আজকে শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে অনার্স ৩য় বর্ষ আধুনিক চিরায়াত দর্শন সাজেশন ( Modern philosophical classic suggestion ) নিয়ে। যাদের এ বিষয়টি রয়েছে তারা খুব দ্রুত এই আর্টিকেলটি পড়ে নিই। আর্টিকেলে রয়েছে উক্ত বিষয়ের শর্ট সিলেবাস এবং সাজেশন।
প্রত্যেক শিক্ষার্থী পরীক্ষার পড়বে উক্ত বিষয়ের শর্ট সিলেবাস এবং সাজেশন খুঁজে থাকে। কারণ মূল বইয়ের পাশাপাশি এই বইগুলো সহায়ক হিসেবে একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরী। কেননা প্রত্যেক শিক্ষার্থীর ইচ্ছে থাকে পরীক্ষায় ভালো ফলাফল করা। কিন্তু মূল পাঠ্যবই পড়লেই ভালো ফলাফল হবে এমনটা নয়। অনার্স সিলেবাস অনেক বড় হয়ে থাকে। যার কারণে সবার পুরো বই পড়া সম্ভব হয় না।
আবার অনেকে কর্মক্ষেত্রের পাশাপাশি পড়াশোনা করে সেক্ষেত্রে তাদের আরো সমস্যার সম্মুখীন হতে হয়। তারা যদি এই শর্ট সিলেবাস অথবা সাজেশনটি পড়ে তাহলে অনেকাংশ সুবিধা হবে। এই সাজেশনটিতে রয়েছে আধুনিক চিরায়াত দর্শন বিষয়ের পরীক্ষার বিগত সালের প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন। এই সাজেশন তৈরি করা হয়েছে উক্ত বিষয়ের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের দ্বারা।
অনার্স ৩য় বর্ষ আধুনিক চিরায়াত দর্শন সাজেশন ২০২৩ । Modern philosophical classic suggestion
ক বিভাগ
- হিউমের দুইটি গ্রন্থের নাম লিখুন।
- ডেবিট হিউম কোন দেশের দার্শনিক ছিলেন?
- সব ধারণাই ইন্দ্রিয় ছাপ থেকে উৎপত্তি উক্তিটি কে করেছেন?
- হিউমের মতে ইন্দ্রিয়জ কি?
- অমূর্ত ধারণা বলতে কি বুঝেন?
- হিউমের মতে প্রত্যাবণ কত প্রকার ও কি কি?
- কাল ও দেশ কোন ধরনের আকার?
- হিউমের মতে বিমুর্ত ধারণা সার্বিক না বিশেষ?
- হিউম মনকে কিসের সাথে তুলনা করেছিল?
- স্থিতিশীলতা বলে কিছু নেই উক্তিটি কার?
- কান্টের মতে দেশ ও কাল বিষয়গত নাকি বিষয়ীগত?
- ধারণাগুলো বিশেষ নাকি সার্বিক?
- হিউম কোন ধরনের সয়ংনবাদী?
- কান্ট কোন যুগের দার্শনিক?
- কান্টের পুরো নাম লিখুন।
- সংশ্লেষক বচনের উদাহরণ দিন।
- বিশ্লেষক অবধারণ কাকে বলা হয়?
- কান্তের মত কাল ও দেশ বিষয়গত কি?
- কান্ট কোন ধরনের দার্শনিক ছিলেন?
- বোধনক্তই জগতকে সৃষ্টি করে উক্তিটি কার ছিল?
- A pori a posteriori কথাটির অর্থ কি?
খ বিভাগ অনার্স ৩য় বর্ষ আধুনিক চিরায়াত দর্শন সাজেশন
- যৌগিক এবং সরল ধারণার ব্যাখ্যা দিন।
- হিউমের মতে সব ধারণাই কি ইন্দ্রিয়াজ থেকে প্রাপ্ত?
- ডেবিট হিউমের মতে ইন্দ্রিয় ও ধারণার মধ্যে পার্থক্য লিখুন।
- হিউমের ধারণা কোন অনুষঙ্গ নীতি গুলো ব্যাখ্যা করুন।
- বহির্জগত সম্পর্কে হিউমের মত কি ছিল?
- সম্পর্ক ও কার্যকরণ এর মধ্যে হিউমের ধারণা লিখুন।
- হিউমের কার্যক্রমের নিয়মগুলো লিখুন ।
- হিউমকে একজন সংশয়বাদী বলা হয় কেন?
- কান্টকে অজ্ঞেয়বাদী বলা হয় কেন?
- কান্ট কিভাবে অধিবিদ্যার সম্ভব্যতা প্রমাণ করে?
- গণিত ক্ষেত্রে কিভাবে কান্ট দেখান যে অভিজ্ঞতা পূর্ব সংশ্লেষ ঋণাত্মক অবধারণ সম্ভব?
- অভিজ্ঞতাবাদের এবং বুদ্ধিমতবাদ বিশেষ সম্পর্কে কান্টের মতামত লিখুন।
- হিউমের নীতি দর্শন আলোচনা করুন।
- হিউম ব্যক্তির তত্ত্বটি আলোচনা করুন।
- নৈতিক দোষগুণ সম্পর্কে হিউমের বক্তব্য লিখুন।
গ বিভাগ অনার্স ৩য় বর্ষ আধুনিক চিরায়াত দর্শন সাজেশন
- হিউমের দ্রব্যের ধারণা ব্যাখ্যা করুন।
- হিউমের প্রত্যক্ষণ মতবাদ কি ছিল এবং তিনি কিভাবে ধারণা এবং ইন্দ্রিয়জ এর মধ্যে পার্থক্য করতেন।
- প্রাকৃতিক সম্পর্ক ও দার্শনিকের সম্পর্ক কি। হুম কিভাবে দার্শনিক ও প্রাকৃতিক সম্পর্কের পার্থক্য দেখান।
- বহির্জগৎ সম্পর্কে হিউমের ধারণা আলোচনা করুন।
- হুম কিভাবে কার্যকরণের অনিবার্য সম্পর্কের খন্ডন করেন?
- স্বাধীনতার অর্থ কি এবং স্বাধীনতা ও অনিবার্যতা সম্পর্কে হিউমের মত আলোচনা করুন।
- অভিজ্ঞতাবাদের এবং কান্ট কিভাবে সমন্বয় সাধন করেছেন আলোচনা করুন।
- অন্ধ উপাদান এবং আকার ছাড়া উপাদান শূন্য উক্তিটি ব্যাখ্যা করুন।
- কাল ও দেশ কি? কান্টের critique of pure reason গ্রন্থটির আলোকে দেশের স্বরূপ নির্ণয় করুন।
- অধিবিদ্যার সম্ভব্যতা সম্পর্কে কান্টের মতামত ব্যাখ্যা করুন।
- বোধই প্রকৃতিকে গঠন করে কান্টের অনুসরণে ব্যাখ্যা করুন (অনার্স ৩য় বর্ষ আধুনিক চিরায়াত দর্শন সাজেশন ৯৯%)
- বৌদ্ধিক প্রকার কি এবং বৌদ্ধিক প্রকারের স্বরূপ কার্যাবলী বর্ণনা করুন।
- অনার্স ৩য় বর্ষ কৃষি ও গ্রামীণ অর্থনীতি সাজেশন ২০২৩ | Honours 3rd year suggestion 2023
- অনার্স ৩য় বর্ষ বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য সাজেশন ২০২৩ | Bengali romance and travel literature suggestion
- অনার্স ৩য় বর্ষ সামষ্টিক অর্থনীতি ২০২৩ | Honours 3rd year macro economics suggestion
- অনার্স ৩য় বর্ষ বাংলা উপন্যাস সাজেশন ২০২৩। Honours 3rd year suggestion 2023