রেলওয়ে টিকেট কালেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Railway ticket collector circular 2023

গত ফেব্রুয়ারি মাসে রেলওয়ে টিকেট কালেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। ‌একটি মাত্র পদে ১৩৩ জন নিয়োগ দেবে।‌ Railway ticket collector circular এ আবেদন করার জন্য ওদের আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে নিন।‌

করোনার কারণে রেলের অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আটকে ছিল। পূর্বের আবেদনকৃত পরীক্ষা ২০২১ সালের শুরু থেকে অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকেই রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি বিশাল আকারে প্রকাশ করেন। ‌যেমন বেশ কয়েকদিন আগে ওয়েম্যান পদে ১১০০ এর অধিক জনবল নিয়োগ দিয়েছেন।

বর্তমানে রেলওয়ে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে টিকেট কালেক্টর পদে। এই পদে নিয়োগ বিজ্ঞাপনের জন্য অধীর আগ্রহে থাকে প্রার্থীরা। আর কেনই বা থাকবে না এতে রয়েছে সরকারি যাবতীয় সুযোগ-সুবিধা। ‌এছাড়াও রয়েছে পেনশনের ব্যবস্থা।‌

রেলওয়ে টিকিট কালেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ Railway ticket collector circular 2022

আজকের আর্টিকেলে আমরা যে বিষয়গুলো জানবো

  • টিকেট কালেক্টর পদে আবেদনের যোগ্যতা
  • আবেদনের সময়সীমা
  • নিজেই সরকারি চাকরির আবেদন করবেন যেভাবে
  • টিকেট কালেক্টর পদের সুযোগ সুবিধা

আবেদনের যোগ্যতা
সরকারি চাকরি এক যেন সোনার হরিণ। যদিও পূর্বে এতটা চাহিদা ছিল না। ‌কিন্তু ২০০০ সালের পর এর চাহিদা প্রচুর। ‌আর যদি সেটা হয় রেলওয়ে নিয়োগ বিজ্ঞাপন তাহলে তো কথাই নেই। একটি পদের বিপরীতে হাজার মানুষের সাথে প্রতিযোগিতা করতে হয়। ‌এজন্যই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়। ‌নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা প্রয়োজন হয়। নিচে টিকেট কালেক্টর পদের আবেদনের যোগ্যতা তুলে ধরা হচ্ছে। ‌

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। তবে যেকোন শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ হলেই হবে। অবশ্য সরকার অনুমোদিত থাকতে হবে। কোন পরীক্ষাতেই দ্বিতীয় শ্রেণীর কম ফলাফল হওয়া যাবে না।

শারীরিক যোগ্যতা: রেলওয়ে টিকেট কালেক্টর পদে আবেদনের জন্য অবশ্যই শারীরিকভাবে কিছু যোগ্যতা সম্পন্ন হতে হবে। আবেদনকারীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে। ‌কোন প্রার্থীর উচ্চতা কম হলে অযোগ্য বলে বিবেচিত হবে।

বয়স: Railway ticket collector circular অনুসারে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত হতে হবে। ‌ তবে মুক্তিযোদ্ধা কোটা প্রার্থীদের জন্য ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ‌

পদটিতে নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ পাচ্ছে। বাংলাদেশের সকল স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবে। জেলা কোটা এর মধ্যে বিদ্যমান নেই।

আবেদনের সময়সীমা
রেলওয়ে টিকেট কালেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ নিম্নরূপ

আবেদনের শুরুর তারিখ১৩ই ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১০ টা থেকে
আবেদনের শেষ তারিখ ২০ মার্চ ২০২৩ বিকাল ৪ টা পর্যন্ত

অনলাইনে আবেদন করার পর পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি প্রদান করতে হবে।

আবেদন করার নিয়ম
Railway ticket collector circular 2023 এ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য যে সকল এতগুলা প্রয়োজন তা নিম্নরুপ

  • ব্যক্তিগত সকল তথ্য ( পিতা মাতা, পরিচয় পত্র, কন্টাক্ট তথ্য ইত্যাদি )
  • শিক্ষাগত যোগ্যতার তথ্য ( এসএসসি এবং এইচএসসি উভয়ের )
  • ছবি
  • স্বাক্ষর

অনলাইনে আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন

  • যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং এই লিঙ্কে ক্লিক করুন।
  • লিংকটিতে ক্লিক করার পর প্রথমে রেলওয়ে টিকিট কালেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ দেখতে পারবেন। আর নিচে দেখতে পারবেন Apply Now নামের একটি অপশন। এই বাটনে ক্লিক করতে হবে।
  • তারপর একটি ফর্ম ওপেন হবে। ‌সেখানে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতার তথ্য, এবং অন্যান্য তথ্য প্রদান করতে হবে।
  • এরপর সকল তথ্য ইনপুট করা হলে ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে ‌‌
  • পরবর্তী ধাপে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ ৩০০ x ৩০০ পিক্সেল এবং সাক্ষরের সাইজ ৩০০ x ৮০ পিক্সেল হতে হবে। এডোবি ফটোশপ কিংবা ক্যানভা দিয়ে এই ফটো সাইজটি করতে পারবেন। ‌
  • ছবি এবং স্বাক্ষর আপলোড করার পর সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন শেষ হয়ে যাবে। ‌
  • এরপর একটি আবেদন কপি পিডিএফ আকারে ডাউনলোড করতে হবে। আবেদনের ইউজার আইডি দেওয়া রয়েছে সেখানে। ‌ একই সঙ্গে কিভাবে ফি প্রদান করতে হবে তার নিয়ম দেওয়া রয়েছে।

Railway ticket collector circular এ এই পদে আবেদনের ফি হচ্ছে মাত্র ২০০ টাকা। ‌টেলিটক সিমের মাধ্যমে এ আবেদন ফি প্রদান করতে হবে।

রেলওয়ে টিকেট কালেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Railway ticket collector circular 2022
রেলওয়ে টিকেট কালেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Railway ticket collector circular 2022

টিকিট কালেক্টর পদে চাকরির সুবিধা
এই পদটি স্থায়ীভাবে সরাসরি নিয়োগ দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ‌রেলওয়ে টিকিট কালেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী এর বেতন স্কেল হচ্ছে ৯৭০০ টাকা থেকে ২৩৪৯০ টাকা পর্যন্ত। এই পদ হচ্ছে ১৫ তম গ্রেড। মূল বেতন ব্যতীত এখানে রয়েছে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ইত্যাদি সুযোগ সুবিধা।

আরো অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের ওয়েবসাইট অনুসরণ করুন।

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button