অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৩ | Honours 2nd year result 2023 | Nu ac bd result

প্রকাশিত হয়ে গেছে অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল ( Honours 2nd year result 2023 )। এখনো ফলাফল দেখতে পারেনি তারা দ্রুত ফলাফল দেখবেন কিভাবে তার নিচে দেওয়া হল। ‌তাহলে কথা না বাড়িয়ে দেখি নাই কিভাবে ফলাফল & nu ac bd result দেখবেন।

২০২১ সালের অনুষ্ঠিত অনার্স ২য় বর্ষ পরীক্ষার ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের জন্য অপেক্ষার অবসানটা ঘটে গেছে ইতিমধ্যে। ‌কারণ দীর্ঘ অপেক্ষার পর এ ফলাফল ঘোষণা করা হয়েছে। কেননা ইতিমধ্যে বিভিন্ন কারণে পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার ফলাফল পিছিয়ে গেছে। ‌

৯ জুন ২০২৩ তারিখ সকল পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড | 9th Jun all Exam Admit Card Download 2023

আজ পাঁচ জুন ২০২৩ অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট ঘোষণা করে দেওয়া হয়েছে। ‌আমাদের এই আর্টিকেলটি পড়লে শিক্ষার্থীরা কয়েকটি উপায় তাদের ফলাফল দেখতে পারবেন। কিভাবে ফলাফল দেখবেন তা ধাপে ধাপে নিচে দেওয়া হল। ‌

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৩ | Honours 2nd year result 2023, NU ac bd result

ফলাফল মাত্র দুটি উপায় দেখা যায় একটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে অন্যটি হচ্ছে এসএমএস এর মাধ্যমে। তবে এখন প্রথমে আমরা সাইটের মাধ্যমে ফলাফল চেক করা সম্পর্কে জানব। ‌

  • প্রথমে যেকোনো ধরনের একটি ইন্টারনেট সংযুক্ত ডিভাইস নিন। ‌ হতে পারে অ্যান্ড্রয়েড মোবাইল কিনবা কম্পিউটার ডিভাইস। ‌ তারপর যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন।
  • এখন যেকোনো ব্রাউজার থেকে result .nu ac bd এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন। ‌ এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখার অফিশিয়াল ওয়েবসাইট। ‌ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচে ছবির মত বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন।
অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল  ২০২৩ | Honours 2nd year result 2023
অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৩ | Honours 2nd year result 2023
  • অপশনগুলো হচ্ছে আপনি কোন ইয়ারে পরীক্ষা দিয়েছেন সেটি দিতে হবে। এরপর দিতে হবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং তারপর কত সালে পরীক্ষা দিয়েছেন সেটি দিতে হবে। ‌
  • উপরের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পর সাবমিট করলেই সফলভাবে আপনার ফলাফলটি দেখতে পারবেন।

ওয়েবসাইটে ফলাফল দেখার জন্য অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। কারণ একসাথে সারা বাংলাদেশ থেকে ফলাফল দেখা হয় যার কারণে সার্ভার ব্যস্ত থাকে এবং ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যা দেখা দেয়। ‌তাই হতাশা না হয়ে একটু পরপর চেষ্টা করুন ফলাফল দেখার জন্য।

এসএমএস এর মাধ্যমে অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল ( Honours 2nd year result 2023 ) দেখার নিয়ম। নিচে উদাহরণ হিসেবে ফলাফল দেখার নিয়ম তুলে ধরা হলো।

NU <space> H2 <space> Registration number আর পাঠিয়ে দিন 16222 নাম্বারে। ‌এর জন্য আপনার মোবাইল থেকে তিন থেকে পাঁচ টাকার পর্যন্ত চার্জ হিসেবে কেটে নেওয়া হবে। এসএমএস পাঠানোর ঠিক ১ থেকে ৫ মিনিটের মধ্যে আপনার ফলাফল পেয়ে যাবেন এসএমএসের মাধ্যমে।

এভাবেই মূলত অনার্স ২য় বর্ষ পরীক্ষার রেজাল্ট দেখতে হয়। আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত আরো আর্টিকেল প্রকাশিত করা হয়েছে। ‌চাইলে সে আর্টিকেলগুলো আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। ফলাফল নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন।

রাবি ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ | Ru admission result 2023

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button