প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি | Primary Teacher Exam MCQ Model Test

চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আজকের বাংলা বিষয়ের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিচে উল্লেখ করলাম । এড়িয়ে যাবেন না খুবই মনোযোগ সহকারে পড়বেন কেননা সামনের আগষ্ট মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এছাড়াও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে হচ্ছে তাই অবহেলা না করে সবগুলো MCQ পড়বেন ।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি MCQ:

বিসিএস পরীক্ষা , শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা , সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এছাড়াও আরো অন্যান্য চাকরির পরীক্ষায় কিন্তু বাংলা বিষয়ের উপর প্রশ্ন থাকে।

বাংলা বিষয়ের উপর প্রশ্ন এবং উত্তর । বাংলা সাহিত্যের উপর বাংলা ব্যাকরণ এর প্রচুর প্রশ্ন আসে নিয়োগ পরীক্ষায়।

  • উগ্ৰ এর বিপরীত শব্দ …………সৌম্য ।
  • বাংলা উপসর্গ এর সংখ্যা ……21 টি ।
  • বাংলা ভাষায় উপসর্গ ……তিন ধরনের ।
  • তৎসম উপসর্গ ……..20 টি ।
  • ফারসি উপসর্গ ………10টি ।
  • আরবি …….4 টি ।
  • ইংরেজি ……4 টি ।
  • ঋজু শব্দের অর্থ ……………… বাঁকা।
  • দুৎলোক শব্দের অর্থ ……. আকাশ ।
  • লোভ হতে পাপ পাপ হতে মৃত্যু এটি ……অপাদান কারক ।
  • সমাস নির্ণয় করুন ….. বে আইনি …….=নঞ সমাস ।
  • কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন ….. দাড়ি ।
  • বাক্যের পরিসমাপ্তি বুঝাতে দাড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করা হয় ।
  • একাদশে বৃহস্পতি অর্থ…… সুসময় ।
  • ব্যাক্তিগত পত্রে কতটি অংশ থাকে ….……ছয়টি ।
  • পত্র শব্দের অর্থ …… চিহ্ন বা স্মারক ।
  • কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি …… ধূমকেতু ।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হবে প্রথম ধাপের পরীক্ষা হবে আগষ্ট মাসের মাঝামাঝি তাই প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বেশি দিন সময় নেই অযথা সময় নষ্ট না করে এই সব ছোট ছোট পোষ্ট গুলো পড়ুন দেখবেন আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে ।

  • বাংলা গদ্যের জনক ……, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
  • রবীন্দ্রনাথ ঠাকুর ……. ছোটগল্পের জনক।
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ……বাংলা উপন্যাসের জনক ।
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ……..বাংলা গদ্যের জনক।
  • ঘরের শক্র বিভীষণ- ………যে গৃহ বিবাদ করে ।
  • টীকা ভাষ্য অর্থ ……ব্যাখা বিশ্লেষণ ।
  • ড ., মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব …….গৌড়িয় প্রাকৃত থেকে।
  • ড . সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর মতে বাংলা ভাষার জন্ম হয়েছে ….. মাগধী প্রাকৃত থেকে ।
  • শুদ্ধ শব্দ কোনটি ……বৈয়াকরনিক।
  • কোনটি সূর্য এর সমার্থক শব্দ নয় …..অর্ণব ।
  • কিয়ৎক্ষণ শব্দের অর্থ …………. কিছুক্ষণ।
  • কোন বাক্যটি গুরুচন্ডালী দোষমুক্ত ……..সে এখন স্কুলে যাবে ।
  • গঠন অনুসারে শব্দ কয় প্রকার ……দুই প্রকার ।

Also Read: ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি আগষ্ট মাসের ৩ তারিখ ২০২৩

মনে রাখবেন গঠন অনুসারে শব্দ দুই প্রকার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি নিয়োগ পরীক্ষায় আসে ।

অর্থ অনুসারে শব্দ তিন প্রকার যথা : যৌগিক শব্দ ,রূড় বা রূড়ি শব্দ ,যোগরূঢ় শব্দ ।উৎপক্তি অনুসারে শব্দ পাঁচ প্রকার যথা : তৎসম শব্দ ,অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ,দেশী ও বিদেশী শব্দ ।

  • বাংলা গদ্যের প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন কে …… ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
  • কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয় ……. কোলন ।
  • রাবনের চিতা ………. চির অশান্তি।
  • নিচের কোন বানান টি শব্দ …. আবিষ্কার।
  • বীণাপানি কোন সমাস …….. বহুব্রীহি সমাস।
  • শর্বরী শব্দের সমার্থক শব্দ কোনটি…….. রাত্রি ।
  • ‘ নদের চাঁদ ‘ বাগধারাটি যে অর্থ প্রকাশ করে…….. সুন্দর ব্যাক্তি অথচ অপআদর্থ ।
  • অব্যয়ীভাব সমাসে ‘ অব্যয় পদের অর্থ ‘ প্রধান থাকে ।
  • চলিত ভাষায় নিচের কোনটির রূপ সংক্ষিপ্ত হয় …… অনুসর্গ।
  • তৎপুরুষ সমাসে নিচের কোন পদ প্রধান……..পরপদ।
  • প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি …….. প্রশ্নচিহৃ ।
  • সাধুভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে ….. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

যেকোন নিয়োগ পরীক্ষায় আস্তে পারে প্রশ্নোউত্তর গুলো খুবই গুরুত্বের সাথে পড়বেন এই সব ছোট ছোট পোষ্ট কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন এছাড়া ও শুয়ে শুয়ে ও পড়তে পারেন। বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ থেকে আমি এগুলো দিলাম কেননা ঘুরে ফিরে এই সব প্রশ্ন আসে নিয়োগ পরীক্ষায় এছাড়াও আমাদের ব্লগে সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াদি ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে অনেক পোষ্ট রয়েছে আপনাদের জন্য ।আপনাদের কাজে সফলতা আসবে যদি লেগে থাকুন এই সব MCQ এর পেছনে । চাকরি প্রত্যাশী সবার জন্য শুভ কামনা রইল।

শিক্ষক নিয়োগ পরীক্ষার স্পেশাল সাজেশন ও গুরুত্বপূর্ণ NTRCA Exam MCQ

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button