Right form of Verbs, এবং Verbs এর সংক্ষিপ্ত সাজেশন

Right form of Verbs, এবং Verbs এর সংক্ষিপ্ত সাজেশন: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও যারা বিভিন্ন চাকুরী প্রত্যাশী ভাই ও বোনেরা Verbs অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ।আজ আমি আপনাদের বুঝার স্বার্থে Verbs, এবং classification of verbs ,ও verb এর সংক্ষিপ্ত সাজেশন শেয়ার করলাম‌।একটু কষ্ট হলেও পড়বেন জীবনের প্রতিটি পদক্ষেপ এ এই verbs কাজে লাগবে ইনশাআল্লাহ।

Verb : যে শব্দ দ্বারা সাধারণত কোন কাজ করা বুঝায় তাকে verb বলে ।তবে কোন কোন verb দ্বারা কাজ নাও বুঝাতে পারে ।যেমন, Be verb , linking verb eg,seem, look,taste etc .

Classification of verbs.

বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন বিবেচনায় verb এর বিবেচনা করা হয় । তাই একই verb একাধিক শ্রেনী ভূক্ত হতে পারে।

Finite verb,and none finite verb.

Finite verb: যে verb দ্বারা sentence এর বক্তব্য শেষ হয় এবং Nominative ( subject) এর number ও person অনুযায়ী সেটির রূপ নির্ধারিত হয় ,তাকে Finite verb বলে।

  • যেমন He wrote a letter.

None finite verb:যে verb দ্বারা sentence এর বক্তব্য শেষ হয় না এবং Nominative ( subject )এর number ও person অনুযায়ী রূপ ও নির্ধারিত হয় না তাকে non- finite verb বলে।

যেমন,He wrote a letter to send it to Australia.

  • এখানে to send একটি none finite verb.

Read more: বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন যেভাবে করবেন পরিক্ষায় | Bengali to English Translation Identify

Principal verb and Auxiliary verb.

Principal verb: যে verb স্বাধীনভাবে নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে ,অর্থের পূর্ণতার জন্য অন্যের উপর নির্ভর করে না তাকে principal verb বলে।যমন,He reads novel.

Auxiliary verb:যে verb এর নিজস্ব কোন অর্থ নেই এবং বিভিন্ন প্রকার sentence এ Tense, voice অথবা Mood এর রূপ গঠন করতে verb কে সাহায্য করে তাকে Auxiliary verb বলে।

  • Be,( am,is,are,was, were) .
  • Have( have,has,had).
  • Do( do,does, did).
  • Shall, will, should, would,may, might, need,dare,(to)use, (to) ইত্যাদি Auxiliary verb হিসাবে ব্যবহৃত হতে পারে।

Transitive verb and Intransitive verb:

Transitive verb: যে verb sentence এর অর্থ সম্পূর্ণ করার জন্য অন্য কোন word (object)এর সাহায্য গ্ৰহন করে তাকে Transitive verb বলে।যেমন He makes busket.

Intransitive verb:যে verb অন্য কোন word (object) এর সাহায্যে ছাড়াই sentence এর অর্থ সম্পূর্ণ রূপে প্রকাশ করতে পারে তাকে Intransitive verb বলে।

যেমন We sleep.

তবে মনে রাখা দরকার Transitive verb , Intransitive verb হিসেবে এবং Intransitive verb , Transitive verb হিসেবে ব্যবহৃত হতে পারে। এছাড়াও আরো অনেক ধরনের verb রয়েছে।

Verbals or none finite Verbs :

  • verb এর যে form বা রূপ কোনো নির্দিষ্ট subject এর person ও number দ্বারা নির্ধারিত হয় না এবং কখনো কখনো একই সাথে verb ও noun বা verb ও adjective এর মতো ব্যবহৃত হয় তাই verbal বা none finite verb.
  • Verbal তিন প্রকার যথা:

1, Infinitive.

2, Gerund.

3, participle.

  • 1, Infinitive : verb এর base form বা present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।তবে to উক্ত expressed থাকতেপারে। আবার অনুক্ত ( understood ) থেকে যেতে পারে।To উপকৃত থাকলে তাকে to Infinitive এবং to অনুক্ত থাকলে তাকে bare Infinitive বলে।

Gerund: verb এর base form এর সাথে Ing যোগ করে যে word গঠিত হয়‌ এবং যা একাধারে noun ও verb এর কাজ করে তাই Gerund.মনে রাখতে হবে Gerund noun এর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। noun যেসব কাজ করে Gerund ও সেসব কাজ করে ।

For Example:

  • (Walking )is a good exercise.এখানে walking Subject এর কাজ করে।
  • I like ( reading ) history.এখানে reading , object এর কাজ করে।

Participle:

verb এর form যখন একই সাথে adjective ও verb এর কাজ সম্পন্ন করে তাকে participle বলে.participle তিন প্রকার।যথা: 1,present participle.

2,past participle.

3, perfect participle.

present participle: verb এর সাথে Ing যুক্ত হয়ে যখন একই সাথে adjective ও verb এর মতন কাজ করে তখন তাকে present participle বলে।

  • যেমন,A sleeping child should not be distributed.
  • A flying kite is fascinating.

Past participle: verb এর past participle form যখন adjective ও verb এর মতন কাজ করে তখন তাকে past participle বলে

  • যেমন, Give me a little boiled water.
  • Show me written document.

perfect participle: perfect participle একই সাথে present participle ও past participle এর সমন্বিত রূপ। verb এর past participle এর আগে having যুক্ত হয়ে যখন adjective ও verb এর কাজ করে ,তাই perfect participle.

যেমন,‌‌‌‌‌‌

  • Having seen it.
  • I ran away.

সংক্ষিপ্ত সাজেশন।

  • He remains (content) with what he has.

ans: Adverb.

  • She came ( richly) dressed.

ans: Adverb.অর্থাৎ richly হল Adverb.

  • (Anybody )can do it.

ans: pronoun.

  • (Any) pen will do.

ans: adjective.

  • Nobody ( likes) an ideal man.

ans: verb.

  • He has ( wronged) me.

ans: verb.

  • He walks ( slowly).

ans: Adverb.

A sentence two parts

  • He went home ( direct).

ans: Adverb.

which one of the following is an adverb?

ans: slowly.

  • Try to (better) your circumstances.

ans: verb.

  • I will try to ( right) the wrong.

ans: verb.

What is the verb of the word ‘ shorty“?

ans: shorten.

Isolate

ans: verb.

Laugh

ans: verb.

Celebrate

ans: verb.

Doubt

ans: verb.

Obserb

ans: verb.

Compare

ans: verb.

Operate

ans: verb.

পরিশে্ষে একথাই বলতে চাই verb ইংরেজির একটি গুরুত্বপূর্ণ বিষয় । প্রতিটি student এবং প্রতিটি নিয়োগ পরীক্ষায় কিন্তু এই verb থাকে ,প্লিজ এই verb এর সংক্ষিপ্ত সাজেশন একটু কষ্ট করে জানবেন দেখবেন এবং শিখবেন । বেশি বেশি করে শেয়ার করবেন।

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button