সমাজবিজ্ঞান ১ম পত্র সাজেশন ডিগ্রি ১ম বর্ষ ২০২৩ | Sociology 1st Paper Suggestions Degree First Year

সমাজবিজ্ঞান ১ম পত্র সাজেশন ডিগ্রি ১ম বর্ষ: সমাজ বিজ্ঞান প্রথম পত্রের সাজেশন: যারা ডিগ্ৰী Student তাদের জন্য এই সাজেশন টি পোস্ট করলাম যাতে অতি সহজেই হাতের কাছেই সাজেশন বা পরীক্ষার প্রস্তুতি নিতে সহজ হয়‌।সমাজ বিজ্ঞান বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা সমাজের সার্বিক বিষয়ে এই বিজ্ঞান ,আমারা সামাজেই বসবাস করি এবং সৃষ্টির সেরা আমরাই ।

সমাজবিজ্ঞান ১ম পত্র সাজেশন ডিগ্রি ১ম বর্ষ

সমাজবিজ্ঞানের ফাইনাল সাজেশন বা সিলেবাস আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি গুরুত্বের সহিত খেয়াল করবেন।

সমাজবিজ্ঞান পরিচিত বা Introducing Sociology:

সমাজবিজ্ঞানের পরিচিতর মধ্যে রয়েছে ,

  • সমাজবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি পরিধি বা আওতা ,সমিজবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক।
  • সমাজ বিজ্ঞানের উন্নয়ন : সমাজবিজ্ঞানের উন্নয়নে অগাস্ট কোঁৎ,হার্বাট স্পেনসার,এমিল ডুরখেইম,ম্যাক্সওয়েবার, কার্ল মার্কস এর অবদান।
  • সমাজ বিজ্ঞানের পদ্ধতি ও পরিমাপসমূহ বা Methods & Measures in Sociology: বৈজ্ঞানিক পদ্ধতি,পরীক্ষন পদ্ধতি ,জরিপ পদ্ধতি, অংশগ্রহণ মূলক পর্যবেক্ষণ পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি,ও অংশগ্রহণ মূলক কৌশল।
  • সংস্কৃতি বিশ্বাস ও মূল্যবোধ বা Culture , Beliefs & Values: আর্দশ , অনুমোদন , সামাজিক সাংস্কৃতি,প্রতিক,ভাষা,উপসংস্কৃতি, বিরোধী সংস্কৃতি, সাংস্কৃতির আধিপত্যা আগ্ৰাসন ও প্রতিরোধ।
  • সামাজিক মিথস্ক্রিয়া ও সামাজিক কাঠামো, Social Interaction & Social Structure: সামাজিকীকরণ, সামাজিকীকরণের মধ্যমসমূহ, সামাজিকীকরণের জীবনচক্র, সামাজিক মিথস্ত্রিয়া,পারস্পরিক বিনিময়,মর্যাদা , ভূমিকা,গোষ্টি ,দল,দলের প্রকারভেদ ও শ্রেনীবিভাগ।
  • সামাজিক প্রতিষ্ঠানসমূহ বা Social Institution: প্রতিষ্ঠানসমূহের সংজ্ঞা, প্রকৃতি ও ভূমিকা, বিবাহ ও পরিবার, অর্থনৈতিক প্রতিষ্টান, রাজনৈতিক প্রতিষ্টান , শিক্ষা , আমলাতন্ত্র ও সম্পত্তি।
  • সামাজিক স্তরবিন্যাস ও গতিশীলতা / সচলতা বা Social Stratification & Mobility: স্তরবিন্যাসে সংজ্ঞা ,অর্থ ,দাসপ্রথা,জাতি,বর্ণ ,শ্রেনী , ভূমিকা,ও মর্যাদা,বয়স , লিঙ্গ,, সামাজিক গতিশীলতা ও সচলতা , গতিশীলতার প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ।
  • বিচ্যুতি ও সামাজিক নিয়ন্ত্রন বা Deviance & Social Control: বিচ্যুতির সংজ্ঞা,বিচ্যুতির তত্ত্ব মতবাদসমূহ, অপরাধ ও বিচার ব্যবস্থা , সামাজিক নিয়ন্ত্রনের বাহন ও উপাদান সমূহ।
  • বাংলাদেশের সামাজিক সমস্যা সমূহ বা Social Problem of Bangladesh: দারিদ্র্য, বেকারত্ব, পতিতাবৃত্তি,এইচআইভি, এইডস, জনসংখ্যা সমস্যা,দুর্ণীতি, প্রাকৃতিক দুর্যোগ,নারীর বিরুদ্ধে সহিংসতা, শিশু পাচার ও পর্ণোগ্রাফি।
  • বিভিন্ন ধরনের মতবাদসমূহ বা Different types of Societies: শিকার ও সংগ্ৰহ সমাজ,উদ্যান কৃষি,চাষ সমাজ,ক‌ষি সমাজ,ও শিল্প সমাজ,আদিম সাম্যবাদ,দাস সমাজ,সামন্তবাদ , পুঁজিবাদ, সমাজতন্ত্র, এবং সাম্যবাদ।
  • সামাজিক পরিবর্তন বা Social Change: সামাজিক পরিবর্তনের সংজ্ঞা ও কারনসমূহ,সাম্প্রতিক কারন সমূহ,বিশ্বায়ন এবং এর প্রভাব।

সমাজবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নাবলী অবশ্যই 90% কমন‌পাবেন।

  • সমাজ বিজ্ঞানের জনক কে?
  • Sociology শব্দটি কে প্রথমে ব্যবহার করেন?
  • কত সালে অগাস্ট কোঁৎ Sociology শব্দটি স্মরন করেন?
  • Sociology শব্দটি কোন দুটি শব্দের সমাহার এবং কোন দেশীয় শব্দ?
  • Socious শব্দটি কোন ভাষার শব্দ?
  • সমাজবিজ্ঞান কত সালে প্রতিষ্ঠিত হয়?
  • ক্রিয়াবাদের জনক কে?
  • দুজন ক্রিয়াবাদী সমাজবিজ্ঞানীর নাম লিখ?
  • ‘ সমাজবিজ্ঞান হচ্ছে প্রতিষ্টানের বিজ্ঞান উক্তিটি কে প্রদান করেছেন?
  • অগাস্ট কোঁৎ সমাজবিজ্ঞাকে কোন দুটি ভাগে বিভক্ত করেন?
  • দৃষ্টবাদের প্রবক্তা কে?
  • ‘সমাজ বিজ্ঞান একমাত্র বিজ্ঞান তা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে ‘ উক্তিটি কার?
  • সামাজিক বিবর্তন তত্ত্ব কে দিয়েছেন?
  • যান্ত্রিক সংহতি কি?
  • দুজন জার্মান সমাজবিজ্ঞানীর নাম লেখ?
  • Das capital গ্ৰহ্নটি কার ?
  • The Social Order গ্ৰহ্নটি কার?
  • বিজ্ঞান কি?
  • সামগ্ৰিকভাবে বিজ্ঞান বলতে কি বুঝায়?
  • সাংস্কৃতিক ব্যাবধান‌ তত্ত্বের প্রবক্তা কে?
  • সংস্কৃতির উপাদান সমূহ কি?
  • আমরা যা তা সংস্কৃতি উক্তিটি কে দিয়েছন?

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ফাইনাল সাজেশন ডিগ্রি ১ম বর্ষ ২০২৩

এই ছিল সমাজবিজ্ঞান প্রথম পত্রের সংক্ষিপ্ত প্রশ্নের কয়েকটি তারপর ও সবগুলো পাঠ ভালো করে বিষয় বুঝে বুঝে পড়লে যেকোন প্রশ্নের উত্তর দিতে পারেন।

সমাজ বিজ্ঞান প্রথম পত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন:

  • সামাজিক ইতিহাসের সাথে সমাজ বিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর?
  • মধ্য প্রস্তর যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা কর?
  • নব্য প্রস্তর যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য আলোচনা কর?
  • মিশর কে নীল নদের‌ দান বলা হয় কেন ব্যাখা করে?
  • সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর?
  • গ্ৰিক সভ্যতার সংক্ষিপ্ত বর্ণনা দিও?
  • সমাজ জীবনে শিল্পায়নের ইতিবাচক দিকগুলো আলোচনা কর?
  • মিশরকে নীল নদের দান বলা হয় কেন ব্যাখা কর?
  • ভারতীয় উপমহাদেশে পুঁজিবাদ বিকাশের পথে অন্তরায় সমূহ আলোচনা কর?
  • নৃবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর?
  • পরিবারের কার্যাবলী আলোচনা কর?
  • মর্গান এর মতানুযায়ী পরিবারের বির্বতন আলোচনা কর?
  • রাষ্ট্রের পরিবর্তন সম্পর্কে দুই এর মতবাদ পর্যালোচনা করে?
  • ধর্ম ও যাদুবিদ্যার সাথে পার্থক্য আলোচনা কর?
  • মহাস্থানগড় ও পাহাড়পুর আবিষ্কৃত প্রধান প্রধান নির্দশনগুলো আলোচনা কর?

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের সমাজ বিজ্ঞান প্রথম পত্রের সাজেশন আপনারা অত্যন্ত গুরুত্বের সহিত পড়লে অবশ্যই পরীক্ষা ভালো হবে ভালো রেজাল্ট করতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি আবেদন করার নিয়ম | ডিগ্রি ভর্তি ২০২৩

ডিগ্রী রেজাল্ট দেখার নিয়ম:  Degree Results 2023

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button