সিলেট এমসি কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩ | Sylhet MC College Admission 2023

সিলেট অঞ্চলে একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য রয়েছে সিলেট এমসি কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩ ( Sylhet MC College Admission 2023 )। যে সকল শিক্ষার্থীরা বিশেষ করে সিলেট অঞ্চলে বসবাস করে কিংবা সিলেটের সেরা কলেজে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য এ আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের অন্যান্য বিভাগের মত এগিয়ে রয়েছে আমাদের এই সিলেট বিভাগ। এ অঞ্চলের জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য স্কুল এবং কলেজ। এ সকল প্রতিষ্ঠানে প্রতিবছর কয়েক লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে থাকে। তবে সকল শিক্ষার্থীর ইচ্ছা থেকে ভালো একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করা। তেমনভাবে সিলেট অঞ্চলের সেরা ১০ টি কলেজের মধ্যে একটি রয়েছে সিলেট এমসি কলেজ।

মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩ | Motijheel Ideal school and college

বিশেষ করে যারা এসএসসি পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য এই কলেজটি অত্যন্ত ভালো হবে। প্রতিবছর এমসি কলেজ থেকে অনেক শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। এছাড়াও এই কলেজের পাশের হার অনেক বেশি। তাই প্রায় অনেক শিক্ষার্থী এই কলেজে ভর্তি হওয়ার জন্য ইচ্ছে পোষণ করে।

সিলেট এমসি কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩ | Sylhet MC College Admission 2023

এমসি কলেজ সিলেটে নির্দিষ্ট আসন সংখ্যা সীমাবদ্ধতা থাকার কারণে এখানে সকল শিক্ষার্থী চাইলে ভর্তি হতে পারেন না। আর এই কলেজে ভর্তি হওয়ার জন্য এসএসসি মেধা তালিকার উপর নির্ভর করে শিক্ষার্থীদেরকে এডমিশন দেয়া হয়ে থাকে। আর ২০১৫ সাল থেকে বাংলাদেশের সকল একাদশ শ্রেণিতে ভর্তি করানো হয় এই মেধাতালিকের উপর নির্ভর করে

মোটকথা যে সকল শিক্ষার্থী এসএসসি পরীক্ষার ফলাফল ভালো হবে তারা অবশ্যই ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। এজন্য যারা ভাল কলেজে পড়তে ইচ্ছুক তারা অবশ্যই এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার চেষ্টা করবেন।

আসুন তাহলে কথা না বাড়িয়ে এখন দেখি সিলেট এমসি কলেজ ভর্তি যোগ্যতা কি সে বিষয় সম্পর্কে। যাতে করে পূর্বে একজন শিক্ষার্থী জানতে পারে এখানে ভর্তি হতে কত পয়েন্ট লাগে এবং কি কি প্রয়োজন হয়।

সিলেট এমসি কলেজ ভর্তি হতে কত পয়েন্ট লাগে?

সিলেটের বিখ্যাত কলেজ গুলোর মধ্যে একটি হচ্ছে এমসি কলেজ সিলেট। এখানে ভর্তি হতে শিক্ষার্থীদেরকে বিভিন্ন পয়েন্ট সম্পন্ন হতে হবে। আসুন দেখে নেই কোন ডিপার্টমেন্টের জন্য কত পয়েন্ট প্রয়োজন।

  • বিজ্ঞান বিভাগ: জিপিএ ৫.
  • বাণিজ্যিক বিভাগ: নাই
  • মানবিক বিভাগ: নাই

সিলেট এমসি কলেজ সংক্রান্ত তথ্য

শুধুমাত্র সিলেট নয় বাংলাদেশের সবচেয়ে পুরাতন কলেজগুলোর তালিকায় রয়েছে এমসি কলেজ। এটি সর্বপ্রথম প্রতিষ্ঠা করা হয়ে ১৮৯২ সালে। এর মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ হাজারের অধিক। ছাত্র ছাত্রীর সংখ্যা দিক থেকে যেমন এই কলেজটি বিশাল ঠিক তেমনভাবেই আয়তনের দিক থেকেও এটি অনেক বড়। সর্বমোট ১২৪ একর জমির উপর নির্মিত এই প্রতিষ্ঠানটি

এখানে উচ্চমাধ্যমিক থেকে শুরু করে অনার্স, মাস্টার্স করার সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে প্রত্যেক ডিপার্টমেন্টের আলাদা আলাদা অনেক বিষয়ের উপর পড়াশোনা। সিলেট এমসি কলেজ ভর্তি যোগ্যতা জানতে এর মধ্যে অনেকেই প্রশ্ন করে যে এখানে হোস্টেল আছে কিনা। হ্যাঁ এখানে দুইটি হোস্টেল রয়েছে একটি ছেলেদের জন্য এবং অপরটি মেয়েদের জন্য। এছাড়াও এর পাশে রয়েছে বড় একটি পুকুর।

এখানে মোট তিনটি বাস রয়েছে। একটি জিয়াউর রহমান এবং অপরটি খালেদা জিয়া উপহার দিয়েছিলেন। আরেকটি শিক্ষার্থীরা তাদের নিচের টাকায় কিনেছিলেন। ( সোর্স: উইকিপিডিয়া ). শিক্ষার্থীদের খাবার চাহিদা পূরণের জন্য এখানে রয়েছে ক্যান্টিনের সুব্যবস্থা।

এম সি কলেজ নিয়ে শিক্ষার্থীদের অনেক প্রশ্ন থাকে ভর্তি হওয়ার পূর্বে এবং ভর্তি হওয়ার পরে। এখন আপনাদের সামনে তুলে ধরবো এমন কিছু প্রশ্নগুলো যা শিক্ষার্থীরা প্রতিনিয়ত প্রশ্ন করে থাকে এবং আপনাদের জানাও দরকার। আসুন তাহলে এই সকল প্রশ্নের উত্তর দেই আমরা খুব সহজে এবং আমরা সবকিছু জেনে নেই।

এমসি কলেজ কত সালে প্রতিষ্ঠা করা হয়?

১৮৯২ সালে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়।

এমসি কলেজ ভর্তি যোগ্যতা কি?

একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদেরকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেতে হবে।

এমসি কলেজ এর পুরো নাম কি?

এমসি কলেজের পুরো নাম হচ্ছে মুরারিচাঁদ কলেজ।

এমসি কলেজ কি সরকারি?

হ্যাঁ, এ কলেজটি একটি সরকারি প্রতিষ্ঠান।

সিলেট এম সি কলেজে কি হোস্টেল রয়েছে?

হ্যাঁ এখানে ছেলে-মেয়ে উভয়ের জন্য হোস্টেলে থাকার ব্যবস্থা রয়েছে।

এমসি কলেজে শিক্ষার্থীদের জন্য বাস রয়েছে?

হ্যাঁ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য এখানে বাসের সুব্যবস্থা রয়েছে।

সিলেট এমসি কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩ & Sylhet MC College Admission 2023 ছাড়াও আরো অন্যান্য কলেজ ভর্তি যোগ্যতা জানতে যেমন ঢাকা কলেজ ভর্তি যোগ্যতা, ‌ ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ ভর্তি যোগ্যতা জানতে আমাদের এডমিশন ক্যাটাগরি দেখুন।

ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩ | Viqarunnisa Noon School & College

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button