ওআইসি কি? ইসলামি সহযোগিতা সংস্থা কি কি কাজ করে: History of Organisation of Islamic Cooperation (OIC)

পৃথিবীতে যতগুলো সংগঠন রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় একটি সংগঠন হচ্ছে ‌Organisation of Islamic Cooperation. সারা বিশ্বের সবচেয়ে বড় সংগঠন হচ্ছে জাতিসংঘ এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে এই ইসলামিক সংগঠনটি। আমাদের আজকের এই আলোচনার বিষয় হচ্ছে ওআইসি সম্পর্কে।

অর্থাৎ আজকের আর্টিকেল এর মাধ্যমে আপনারা যা যা জানতে পারবেন সেগুলো হচ্ছে

  • OIC এর পূর্ণরূপ কি?
  • OIC কি?
  • OIC ইতিহাস
  • ওআইসি সদস্য সংখ্যা
  • Organization of Islamic Cooperation কাজ

OIC কি | What is Organization of Islamic Cooperation

সারা বিশ্বের অনেকগুলো সংগঠন রয়েছে ছোট-বড়। দেশগতভাবে কিংবা জাতিগতভাবে এই সংগঠনগুলো রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সংগঠন জাতীয় সংঘ হলেও তার পরবর্তী স্থানে রয়েছে ওআইসি। একটি ইসলামিক রাষ্ট্র সংগঠন। ইংরেজিতে বলা হয়ে থাকে Organization of Islamic Cooperation . এই সংখ্যাটা ১৯৬৯ সালে প্রতিষ্ঠাতা লাভ করে। যার কাজ হচ্ছে সকল ইসলামিক রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এবং ইসলামের সংক্রান্ত যেকোনো বাধার প্রতিরোধ করা ‌

OIC এর ইতিহাস | History of Aksa

এ প্রতিষ্ঠানের ইতিহাস অনেক আগের থেকেই। পৃথিবীতে যতগুলো মুসলিম বিষয় রয়েছে তার অধিকাংশ এর সদস্য। এর প্রতিষ্ঠাকাল নিয়ে বেশ কয়েকটি ইতিহাস রয়েছে। মুসলমানদের জন্য পবিত্র একটি স্থান হচ্ছে জেরুজালেম। সেখানে রয়েছে মসজিদুল আকসা। আমাদের দেশের অনেকে মনে করেন যে নামাজ শুধুমাত্র পড়ছেন দিক থেকে পড়তে হয়। কিন্তু তা নয়। অর্থাৎ আমাদেরকে কিবলা মুখী হয়ে নামাজ আদায় করতে হয়। যেমন কিবলা হচ্ছে আমাদের পশ্চিম দিকে তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি!

কিন্তু ফিলিস্তিনির আকসাকে দ্বিতীয় কিবলা বলা হয়ে থাকে। মুসলিমদের জন্য সব সময় উন্মুক্ত থাকলেও ইহুদিদের বেশ কিছু বিরোধের পর এটি বাধার সম্মুখীন পড়ে থাকে। ১৯৬৭ সালে ছয় দিন যুদ্ধ সংঘটিত হয় এবং ১৯৬৯ সালে ইসরাইল জেরুজালেমের আকসায় অগ্নিসংযোগ করে। এর ফলে সমগ্র বিশ্ব একটি প্রতিক্রিয়া করে। এরপরেও এখানে বিচ্ছিন্ন সব ঘটনা ঘটলেও ঘটনায় সারা ইসলামী রাষ্ট্রগুলো প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপর ২৫ আগস্ট ১৪ টি ইসলামিক রাষ্ট্র মিলে রাজধানীতে একটি বৈঠকে মিলিত হন।‌ মূলত এই বৈঠকটি ছিল Organization of Islamic Cooperation এর জন্মসূত্র।

এখানে সৌদি আরব, মরক্কো, পাকিস্তান, মালয়েশিয়া এবং আরও বেশ কয়েকটি রাষ্ট্র নিয়ে একটি সংগঠন তৈরি করা হয়। এর মধ্যেই ২২ থেকে ২৫ সেপ্টেম্বরে মরক্কোর রাবাতে প্রায় ২৫টি মুসলিম রাষ্ট্রপ্রধানদের নিয়ে একটি সম্মেলন সৃষ্টি করে। এই সম্মেলনের প্রতিনিধিগণ ইসলামী সম্মেলন নামের একটি সংগঠন তৈরি করে ফেলেন।‌ যা ওআইসি নামে পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়েছিল।

কিন্তু ২০১১ সালে ২৮ জুন কাজাকাস্থানে অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে ইসলামী সম্মেলন সংস্থা নামটি পরিবর্তন করে ইসলামী সহযোগিতা সংস্থা নামকরণ করা হয়। লোগো পর্যন্ত পরিবর্তন করা হয়েছিল।

Country list of OIC

এই সংগঠনের সদস্য সংখ্যা শুরুর দিকে ২৫টি থাকলেও পরবর্তীতে এটি কয়েক গুণহারের বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ৫৭ টি। কোন কোন রাষ্ট্র রয়েছে তা নিচে দেওয়া হল।

  • কোমোরোস
  • মরক্কো
  • মোজাম্বিক
  • গিনি-বিসাউ
  • গিনি
  • কোত দিভোয়ার
  • লিবিয়া
  • মালি
  • মৌরিতানিয়া
  • আফগানিস্তান
  • ইরান
  • ইরাক
  • পাকিস্তান
  • উজবেকিস্তান
  • ইয়েমেন
  • জর্ডান
  • কাজাখস্তান
  • কুয়েত
  • ফিলিস্তিন
  • কাতার
  • সৌদি আরব
  • সংযুক্ত আরব আমিরাত
  • কিরগিজস্তান
  • লেবানন
  • মালয়েশিয়া
  • মালদ্বীপ
  • ওমান
  • সিরিয়া (স্থগিত)
  • তাজিকিস্তান
  • তুরস্ক
  • তুর্কমেনিস্তান
  • নাইজার
  • নাইজেরিয়া
  • সেনেগাল
  • সিয়েরা লিওন
  • ক্যামেরুন
  • চাদ
  • সোমালিয়া
  • সুদান
  • টোগো
  • তিউনিসিয়া
  • আলজেরিয়া
  • বেনিন
  • বুর্কিনা ফাসো
  • উগান্ডা
  • জিবুতি
  • মিশর
  • গ্যাবন
  • গাম্বিয়া

Organization of Islamic Cooperation কাজ কি?

সারা বিশ্বে এতগুলো মুসলিম দেশ রয়েছে তাদের নিরাপত্তা সহ যাবতীয় সকল কার্যক্রমে সহযোগিতা করা হচ্ছে এ প্রতিষ্ঠানের মূল কাজ। এছাড়া ইসলাম সংক্রান্ত কোন দুর্নীতি মূলক অথবা অপরাধ মূলক কাজ করলে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া করা এবং তার ব্যবস্থাপনা গ্রহণ করা।‌ যেমন বেশ কিছুদিন আগে ফ্রান্সে কোরআন শরীফ পুড়িয়ে ফেলার যে অভিযোগ তোলা হয়েছিল সেটার বিরুদ্ধে সাথে সাথে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং তা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করেছে।

অন্যদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে নুপুর শর্মা নামের এক মেয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ নিয়ে কটাক্ষ করেছিলেন। ওআইসি সাথে সাথে প্রতিক্রিয়া করেন এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। ওআইসির প্রধান কাজ হচ্ছে না ইসলাম সংক্রান্ত অথবা ইসলামবিরোধী কোন ধরনের কার্যক্রম হলে তা প্রতিরোধ করা।

আমাদের এই আর্টিকেল এর মাধ্যমে জানলেন Organization of Islamic Cooperation কি কিভাবে কাজ করে সে বিষয়ে সম্পর্কে। এরকম আরো বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন।

ওআইসির আর্থিক ব্যবস্থা

এর প্রশাসন কেন্দ্র জেদ্দায় অবস্থিত। যার দেশ হচ্ছে সৌদি আরব। দাপ্তরিক কাজগুলো সাধারণত আরবি, ইংরেজি এবং ফরাসি ভাষায় সংঘটিত। সময় পর্যন্ত এর মোট আয় হচ্ছে 9.9 ট্রিলিয়ন ডলার। এর মোট জনসংখ্যা হচ্ছে ১.৮ বিলিয়ন মানুষ।

OIC পূর্ণরূপ কি?

Organization of Islamic Cooperation

ওআইসিতে কতটি রাষ্ট্র রয়েছে?

বর্তমানে এর মোট রাষ্ট্র সংখ্যা হচ্ছে ৫৭ টি।

Who is the managing director of OIC?

Hossain Ibrahim Taha

What category organization of OIC?

Religion

ওআইসির বর্তমান মহাসচিব কে?

হোসাইন ইব্রাহীম তালহা।

বেকারত্ব দূর করতে বয়সসীমা বৃদ্ধি নিয়ে বিশেষ আপডেট

কুরবানী কার উপর ফরজ, কুরবানী ঈদ ২০২৩ নিয়ে সকল তথ্য

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button