সরকারি চাকরিজীবীদের প্রণোদনার পর নতুন সুখবর আসছে। সরকারি চাকরিজীবীদের জন্য সরকার প্রণোদনা দিচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবন অতিষ্ঠ এমতাবস্থায় সরকার চাকরিজীবিদের প্রণোদনা দিতে যাচ্ছে জুলাই মাস থেকে। প্রণোদনার পাশাপাশি আসছে আরেকটি নতুন সুখবর ।আমার এই পোস্টটির মাধ্যমে বিস্তারিত আপনারা জানতে পারবেন।
সরকারি চাকরিজীবীদের প্রণোদনার পাশাপাশি নতুন সুখবর :
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি , বর্তমান বাজার দর ইত্যাদি কারণে সরকার চাকরিজীবিদের জন্য ৫ শতাংশ প্রণোদনা দিতে যাচ্ছেন এবং সকল চাকরিজীবীরা আগামী ১ লাখ জুলাই উনাদের বেতনের সাথে সাথে এই আর্থিক প্রণোদনা পাবেন। প্রণোদনার পাশাপাশি সরকার সরকারি চাকরিজীবীদের বিশেষ খবর দিয়েছেন তা নিম্মরূপ:
- সরকারি চাকরিজীবীদের প্রণোদনা দেয়ার পর তাদের আর ও কর ছাড়ের সুবিধা দিল এবং প্রজ্ঞাপণে কর ছাড়ের পরিধি বাড়ল।
- জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানিয়েছে সরকারি চাকরিজীবীদের মুল বেতন ও বোনাস ছাড়া আর যা পান তার উপর আর আয়কর দিতে হবে না । এ ঘোষণা একটি প্রজ্ঞাপনে জারি করা হয়েছে ।
- সরকারি চাকরিজীবীরা এতদিন যেসব খাতে কর ছাড় পেতেন সেগুলো হচ্ছে বাড়ি ভাড়ায় মূল বেতনের ৫০ শতাংশ অথবা তিন লাখ টাকা হলে তাতে কর দিতে হত না ।
- চিকিৎসা ভাতার ক্ষেত্রে ও মূল বেতনের ১০ শতাংশ অথবা ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত কর নেই।
- এছাড়াও সরকারি চাকরিজীবীদের করমুক্ত ভাতা গুলোর তালিকায় আরও রয়েছে বৈশাখী ভাতা , শিক্ষা সহায়ক ভাতা , দায়িত্ব ভাতা ,পাহাড়ি ভাতা , ধোলাই ভাতা , টিফিন ভাতা , শ্রান্তি বিনোদন ভাতা ও টি এ ,ডিএ । সরকারি চাকরিজীবীদের প্রণোদনার পাশাপাশি সুখবর ছিল এই যে , নতুন আইনে বলা হয়েছে তা হলো :
- বাড়ি ভাড়ার ক্ষেত্রে বলা হয়েছে নতুন আইনে যে এক তৃতীয়াংশ বা সাড়ে চার লাখ টাকার মধ্যে যেটি কম ,সেই পরিমাণ অর্থ ভাতা হিসেবে কর ছাড় পাবে ।
Also Read: Primary Teacher Exam MCQ Model Test
সরকারি চাকরিজীবীদের প্রণোদনার পর এই নতুন সুখবর টি আমি আজ সবার জানার স্বার্থে পোষ্ট করলাম । সরকারি চাকরিজীবীদের জন্য ও এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সরকার বিশেষ প্রণোদনা দিতে যাচ্ছেন কেননা বর্তমানে যে মুদ্রাস্ফীতি তার সাথে সামঞ্জস্য রেখে সরকার ৫ শতাংশ আর্থিক প্রণোদনা দিবেন সকল চাকরিরজীবিদের ও এই প্রণোদনা পাবেন আগামী জুলাই মাস থেকে । যদি পোষ্ট টি তে কোনরকম ভুল থাকে তাহলে কমেন্টে জানাবেন।
Also Read: ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি আগষ্ট মাসের ৩ তারিখ ২০২৩