জাতীয়করনের দাবিতে শিক্ষকদের ধর্মঘট: আসসালামুয়ালাইকুম সুপ্রিয় পাঠক আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম খুবই মূল্যবান একটি বিষয় যে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের দাবিতে ধর্মঘট এ নিয়ে। সত্যি বলতে শিক্ষকরাই জাতির একটি বড় মূল্যবান অংশ শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম জাতি তার উন্নতির শিখরে অবস্থান করতে প্রেরনা পায় ।
জাতীয়করনের দাবিতে শিক্ষকদের ধর্মঘট:
বাংলাদেশ শিক্ষক সমিতি এ ধর্মঘটের ডাক দেন এর ধারাবাহিকতায় ১১ জুন থেকে আজ ১৩ জুন পর্যন্ত চট্রগ্রামের প্রায় ১৩ শ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবিতে চট্রগ্রামের ১৩ শ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস তথা পাঠদান বন্ধ হয়েছে বন্ধ রাখা হয়েছে ৮ম ও নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা ,দশম শ্রেনীর প্রাক নির্বাচনী পরীক্ষা ,ষষ্ট ও সপ্তম শ্রেনীর মূল্যায়ন পরীক্ষা ।
জাতীয়করনের দাবিতে শিক্ষকদের ধর্মঘট ২০২৩:
জাতীয়করনের জন্য দীর্ঘ দিন ধরে চড়াই উৎরাই পেরিয়ে আন্দোলন করে যাচ্ছেন আমাদের শিক্ষকরা বাংলাদেশ শিক্ষা সমিতির চট্রগ্রাম অঞ্চলের যুগ্ম সম্পাদক শিমুল কান্তি মহাজন বলেন বাংলাদেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে এমপিও ভুক্ত শিক্ষকদের দারা কিন্তু একটা বিষয় দেখেন সরকারি শিক্ষক কর্মচারীদের যেমন পাঠদান দিতে হয় যতটুকু সময় ঠিক ততটুকু সময় একজন এমপি ভুক্ত শিক্ষক ও দেন সমান সমান কর্মঘন্টা কর্মবিরতি তবে বেতন ভাতায় এত বৈষম্য ।
- একজন এমপি ভুক্ত শিক্ষকের বাসা ভাড়া ১০০০ টাকা
- চিকিৎসা ভাতা …… ৫০০ টাকা
- শিক্ষা ভাতা …..৫০০ টাকা
ভেবে দেখুন কিভাবে সম্ভব ১০০০ টাকা বাসা ভাড়া কিভাবে সম্ভব ৫০০ টাকা চিকিৎসা ভাতা আপনি যদি একজন ডাক্তার দেখান ৫০০ টাকা বিজিট ও হয়না এখনকার সময়ে কিভাবে একজন এমপি ভুক্ত শিক্ষক চিকিৎসা সেবা পাবেন কিভাবে উনার জীবন এত সুন্দর হবে অথচ একজন শিক্ষক নিজের সন্তানের মতো একটি শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করেন ।
একজন এমপিও ভুক্ত শিক্ষকের উৎসব ভাতা ২০% সামনে কুরবানী ঈদ কিভাবে একজন শিক্ষক 20% উৎসব ভাতা দিয়ে উনার একটা পরিবার চালাবেন । এই সব কথা ভেবে এমপিও ভুক্ত শিক্ষকদের ধর্মঘট তারপর ও তিনদিনের ধর্মঘটের সময় কমিয়ে এনেছেন কেবলমাত্র শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ।
সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পাচ্ছে এমপিও ভুক্ত শিক্ষকদের কি বেতন বৃদ্ধি পাচ্ছে?
সরকারি কর্মচারীরা যতটুকু সময় দেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে তেমনি এমপিও ভুক্ত শিক্ষকদের ও ততটুকু দিতে হয় সুতরাং আমরা ও চাই সরকারি চাকরিজীবীদের মতন এমপিও ভুক্ত শিক্ষকদের ও বেতন বৃদ্ধি হোক এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন হোক আমাদের ব্লগের পক্ষ থেকে ও রইল শুভ কামনা সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন হোক এবং সকল শিক্ষকদের সমস্যার সকল সমাধান হোক এই কামনা কোন ভুল থাকলে কমেন্টে জানাবেন।
আমাদের ব্লগে ইতোমধ্যে অনেক বিষয়ের উপর শেয়ার রয়েছে যেমন: