জাতীয় নির্বাচন ক্যাম্পেইন শুরু হয়েছে

২ নভেম্বর রবিবার থেকে জাতীয় নির্বাচন ক্যাম্পেইন শুরু হয়েছে। ২০২৬ সালের ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করেই এই প্রচারণা চালানো হচ্ছে। যার মাধ্যমে প্রার্থীদেরকে এবং বিভিন্ন দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। আর এবারের নির্বাচনের সকলেই অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ সাধারণ জনগণ ভোট প্রদান করতে পারবেন সে বিষয়ে সচেতন হতে বলা হয়েছে।
ত্রয়োদশ নির্বাচন ক্যাম্পেইন শুরু
২৪ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল দাদু সংসদ নির্বাচন ২০২৪। আর এই নির্বাচনে জয়লাভ করে ফেলবা তৎকালীন আওয়ামী লীগ দল। কিন্তু ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর সরকার পতন ঘটে এবং সরকার প্রধান দেশের বাহিরে চলে যান। এছাড়াও সংসদ সদস্য সহ অন্যান্য দলীয় লোকরাও আড়াল হয়ে যায়। যার কারণে সংসদ ভেঙে দেওয়া হয়, তৎকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেন। আর এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ডঃ মুহাম্মদ ইউনুস।
আর তার সঙ্গে রয়েছে আরও অন্যান্য উপদেষ্টা সমূহ। যারা বিভিন্ন পদে নিযুক্ত রয়েছেন। এছাড়াও অন্যান্য যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে এখন। যেহেতু বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী সরকার প্রধান দেশ। এজন্য গণতন্ত্র ভোটের মাধ্যমেই সরকার প্রধান নির্বাচন করা হবে। এখানে বিভিন্ন দল অংশগ্রহণ করবেন। যার কারণে এই নির্বাচন ক্যাম্পেইন শুরু হচ্ছে।
বলা হচ্ছে এবারে নির্বাচনের সকল দলের একটি সমাবেশ ঘটবে এবং সবাই সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারবে। এই বিষয় নিয়ে বেশ কয়েকবার নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সাম্প্রতিক সময়ের তথ্য ব্যাপক প্রভাব ফেলেছে।
জাতীয় নির্বাচন ক্যাম্পেইন শুরু হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছেন প্রায় ১৬ মাসের অধিক সময় হয়ে গিয়েছে। আর এই সময়ের মধ্যেই নির্বাচন নিয়ে বেশ কয়েকটি তথ্য দিয়েছেন তারা। ২০২৪ সালের শেষের দিকে বলেছিল ২০২৫ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন দিবে। কিন্তু বিভিন্ন কারণে তার পিছিয়ে গিয়েছেন।
তবে যাই হোক এবার জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ ত্রয়োদশ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে এর সম্ভাবনাই বেশি বলে জানানো হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা কিংবা তারিখ বলা হয়নি। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তারিখ ঘোষণা করা হতে পারে।
আর এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন ক্যাম্পেইন শুরু হয়েছে বর্তমান সময়ে। দুই নভেম্বর রোজ রবিবার থেকে এই ক্যাম্পেইন শুরু হচ্ছে। এখানে বিভিন্ন মাধ্যম গুলো ফুটিয়ে তোলা হয়েছে এবং জনগণের ভোট প্রদানের জন্য বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। আর এটি সম্পূর্ণ অফিসিয়াল ভাবে করা হচ্ছে।
ইতিমধ্যে বিভিন্ন দলগুলো তাদের মনোনীত প্রার্থীদেরকে নির্বাচন করছেন। অর্থাৎ তাদের দলের প্রার্থীরা কোন আসন থেকে কোন প্রার্থী দাঁড়াবে তা নির্বাচিত করে যাচ্ছেন। মূলত আগামী ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে তাদের এই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। আরো অনেকেই এই প্রক্রিয়া চলমান রয়েছে। আর নির্বাচনী প্রচারণার জন্য চেষ্টা করছেন নিজের এলাকা গুলোতে। যাতে করে জনগণের ভোট তারা নিতে পারেন এবং তাদের উৎসাহিত করতে পারেন।



