শ্রীলংকা বনাম আফগানিস্তান লাইভ ম্যাচ | Srilanka Vs Afghanistan Live Match

আবারো শুরু হচ্ছে আজ বিকাল ৩ টা ৩০ থেকে শ্রীলংকা বনাম আফগানিস্তান লাইভ ম্যাচ। ক্রিকেটপ্রেমীদের জন্য আমরা Srilanka Vs Afghanistan Live Match আয়োজন করেছি। যে সকল দর্শকরা ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন তারা আমাদের এই আর্টিকেল থেকে লাইভ ম্যাচ গুলো উপভোগ করে নিন।

৩০ শে আগস্ট থেকে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপ জমজমাট ভাবে আয়োজিত হয়ে আসছে। এবারের বিশ্বকাপে দারুন খেলছে প্রত্যেকটি দল। প্রতিটি দলে একে অপরের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। কিন্তু এদিকে নেপাল প্রথম দুই ম্যাচে হেরে ছিটকে পড়েছে এই টুর্নামেন্ট থেকে। অন্যদিকে আজকে আয়োজন করা হয়েছে আফগানিস্তান বনাম শ্রীলংকা। ম্যাচে কে জিতবে কে হারবে তার ওপর নির্ভর করবে বাকি লাইভ খেলার পর।

ইতিপূর্বে এই দুই দলের সাথে খেলেছেন বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচে জয় লাভ করে শ্রীলংকা আবার বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচে জয় লাভ করে বাংলাদেশ। যদি এই ম্যাচে আফগানিস্তান হেরে যায় তাহলে তারা টিম থেকে বাদ পড়বে। আর শ্রীলংকা জিতে গেলে তারা সুপারফোরে পৌঁছে যাবে, শ্রীলংকা বনাম আফগানিস্তান লাইভ ।

আফগানিস্তান বনাম শ্রীলংকা লাইভ স্কোর

আজকে খেলা অনুষ্ঠিত হবে জমজমাট এবং উত্তেজনায় ভরপুর একটি খেলা। এখানে অংশগ্রহণ করছে শক্তিশালী দল দুটি। অপরের বিরুদ্ধে লড়তে থাকবে কারণ আফগানিস্তান হেরে গেলে তারা পরবর্তী দলে অংশগ্রহণ করতে পারবে না। তবে আফগানিস্তানকে সবচেয়ে বেশি এটা স্কোর নিয়ে জিততে হবে এই খেলাতে। তাই আজকে আমরা নিয়ে এসেছি শ্রীলংকা বনাম আফগানিস্তান লাইভ ম্যাচ সম্পর্কে।

এই খেলা দেখার জন্য বাংলাদেশের অনেক দর্শকরাও করতেছে। কারণ এই দুইটি দলের সাথেই বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে একই সাথে জিতেছে এবং অন্যটির সাথে হেরে গিয়েছে। গতকাল ভারত এবং নেপালের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে খেলা স্থগিত করে দেওয়া হয়। সে অনুসারে রান স্কোর ভাগ করে দেওয়া হয়। নেপাল তুলনামূলকভাবে অনেক ভালো খেলেছে ভারতের বিপক্ষে।

আজ অনুষ্ঠিত ম্যাচটিও হবে তুলনামূলকভাবে অনেক হাড্ডাহাটি এবং উত্তেজনাময়। এখন থেকে অধীর আগ্রহে বসে আছে ক্রিকেটপ্রেমী দর্শকরা। এখন আমরা দেখব কিভাবে এই লাইভ ম্যাচটি উপভোগ করবেন।

শ্রীলংকা বনাম আফগানিস্তান লাইভ ম্যাচ

আপনারা চাইলে কয়েকটি পদ্ধতিতে এই লাইভ ম্যাচ উপভোগ করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে নাগরিক টিভি এবং জি টিভির মাধ্যমে এই লাইভ ম্যাচ উপভোগ করতে পারবেন। মোবাইল অ্যাপের মাধ্যমে দেখতে চান তাহলে অবশ্যই মাই জিপি ব্যবহার করে দেখতে পারেন।

যদি তবুও লাইভ স্কোর গুলো দেখতে না পারেন তাহলে আমাদের এই আর্টিকেলটি পড়ে আপনারা সরাসরি লাইভ স্কোর গুলো দেখতে পারবেন। প্রত্যেক মিনিটে এবং ওভারে সকল ধরনের ক্রিকেট খেলার লাইভ স্কোর গুলো দেখানো হয়ে থাকে। নিচে থেকে দেখে নিন এশিয়া কাপ আজকের ক্রিকেট লাইভ।

Srilanka Vs Afghanistan Live Match

Afghanistan 189/(37.4)

Srilanka 291/8 (50) ( Win )

এশিয়া কাপ শ্রীলংকা টিম স্কোয়াড

এবার যে খেলোয়াররা শ্রীলংকার পক্ষ থেকে ক্রিকেট খেলবে তারা সবাই দক্ষ খেলোয়ার এবং অভিজ্ঞতা সম্পন্ন। এই দক্ষ খেলোয়াড়দের দ্বারা হারিয়েছিল বাংলাদেশ শক্তিশালী ক্রিকেট টিমকে। দেখি নেই এই টিমে কারা কারা খেলবে এবারের মাঠে।

  • চারিথ আসালাঙ্কা
  • নুয়ান থুশারা
  • লাহিরু মাদুশঙ্কা
  • ওয়ানিন্দু হাসরাঙ্গা
  • দাসুন শানাকা (সি)
  • চমিকা করুনারত্নে
  • দুষ্মন্ত চামেরা
  • কাসুন রাজিথা
  • মাথিশা পাথিরানা
  • মহেশ থেকশান
  • পথুম নিসাঙ্কা
  • দানুশকা গুনাথিলাকা
  • কুসল মেন্ডিস
  • ভানুকা রাজাপাকসে
  • নুওয়ানিদু ফার্নান্দো

এশিয়া কাপ আফগানিস্তান টীম স্কোয়াড

শ্রীলংকা বনাম আফগানিস্তান লাইভ ম্যাচ দেখার সময় অনেকে জানতে চায় এদের টিম স্কোয়াড সম্পর্কে। কোন খেলোয়ার কেমন খেলতেছে সেটির সঙ্গে সঙ্গে নাম জানতে চায়। এই তালিকা নিয়ে হাজির হয়েছে আজকে আমরা।

  • হসমতুল্লা শাহিদি,
  • মহম্মদ সালিম সফি,
  • ফজলহক ফারুকি
  • রহমানুল্লা গুরবাজ,
  • ইকরাম আলিখিল,
  • আব্দুল রহমান,
  • শারাফুদ্দিন আশরফ,
  • মুজিব উর রহমান,
  • রহমত শাহ,
  • ইব্রাহিম জাদরান,
  • গুলবদিন নায়েব,
  • রশিদ খান,
  • নাজিবুল্লা জাদরান,
  • মহম্মদ নবি,
  • করিম জানাত,
  • নুর আহমেদ,
  • রিয়াজ হাসান,

শ্রীলংকা বনাম আফগানিস্তান লাইভ ম্যাচ দেখার পাশাপাশি আরো অন্যান্য খেলার লাইভ তথ্যগুলো জানতে আমাদের হোম পেজ দেখুন। শিক্ষা খবর ক্যাটাগরি থেকে শুরু করে সকল ক্যাটাগরির পাবেন।

Also See: এশিয়া কাপ লাইভ দেখার নিয়ম

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button