বরাবরের মতো আমরা আজকে নিয়ে Qatar ramadan time table / কাতার রমজানের সময়সূচীকাতার রমজানের সময়সূচী নিয়ে। এই ক্যালেন্ডার অনুসারে কাতারের বাসিন্দারা নির্দিষ্ট সময়ের মধ্যে সেহরি খেতে পারবে এবং ইফতার গ্রহণ করতে পারবে। এটি শুধুমাত্র কাতার বাসীদের জন্য। অন্য দেশগুলোর জন্য প্রযোজ্য নয়। কারণ ভৌগোলিক অবস্থান অনুসারে এ সময়ের পরিবর্তন হয়ে থাকে।
কাতার হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম একটি শক্তিশালী দেশ। এখানে প্রচুর মুসলিম বসবাস করে। এছাড়া ধনী দেশদের তালিকার মধ্যেও কাতারের অবস্থান রয়েছে। কাতার বিশ্বকাপ ২০২৩ সারা বিশ্বকে তা জানান দিয়ে দিয়েছে তারা কতটা শক্তিশালী। বাংলাদেশ থেকে প্রতি বছর এই দেশে প্রচুর প্রবাসীরা সেখানে চাকরির খোঁজে যায়। সকল মুসলিম প্রবাসী ভাইয়েরা রমজান পালন করে থাকেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ইফতার ও সেহেরী গ্রহণ করতে হবে। তবে এ সময় হতে হবে কাতারের সময়সূচি অনুসারে। আপনাদের জন্য আজকের এই ক্যালেন্ডারটি।
Qatar ramadan time table 2023 | কাতার রমজানের সময়সূচী ২০২৩
রমজান পালনের পাশাপাশি আমাদের আরও অন্যান্য দায়িত্ব ও কর্তব্য রয়েছে। নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে হবে এবং আমাদের ঈমানকে আরো শক্তিশালীও মজবুত করতে হবে। পাশাপাশি বেশি বেশি দাম সাদকা করার চেষ্টা করতে হয়। এতে করে আরো বেশি বরকত পাওয়া যায়। আর অন্য মাসের তুলনায় রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহ তা’আলা সন্তুষ্টি অর্জন করতে পারবেন তাহলে। Qatar ramadan time table ক্যালেন্ডারটি দেখে একটি সময়সূচি তৈরি করে নেবেন। এতে করে সব কাজ সময় মাফিক করা যাবে।
ইফতার এবং সেহরির দোয়া সম্পূর্ণ বাংলায় দেওয়া
উপরে আপনারা কাতার রমজানের সময়সূচী সম্পর্কে জেনেছেন। আরো অন্যান্য মুসলিম বিশ্বের দেশগুলোর রমজানের সময়সূচী জানতে আমার নিচের লিংকগুলো অনুসরণ কর।