উচ্চতায় অবস্থিত।

ভলিবল খেলার উপর এই পোস্ট টি শেয়ার করলাম কেবল সবাই যেন ভলিবল খেলার উৎস সম্পর্কে জানতে পারেন।সব খেলাই আমাদের মনে আনন্দ ছড়িয়ে দেয় এমনকি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অনেক সাহায্য করে থাকে ।এই ছোট্ট পোস্ট টি থেকে ছোটখাটো প্রশ্ন ও অনেক নিয়োগ পরীক্ষায় আস্তে পারে ।কথায় আছে “

” যেখানে দেখিবে ছাই

উড়িয়ে দেখ তাই

পাইলে পাইতো পারো

PUBG Mobile: পাবজি গেম এর উপকারিতা ও অপকারিতা সর্ম্পকে বিস্তারিত

অমূল্য রতন “।

ভলিবল খেলার পয়েন্ট এর নিয়ম,
ভলিবল খেলায় একটি দলের মোট কতজন খেলোয়াড় থাকে,
ভলিবল খেলার মাঠের মাপ বাংলা,
ভলিবল খেলার কলাকৌশল,
ভলিবল খেলার রোটেশন পদ্ধতি,
ভলিবল খেলার আন্ডার হ্যান্ড সার্ভিস,
ভলিবল খেলায় কতজন খেলোয়াড় থাকে,
ভলিবল খেলার সময় কত মিনিট,

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button