রাবির ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার পরীক্ষা পদ্ধতি ও মানবন্টন: যারা রাবির ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ । আজ আমি শেয়ার করলাম সেই গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ রাবির ২০২২-২০২৩ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষার পরীক্ষা পদ্ধতি ও মানবন্টন।
রাবির ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার পরীক্ষা পদ্ধতি ও মানবন্টন
রাবির ২০২২-২০২৩ শিক্ষা বর্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য শেয়ার করলাম। Rajshahi university admission process 2023
- পরীক্ষা পদ্ধতি …. MCQ,।
- Total Marks….100 নম্বর।
- প্রশ্ন সংখ্যা……8০ টি ।
- নেগেটিভ মার্ক….…0.25।
- প্রতিটি প্রশ্নের মান ..1.25।
- পাশ মার্ক …40।
- চার শিফটের জন্য পরীক্ষা ও তার ভাগে ভাগ করা হয়েছে।
এ ইউনিট …
- মোট আসন সংখ্যা….1902।
- মানবিক ও সাবজেক্ট কোটায় ….482।
বাকি 1420 আসনে সবাই সমান মানে যে পরীক্ষায় ভালো করবে সে চান্স পাবে।
এখানে আলাদা করে কারো আসন থাকবেনা।
বি ইউনিট…
- মোট আসন সংখ্যা…560 টি।
- মানবিক …20টি।
- বিজ্ঞানে ….85 টি।
- বাকি ..455 টি বানিজ্য বিভাগের জন্য।
সি ইউনিট….
- মোট আসন সংখ্যা ….1558.
- মানবিক ও বানিজ্যের জন্য… 48 টি।
- বাকি আসন সংখ্যা বিজ্ঞান শাখার জন্য।
মানবিক ও বাণিজ্যে কি কি পড়তে হবে।
মানবিক ও বাণিজ্য শাখার জন্য সাধারণ জ্ঞান, মনোবিজ্ঞান,ও ভূগোল বিষয়ে পড়তে হবে।
মানবন্টন ।
এ ইউনিট …সবার জন্য।
বাংলা …35।
ইংরেজি ….35।
সাধারন জ্ঞান …30।
বি ইউনিট, বানিজ্যের জন্য।
বাংলা ..10।
ইংরেজি …25।
একাউন্টিং…25।
ম্যানেজম্যান্ট …25।
আইসিটি…15।
মানবিক ও বিজ্ঞানের জন্য।
বাংলা ..20,.
ইংরেজি..20
জিকে…25
আইসিটি ..25.
সি ইউনিট ..বিজ্ঞান শাখার জন্য।
পদার্থ..31.25.
রসায়ন ..31.25
আইসিটি…6.25
গনিত+জীববিজ্ঞান ..31.25
মানবিক ও বাণিজ্য শাখার জন্য।
বাংলা ..31.25
ইংরেজী 31.25
জিকে… 37.50
দ্ধিতীয় বার পরীক্ষার সুযোগ পাবেন।
Also Read: রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা রাবি 2022-2023শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিবেন সবার জন্য শুভ কামনা রইল এবং আপনাদের সবার মনের আশা যেন পূরন হোক । আমাদের ব্লগে এইচএসসি এসএসসি সব বিষয়ের গাইড pdf download ফ্রিতে পাবেন আপনাদের অনেকের ভাই ও বোন এবং প্রতিবেশী যারা এইচএসসি ও এসএসসি পরীক্ষা দিবেন তাদেরকে জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন এবং কোন ভূল থাকলে কমেন্টে জানাবেন।
Also Read: বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ Buet Admission 2023
Also Read: ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩
Also Read: মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩Also Read: আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩