এবারের মত আজকে আমরা নিয়ে এসেছি অনার্স ৩য় বর্ষ বিজ্ঞান ও প্রসার সাজেশন ২০২৩ ( Science and Extension Suggestion ) নিয়ে। যার বিষয় কোড হচ্ছে ২৩২৩০৯। এই বইটি মূলত হচ্ছে যারা অনাস তৃতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য। পরীক্ষার্থীরা অবশ্যই আমাদের এই সাজেশনটি করে নিবেন যাতে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন।
বিজ্ঞান ও প্রসার সাজেশন রয়েছে বিভিন্ন ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে সকল তথ্যগুলো। যার মাধ্যমে একজন শিক্ষার্থী বিজ্ঞান প্রযুক্তি এবং ব্যবসা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবে। যারা তৃতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করবে শুধুমাত্র তারা নয় বরং সবাই এই বইটি পড়ে নিতে পারেন। তাহলে এ বই পড়ে তাদের অনেক জ্ঞান অর্জন হবে এবং পাশাপাশি তারা বাস্তব জীবনে তা প্রয়োগ করার সুযোগ পাবে।
অনার্স ৪র্থ বর্ষ ব্যাংক ব্যবস্থাপনা সাজেশন | Bank Management suggestion
আর যে সকল শিক্ষার্থীরা এই ডিপার্টমেন্টে পড়ে তাদের তো অবশ্যই ভালো করে পড়তে হবে। আমাদের এই সাজেশনটি পড়লে তাদের পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। কারণ প্রতি বছর আমাদের এই ধরনের সাজেশন থেকে প্রায় ৮০ শতাংশ নম্বর পরীক্ষায় এসে থাকে।তাই আর দেরি না করে এখনই আমাদের সাজেশনটি পড়েন আর আপনার পরীক্ষার প্রিপারেশন আরো এক ধাপ এগিয়ে নিয়ে যান। আশা করি ভালো ফলাফলের জন্য অবশ্যই আমাদের এই সাজেশনটি পড়ে নিবেন।
অনার্স ৩য় বর্ষ বিজ্ঞান ও প্রসার সাজেশন ২০২৩ | Science and Extension Suggestion
ক বিভাগ বিজ্ঞান ও প্রসার সাজেশন
- সূচকের সূত্রটি লিখুন।
- সাতটি সি এর অর্থ লিখুন।
- জনসংখ্যা কাকে বলে?
- প্রচার বলতে কি বুঝেন?
- প্রিমিয়াম কি?
- ই-কমার্স কাকে বলা হয়?
- অনলাইন বিজ্ঞাপন বলতে কি বোঝেন?
- প্রত্যক্ষ বাজারজাতকরণের সংজ্ঞা প্রদান করুন।
- অনলাইন বাজারজাতকরণ কাকে বলা হয়?
- প্রত্যক্ষ বাজারজাতকরণ সম্পর্কে লিখুন।
- Damager কাকে বলা হয়?
- পে আউট পরিকল্পনা পদ্ধতি বলতে কি বুঝেন?
- মনগড়া পদ্ধতি কাকে বলে?
- যোগাযোগ উদ্দেশ্যে বলতে কি বুঝেন?
- যোগাযোগ উদ্দেশ্য কাকে বলা হয়?
- সমন্মিত বাজারজাতকরণ কাকে বলে?
- বাজারজাত করন যোগাযোগ কাকে বলে?
- গুণগত নিরীক্ষা কাকে বলা হয়?
- পণ্য কি?
- ভৌগোলিক বিভক্তি করন বলতে কি বোঝানো হয়?
- অভীষ্ট বাজার কি?
- সুযোগ বিশ্লেষণ কাকে বলে?
- ব্যক্তি ক্রয় কি?
- বিজ্ঞাপন কি?
- প্রসার বলতে কি বোঝানো হয়?
- বাজারজাতকরণ মিশ্রণ কাকে বলে?
- বাজারজাতকরণ কি?
অনার্স ৩য় বর্ষ বিজ্ঞান ও প্রসার সাজেশন ২০২৩ তৃতীয় বর্ষের শিক্ষার্থীর জন্য বেশ গুরুত্বপূর্ণ। আর আমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের দ্বারা। যাদের এই বিষয়ের পাঠদানের অভিজ্ঞতা রয়েছে বেশ কয়েক বছর। আর এছাড়াও রয়েছে বিগত সালের সকল প্রশ্নগুলো। যা একজন শিক্ষার্থী প্রশ্ন ব্যাংক আকারে পড়তে পারে।
প্রত্যেক অধ্যায় থেকে কমন কমন প্রশ্নগুলো নেয়ার কারণে যারা কমে যাবে শিক্ষার্থী এবং নির্দিষ্ট সময় সিলেবাস শেষ করতে পারে না। তারা এটি শর্ট সিলেবাস আকারে পড়ে নিতে পারে। তারা শুধুমাত্র পাশ নম্বর নয় বরং পরীক্ষায় আরো ভালো ফলাফল করতে পারবে আমাদের এই শর্ট সিলেবাসটি পড়ে। তাই এখন পর্যন্ত যারা সিলেবাস শেষ করতে পারে নি তারা আমাদের এই সাজেশন পড়ে নিন এবং দ্রুত আপনার প্রিপারেশনকে অন্যদের তুলনায় আরো একধাপ এগিয়ে নিয়ে যান।
খ বিভাগ বিজ্ঞান ও প্রসার সাজেশন
- বিক্রয়ের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ বর্ণনা করুন।
- বিজ্ঞাপন এবং প্রচারের মধ্যে পার্থক্য লিখুন।
- কর্পোরেট বিজ্ঞান কেন এত বিতর্কিত?
- দ্রুত বিক্রয়ের প্রসার বিতরণ গুলো বর্ণনা করুন।
- প্রত্যেক্ষ বাজারজাতকরণ এর উদ্দেশ্যসমূহ লিখুন।
- বিক্রয় প্রসারের কার্যকারিতা পরিমাপের নিয়ম লিখুন।
- DAGMAR মডেলের উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য গুলো লিখুন।
- DAGMAR মডেলের ব্যবহারের সুবিধা লিখুন।
- প্রমোশন বাজেট এর সংজ্ঞা দিন।
- বাজেট বরাদ্দাকরণের বিবেচ্য বিষয় গুলো বর্ণনা করুন।
- এজেন্সি গুলো কিভাবে গ্রাহক অর্জন করতে থাকে?
- সমন্বিত অডিয়েন্সের স্তর গুলো লিখুন।
- বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব বর্ণনা করুন।
- বিজ্ঞাপন অপচয় কাকে বলে?
- বিজ্ঞাপনের কারণে মানুষ অপ্রয়োজনীয় পণ্য ক্রয় করছে। আলোচনাটি মূল্যায়ন করুন।
গ বিভাগ বিজ্ঞান ও প্রসার সাজেশন
- ব্যক্তিগত বিক্রয়ের সুবিধা এবং অসুবিধা আলোচনা করুন।
- আপনি কিভাবে ব্যক্তি বিক্রয়ের কার্যকারিতা পরিমাপ করবেন?
- প্রত্যাশিত ক্রেতা অন্বেষণের কৌশল গুলো আলোচনা করুন।
- বিক্রয় প্রসারের কৌশল আলোচনা করুন।
- অনলাইন বাজারজাতকরণের প্রতিশ্রুতি এবং চ্যালেঞ্জগুলো আলোচনা করুন।
- প্রত্যক্ষ বাজারজাতকরণের প্রবৃদ্ধি আলোচনা করুন।
- জনসংখ্যার কৌশল এবং হাতিয়ার আলোচনা করুন।
- প্রত্যেক্ষ বিপণনের কৌশল গুলো লিখুন।
- প্রমোশন বাজেট নির্ধারণের ক্ষেত্রে টপ ডাউন পদ্ধতি আলোচনা করুন।
- বাজারজাতকরণের মৌলিক যোগাযোগের মডেল বর্ণনা করুন।
- বাজার যোগাযোগের হাতিয়ারসমূহ ব্যাখ্যা করুন।
- প্রমোশন বাজেটের নির্ধারণ এবং পদ্ধতি গুলো কি কি?
- বিজ্ঞাপন এজেন্সি কত প্রকার এবং কি কি?
- বিজ্ঞাপন গুরুত্ব আলোচনা করুন।
- প্রসার মিশ্রণ কাকে বলা হয়?
- প্রসার মিশ্রণের প্রধান হাতিয়ার সমূহ সম্পর্কে আলোচনা করুন।
- পণ্যের জীবন চক্র এর বিভিন্ন স্তর প্রসার কৌশল আলোচনা করুন।
- ব্র্যান্ড প্রতিষ্ঠা হাতিয়ারগুলো দেখান।
অনার্স ৩য় বর্ষ বিজ্ঞান ও প্রসার সাজেশন ২০২৩ ( Science and Extension Suggestion ) ব্যতীত সকল শ্রেণীর বই পিডিএফ আকারে পেতে এবং সকল সাজেশন পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সকল বই পিডিএফ আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।
অনার্স ৪র্থ বর্ষ অনুবাদের চিরাগত সাহিত্য সাজেশন ২০২৩। The classics of translation suggestion