এসএসসি ২০২৩ সালের পদার্থবিজ্ঞান শর্ট সিলেবাস (SSC Short Syllabus Physics 2023) নিয়ে আপনি আমাদের এই লেখাটিতে জানতে পারবেন। আপনি যদি বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমাদের আজকের আজকের এই আর্টিকেল টি অনেক গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল। কেননা আমাদের এই আর্টিকেল আপনাদের সাথে পদার্থবিজ্ঞান বা ফিজিক্স এসএসসি পরীক্ষার সিলেবাস শেয়ার করবো। শুধুমাত্র আপনাদের জন্য উপযুক্ত এই সিলেবাস টি তৈরি করেছেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়।
হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা তোমাদের সৃষ্টিকর্তার রহমতে অনেক ভালো রয়েছে। দেশব্যাপী চলতে থাকা করোনা প্যানডেমিক এর কারণে তোমাদের অনেকদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো। যার পরিপ্রেক্ষিতে তোমরা অনেকেই ক্লাশ করতে পারোনি। তোমাদের পড়াশোনা অনেক ব্যাহত হয়েছে। যার জন্য তোমাদের এসএসসি 2023 সালের পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে না। তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু পদার্থবিজ্ঞানই নয় তোমাদের প্রতিটি বিষয়ে অনেকগুলো অধ্যায় কমিয়ে দেওয়া হয়েছে। যাতে তোমরা ভালো করে পরীক্ষা অংশগ্রহণ করতে পারো।
অন্নান্য সাব্জেক্ট এর মত তোমাদের পদার্থ বিজ্ঞান বিষয় এর শর্ট সিলেবাস প্রকাশ করেছে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা। তোমাদের শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায় গুলো রয়েছে সেগুলোর নাম কি এবং কততম অধ্যায় সিলেবাসে রয়েছে সে সকল বিষয়ে তোমাদের পূর্ণ ধারণা দেয়া হবে এই আর্টিকেলে। পাশাপাশি আর্টিকেল শেষে তোমাদেরকে এসএসসি পদার্থ বিজ্ঞান শর্ট সিলেবাস পিডিএফ ডাউনলোড করার লিংক প্রদান করা হবে।
SSC Short Syllabus Physics 2023
SSC Short Syllabus Physics 2023 এ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের যে যে অধ্যায়গুলো রয়েল সেগুলো কততম অধ্যায় এবং সেই অধ্যায়গুলোর নাম নিয়ে সাজিয়ে সুন্দর করে উল্লেখ করা হলোঃ-
১• অধ্যায় ১-> ভৌত রাশি এবং পরিমাপ
২• অধ্যায় ২-> গতি
৩• অধ্যায় ৩-> বল
৪• অধ্যায় ৪-> কাজ, ক্ষমতা ও শক্তি
৫• অধ্যায় ৫-> পদার্থের অবস্থা ও চাপ
৬• অধ্যায় ৭ -> তরঙ্গ ও শব্দ
৭• অধ্যায় ৮ -> আলোর প্রতিফলন
৮• অধ্যায় ১১ -> চল বিদ্যুৎ
এসএসসি সকল গাইড পিডিএফ ডাউনলোড করুন
এসএসসি সকল গাইড পিডিএফ ডাউনলোড করতে ভিজিট করুন: SSC All subjects guide PDF Download
SSC Short Syllabus Physics 2023 PDF Download
ফিজিক্স বা পদার্থবিজ্ঞান বিষয় এর এসএসসি শর্ট ল্যান্ড ২০২৩ আশা করি তোমরা উপরে পেয়ে গিয়েছো। এখন তোমরা যদি SSC Short Syllabus Physics 2023 PDF Download করতে চাও তাহলে নিচের লিংকটিতে ক্লিক করে ডাউনলোড করতে পারো।
• SSC Short Syllabus Physics 2023 PDF Download
SSC Short Syllabus Physics 2023 নিয়ে আমাদের সর্বশেষ কথা
প্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা এই ছিলো এসএসসি শর্ট সিলেবাস পদার্থবিজ্ঞান ২০২৩ নিয়ে আমাদের এই আর্টিকেল। এই লেখাটিতে তোমরা এসএসসি শর্ট সিলেবাস পদার্থবিজ্ঞান ২০২৩ নিয়ে পরিপূর্ণ ধারণা পেয়েছো বলে আশা করছি। পদার্থবিজ্ঞান শর্ট সিলেবাস ২০২৩ নিয়ে তোমাদের কোনো প্রশ্ন কিংবা কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো।