সাহেবের চিঠি আজকের পর্ব: স্টার জলসার টানটান উত্তেজনা চলছে সাহেবের চিঠি সিরিয়াল। আবার এক সঙ্গে চলছে সাহেব এবং চিঠি খুঁজে বের করতে চলেছে আসল দোষীকে। দুজনে মিলে শাস্তি দেবে এবার দোষীকে। কিন্তু কেঁচো করতে আবার বের হবে না সাপ? যদিও পরবর্তী এপিসোড আসেনি তবে অডিয়েন্সরা এটাই ধারণা ঘটছে। সামনে হয়তো মহা পর্ব অপেক্ষা করছে অডিয়েন্সদের জন্য। বর্তমানে সাহেবের চিঠি বেশি জনপ্রিয় রয়েছে। সাহেবের চিঠি আজকের পর্ব দেখতে আমাদের সাথে থাকুন।
টানটান উত্তেজিত পর্ব কোন কারনে করে ফেললে সঙ্গে সঙ্গে আমাদের এ সাইট থেকে দেখে নেওয়া নিয়ম জানতে পারবেন। এজন্য আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ ভালো করে পড়ুন। সাহেবের চিঠি নাটকটি স্টার জলসায় প্রত্যেকদিন বাংলাদেশের সময় ৭ টায় অনুষ্ঠিত হয়। কোন ব্যস্ততার কারণে অথবা ভ্রমণের আজকের এপিসোড যারা মিস করেছে সেটি আমরা এখন দেখব। দেখার জন্য প্রথমে আমাদের বেশ কিছু স্টেপ ফলো করতে হবে। চলুন কিভাবে আজকের এপিসোড দেখব।
Hotstar এর মাধ্যমে সাহেবের চিঠি আজকের পর্ব দেখুন
- ইউটিউব এর মাধ্যমে সাহেবের চিঠি দেখুন
- Indian serial full episode download
- অনুরাগের ছোঁয়া মহা পর্ব দেখুন
- সাহেবের চিঠির আসল পরিচয়
Shaheber chithi full episode Hotstar
জনপ্রিয় এই সিরিয়ালটি যদি মিস করে থাকেন খুব সহজভাবে হটস্টার থেকে আজকের পর্বটি দেখতে পারবেন। দেখার জন্য প্রয়োজন হবে একটি ভিপিএন। কারণ বাংলাদেশ থেকে এই ওয়েবসাইট এজন্য ভিপিএন দিয়ে ঢুকতে হয়। ইন্ডিয়ান সার্ভার ব্যবহার করে খুব দ্রুত ঢোকা যায়।
১. প্রথমে একটি vpn ইন্ডিয়া সার্ভারে যুক্ত করে নিতে হবে। তারপর এই লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. ওয়েবসাইটে প্রবেশ করার পর ডান দিকে উপরের কর্নারে সার্চ বক্স দেখা যাবে। সার্চ বক্সটিতে লিখতে হবে Shaheber chithi Today Episode. তখনই ঠিক সামনে চলে আসবে সাহেবের চিঠি আজকের পর্ব।
ইউটিউবে যেভাবে দেখবেন
ইউটিউব থেকে সাহেবের চিঠি আজকের পর্ব দেখতে হলে প্রথমে YouTube প্রবেশ করে Shaheber chithi সার্চ করলে অনেকগুলো ভিডিও আসবে। এখান থেকে উপভোগ করতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় যদি হটস্টার থেকে দেখতে পারেন। কারণ কপিরাইট কারণে ইউটিউব এ সব সময় পাওয়া যায় না। একই চ্যানেলের ভিডিও সব সময় থাকে না।
Indian serial full episode download
Indian serial full episode download করতে হলে বিভিন্ন ধরনের থার্ড অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে হবে। যদি ডাউনলোড না করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় হটস্টার থেকে প্রতি এপিসোড গুলো স্ক্রিন রেকর্ডার মাধ্যমে রেকর্ড করে সংরক্ষণ করতে। সবচেয়ে ভালো হয়। যারা ইউটিউবে সিরিয়াল চ্যানেল চালু না করে তাদের জন্য এটাই ভালো।
সাহেবের চিঠির আসল পরিচয়
সাহেবের চিঠি সিরিয়ালে মূল চরিত্রে অভিনয় করেছে সাহেব মুখার্জি এবং চিঠি। সাহেব মুখার্জি একজন সুপারস্টার এবং চিঠি এ যুগেও চিঠি ডেলিভারির করতেন। এই সিরিয়ালে নায়কের এক দুর্ঘটনার কারণে সে মিডিয়া থেকে দূরে ছিল এবং সে নিজেকে সুপারস্টার বলে দাবি করতে অস্বীকার করেন। যখন চিঠি সাহেবের জীবনের চলে আসে তখন আস্তে আস্তে থাকে প্রকাশ্যে আনার চেষ্টা করে আবার। সেই সঙ্গে তাদের কোম্পানির দেখাশোনার দায়িত্ব পালন করে চিঠি। এর মধ্যে আবার চিঠির বোন এবং সাহেবের বন্ধু যে এ বাড়িতে আগে থেকে বসবাস করে আসতে ছিল। তাদের মধ্যে একটি প্রেমের সম্পর্ক হয়ে যায়। অন্যদিকে সাহেব মুখার্জির বোন তার বন্ধু রাহুলকে ভালোবাসে। বিভিন্ন চক্রান্ত করে অবশেষে সাহেবের বোন রাহুলকে বিয়ে করে ফেলে। সে চক্রান্ত ধরে ফেলে চিঠি এবং পরবর্তীতে আবার ফিরিয়ে দেয় তার বোন এবং রাহুলের ভালোবাসা।
মিঠাই আজকের পর্ব দেখুন এবং মিঠাই নাটক দেখার নিয়ম | Mithai Today Episode
সাহেবের চিঠি আজকের পর্ব দেখুন। এর মধ্যেই আবার সাহেব মুখার্জিকে হত্যা করার চেষ্টা করেন তার বান্ধবী এবং আপন বেশি। কিন্তু সবার সন্দেহ যায় চিঠির দিকে। কেননা এক্সিডেন্ট হওয়ার কিছু ঘটনা কেটে দিয়ে সিসিটিভির ফুটেজে শুধু চিঠিকে দেখানো হয়েছিল। পরবর্তী সময়ে সেটা প্রমাণ করে দিয়েছে চিঠি মুখার্জির কাজটি করেনি। একসঙ্গে চলছে আবার সাহেব চিঠি মুখার্জী। অন্যদিকে সাহেব মুখার্জির বোন এবং চিঠির বিয়ে হচ্ছে। এখানে তার বোনের ষড়যন্ত্র ছিল। কিন্তু শেষ ষড়যন্ত্র সাহেব মুখার্জী ধরে ফেলে আর ভালো হওয়ার জন্য পরামর্শ দেয়। এভাবেই চলছে সাহেবের চিঠি।
সাহেব মুখার্জি
সিরিয়ালটির মূল চরিত্রে নায়ক হিসাবে অভিনয় করেছে সাহেব মুখার্জি। তার প্রকৃত নাম হচ্ছে প্রতীক সেন। এরা আগে বেশ কয়েকটি নাটকের তিনি অভিনয়ের সাথে জনপ্রিয়তা অর্জন করেছে। বিড়ালের পাশাপাশি তিনি কয়েকটি মুভিতে অংশগ্রহণ করেছে। তবে সেখানে প্রধান চরিত্রে নয়।
চিঠি
মুখার্জির নায়িকা হচ্ছে চিঠি। তার আসল নাম হচ্ছে দেব চন্দ্রিমা। তিনি বেশ কয়েকটি টিভি সিরিয়ালে এর পাশাপাশি শর্ট ফিল্ম গুলোতে অভিনয় করেছেন। তবে শোনা যাচ্ছে এটা আরো কয়েকটি সিরিয়ালে অংশগ্রহণের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
অনুরাগের ছোঁয়া পর্ব চলছে। আজকের পর্বটি দেখতে এখানে প্রবেশ করুন