রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পদ্ধতি ও মানবন্টন ২০২৩

সাহেদা জান্নাত

রাবির ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার পরীক্ষা পদ্ধতি ও মানবন্টন: যারা রাবির ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ । আজ আমি শেয়ার করলাম সেই গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ রাবির ২০২২-২০২৩ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষার পরীক্ষা পদ্ধতি ও মানবন্টন।

রাবির ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পরীক্ষা পদ্ধতি ও মানবন্টন

রাবির ২০২২-২০২৩ শিক্ষা বর্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য শেয়ার করলাম। Rajshahi university admission process 2023

  • পরীক্ষা পদ্ধতি …. MCQ,।
  • Total Marks….100 নম্বর।
  • প্রশ্ন সংখ্যা……8০ টি ।
  • নেগেটিভ মার্ক….…0.25।
  • প্রতিটি প্রশ্নের মান ..1.25।
  • পাশ মার্ক …40।
  • চার শিফটের জন্য পরীক্ষা ও তার ভাগে ভাগ করা হয়েছে।

এ ইউনিট …

  • মোট আসন সংখ্যা….1902।
  • মানবিক ও সাবজেক্ট কোটায় ….482।

বাকি 1420 আসনে সবাই সমান মানে যে পরীক্ষায় ভালো করবে সে চান্স পাবে।

এখানে আলাদা করে কারো আসন থাকবেনা।

বি ইউনিট…

  • মোট আসন সংখ্যা…560 টি।
  • মানবিক …20টি।
  • বিজ্ঞানে ….85 টি।
  • বাকি ..455 টি বানিজ্য বিভাগের জন্য।

সি ইউনিট….

  • মোট আসন সংখ্যা ….1558.
  • মানবিক ও বানিজ্যের জন্য… 48 টি।
  • বাকি আসন সংখ্যা বিজ্ঞান শাখার জন্য।

মানবিক ও বাণিজ্যে কি কি পড়তে হবে।

মানবিক ও বাণিজ্য শাখার জন্য সাধারণ জ্ঞান, মনোবিজ্ঞান,ও ভূগোল বিষয়ে পড়তে হবে।

মানবন্টন ।

এ ইউনিট …সবার জন্য।

বাংলা …35।

ইংরেজি ….35।

সাধারন জ্ঞান …30।

বি ইউনিট, বানিজ্যের জন্য।

বাংলা ..10।

ইংরেজি …25।

একাউন্টিং…25।

ম্যানেজম্যান্ট …25।

আইসিটি…15।

মানবিক ও বিজ্ঞানের জন্য।

বাংলা ..20,.

ইংরেজি..20

জিকে…25

আইসিটি ..25.

সি ইউনিট ..বিজ্ঞান শাখার জন্য।

পদার্থ..31.25.

রসায়ন ..31.25

আইসিটি…6.25

গনিত+জীববিজ্ঞান ..31.25

মানবিক ও বাণিজ্য শাখার জন্য।

বাংলা ..31.25

ইংরেজী 31.25

জিকে… 37.50

দ্ধিতীয় বার পরীক্ষার সুযোগ পাবেন।

Also Read: রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা রাবি 2022-2023শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিবেন সবার জন্য শুভ কামনা রইল এবং আপনাদের সবার মনের আশা যেন পূরন হোক । আমাদের ব্লগে এইচএসসি এসএসসি সব বিষয়ের গাইড pdf download ফ্রিতে পাবেন আপনাদের অনেকের ভাই ও বোন এবং প্রতিবেশী যারা এইচএসসি ও এসএসসি পরীক্ষা দিবেন তাদেরকে জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন এবং কোন ভূল থাকলে কমেন্টে জানাবেন।

Also Read: বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ Buet Admission 2023

Also Read: ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

Also Read: মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

Also Read: আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।